ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik
আলোচনা যোগ করুনঅবয়ব
(ব্যবহারকারী:Ahmad Kanik থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Ahmad Kanik কর্তৃক ২ দিন আগে "Mahbub The King-এর প্রশ্ন (০৬:৩২, ১৪ এপ্রিল ২০২৫)" অনুচ্ছেদে
কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।
Desher Maati-এর প্রশ্ন (০৯:০৬, ১১ এপ্রিল ২০২৫)
[সম্পাদনা]খেলাঘরে নিবন্ধ তৈরি করে সম্পাদনা শেষ হলে প্রধানে স্থানান্তর করলে কি কোন সমস্যা। --Desher Maati (আলাপ) ০৯:০৬, ১১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
- না, সাধারণভাবে খেলাঘর (Draft namespace) থেকে নিবন্ধ সম্পাদনা শেষে প্রধান নামস্থান (Main namespace)-এ স্থানান্তর করা কোনো সমস্যা নয়—বরং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যদি নিবন্ধটি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে। তবে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি:
- স্থানান্তরের আগে নিশ্চিত হোন:
- নিবন্ধটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক কি না।
- উল্লেখযোগ্যতা (Notability) আছে কি না—অর্থাৎ বিষয়বস্তুটি নিয়ে বিশ্বাসযোগ্য উৎসে উল্লেখ আছে কি না।
- যথেষ্ট তথ্যসূত্র যুক্ত হয়েছে কি না, বিশেষ করে নির্ভরযোগ্য তৃতীয় পক্ষের সূত্র।
- নিবন্ধটি মূলত তথ্যসমৃদ্ধ ও এনসাইক্লোপেডিক কি না (ব্লগ, মতামত বা প্রচারণামূলক ভাষা যেন না থাকে)।
- উইকিপিডিয়ার নীতিমালা ও শৈলী অনুসরণ করা হয়েছে কি না।
- সমস্যা কোথায় হতে পারে?
- যদি নিবন্ধটি অপূর্ণ বা মানসম্পন্ন না হয়, তাহলে তা দ্রুত অপসারণ (Speedy deletion) বা অপসারণের প্রস্তাবনার মুখে পড়তে পারে।
- যদি তা কোন নতুন ব্যবহারকারী তৈরি করেন এবং যথেষ্ট মান বজায় না থাকে, তবে অভিজ্ঞ সম্পাদকগণ তা প্রধান নামস্থান থেকে সরিয়ে আবার খেলাঘরে ফিরিয়ে নিতে পারেন।
- সুপারিশ:
- আপনি চাইলে স্থানান্তরের আগে কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানকে রিভিউ করার অনুরোধ জানাতে পারেন।
- [[Wikipedia:Reviewing drafts]] পাতাটি একবার দেখে নিতে পারেন।
- Mahbub The King (আলাপ) ০৬:২৮, ১৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
Mahbub The King-এর প্রশ্ন (০৬:৩২, ১৪ এপ্রিল ২০২৫)
[সম্পাদনা]আসসালামু আলাইকুম প্রিয় স্যার, কেমন আছেন? আমি কিভাবে সেরা একজন উইকিপিডিয়া লেখক হতে পারবো? --Mahbub The King (আলাপ) ০৬:৩২, ১৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
- @Mahbub The King: ওয়ালাইকুম আসসালাম। উইকিপিডিয়া ঘুরে দেখুন, কোনো নিবন্ধ ভুল বা সমস্যা পেলে সংশোধন করুন। এছাড়া ইংরেজী উইকিপিডিয়া থেকে অনুবাদ করে নিবন্ধ সম্প্রসারণ করতে পারেন। — AKanik 💬 ১৩:৩১, ১৫ এপ্রিল ২০২৫ (ইউটিসি)