বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী:Ahmad Kanik থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Ahmad Kanik কর্তৃক ২ দিন আগে "Mahbub The King-এর প্রশ্ন (০৬:৩২, ১৪ এপ্রিল ২০২৫)" অনুচ্ছেদে

কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

Desher Maati-এর প্রশ্ন (০৯:০৬, ১১ এপ্রিল ২০২৫)

[সম্পাদনা]

খেলাঘরে নিবন্ধ তৈরি করে সম্পাদনা শেষ হলে প্রধানে স্থানান্তর করলে কি কোন সমস্যা। --Desher Maati (আলাপ) ০৯:০৬, ১১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

না, সাধারণভাবে খেলাঘর (Draft namespace) থেকে নিবন্ধ সম্পাদনা শেষে প্রধান নামস্থান (Main namespace)-এ স্থানান্তর করা কোনো সমস্যা নয়—বরং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যদি নিবন্ধটি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে। তবে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি:
স্থানান্তরের আগে নিশ্চিত হোন:
  1. নিবন্ধটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক কি না।
  2. উল্লেখযোগ্যতা (Notability) আছে কি না—অর্থাৎ বিষয়বস্তুটি নিয়ে বিশ্বাসযোগ্য উৎসে উল্লেখ আছে কি না।
  3. যথেষ্ট তথ্যসূত্র যুক্ত হয়েছে কি না, বিশেষ করে নির্ভরযোগ্য তৃতীয় পক্ষের সূত্র।
  4. নিবন্ধটি মূলত তথ্যসমৃদ্ধ ও এনসাইক্লোপেডিক কি না (ব্লগ, মতামত বা প্রচারণামূলক ভাষা যেন না থাকে)।
  5. উইকিপিডিয়ার নীতিমালা ও শৈলী অনুসরণ করা হয়েছে কি না।
সমস্যা কোথায় হতে পারে?
  • যদি নিবন্ধটি অপূর্ণ বা মানসম্পন্ন না হয়, তাহলে তা দ্রুত অপসারণ (Speedy deletion) বা অপসারণের প্রস্তাবনার মুখে পড়তে পারে।
  • যদি তা কোন নতুন ব্যবহারকারী তৈরি করেন এবং যথেষ্ট মান বজায় না থাকে, তবে অভিজ্ঞ সম্পাদকগণ তা প্রধান নামস্থান থেকে সরিয়ে আবার খেলাঘরে ফিরিয়ে নিতে পারেন
সুপারিশ:
  • আপনি চাইলে স্থানান্তরের আগে কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানকে রিভিউ করার অনুরোধ জানাতে পারেন।
  • [[Wikipedia:Reviewing drafts]] পাতাটি একবার দেখে নিতে পারেন।
Mahbub The King (আলাপ) ০৬:২৮, ১৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Mahbub The King-এর প্রশ্ন (০৬:৩২, ১৪ এপ্রিল ২০২৫)

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম প্রিয় স্যার, কেমন আছেন? আমি কিভাবে সেরা একজন উইকিপিডিয়া লেখক হতে পারবো? --Mahbub The King (আলাপ) ০৬:৩২, ১৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mahbub The King: ওয়ালাইকুম আসসালাম। উইকিপিডিয়া ঘুরে দেখুন, কোনো নিবন্ধ ভুল বা সমস্যা পেলে সংশোধন করুন। এছাড়া ইংরেজী উইকিপিডিয়া থেকে অনুবাদ করে নিবন্ধ সম্প্রসারণ করতে পারেন। — AKanik 💬 ১৩:৩১, ১৫ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন