ব্যবহারকারী আলাপ:Md Arif bd

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জুন 2020[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি উইকিপিডিয়াকে প্রচারযন্ত্র বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করছেন। আপনার অবদান দেখে, এটিই আপনার একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২২, ৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাই।

এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Md Arif bd (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

এর আগে আমি ইংরেজী উইকিপিডিয়ার বিদ্যানন্দ ফাউন্ডেশন এর নিবন্ধনটি তৈরি করছি এবং তাদের জানিয়েছি তারা তা তাদের পেইজে প্রকাশ করছে একই ক্ষেত্রে এটিও করছি তবে এটি তো তাকে বা বিদ্যানন্দ কে বলিনি যে প্রচার করতে কিংবা আমার নাম উলেখ্য করে প্রচার করতে যেটি স্বার্থের সংঘাত বলে বিবেচিত হয়। আর উইকিপিডিয়া সম্প্রাদয় কখনোই প্রকাশ বা প্রমান করতে পারবে না, যে অর্থের বিনিময়ে নিবন্ধন তৈরি করছি যা আমি নিজেও বলেছি কখনোই অর্থের বিনিময়ে কোন নিবন্ধন তৈরি করি নি। আর উপরোক্ত স্বার্থের সংঘাত এর নীতিমালায় যদি আমার উপরোক্ত দুটি কাজ ভুল হয় ক্ষমা এবং ভুল স্বীকার করছি। ভবিসৎ আর এমন হবে না।

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

বাধাদানের ঠিক পূর্বে আপনি স্পষ্ট বলেছিলেন আপনার স্বার্থের কোন সংঘাত নেই, বাধা দেওয়ার পর বলছেন আপনার সাথে দুটি নিবন্ধের বিষয়ের যোগাযোগ আছে। নিবন্ধের বিষয়ের সাথে আপনার যে ব্যক্তিগত যোগাযোগ তা প্রমাণিত ফেসবুক পোস্টেই। আলোচনায় অপসারিত আপনার সবগুলোই নিবন্ধই এমন প্রচারের জন্য তৈরি করা। আর পাবলিক পোস্টে আপনার নাম প্রকাশ না পেলে স্বার্থের সংঘাত হবে না, এমনটি নয়। আবেদনের কারণ যুক্তিযুক্ত না হওয়ায় আপনার আবেদনটি বাতিল করা হলো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৪, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

আপনি কি কারো অনুরোধে করে থাকতে পারেন? আমিসহ অনেক উইকিপিডিয়ান প্রায়শ ফেসবুকে নিবন্ধ তৈরি করে দেয়ার অনুরোধ পেয়ে থাকি। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৩, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বী না। কখনোই কারো অনুরোধে নিবন্ধন তৈরি করি নি। উইকিপিডিয়ার নীতিমালা জানার পর হতে গুগুল করে যদি তার সম্পর্কে তথ্যসূত্রের যাচাইযোগ্যতা এবং মনে হয় যে মানদন্ড পূরন করে তবে তাহলে নতুন নিবন্ধন তৈরি করি। মোঃ আরিফ (আলাপ) ০৫:১১, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অনুরোধ[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Md Arif bd (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

আমি কোন অনুরোধে বা অর্থের বিনিময়ে নিবন্ধ তৈরি করিনি এখানে বার্তা গুলো দেখতে পারেন। গুগলে খুজে কাউকে উল্লেখযোগ্য মনে হয় সেই নিবন্ধ তৈরি করি। সেই নিবন্ধগুলির ক্ষেত্রে আমার বিবেচনা সঠিকতর ছিল না তা বুঝতে পারছি, এই জাতীয় কারো নিবন্ধ আর তৈরি করব না আমার ভুল ক্ষমা করে দিয়ে বাধা অপসারণ এর অনুরোধ করছি। মোঃ আরিফ (আলাপ) ১৫:২৮, ১৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

এই স্ক্রিনশটগুলো প্রমাণ করে না যে আপনার সাথে বাকী নিবন্ধের বিষয়ের কোন সম্পর্ক নেই। ধরুন, আমার কাছে তিনটি অনুরোধ আসলো অর্থের বিনিময়ে নিবন্ধ তৈরির। আমি দেখলাম এরমধ্যে দুইজনের উল্লেখযোগ্যতা মানদণ্ড পূরণ করে না সুতরাং আমি সেই দুইজনকে মানা করে দিলাম কিন্তু তৃতীয়জন আমার কাছে মনে হলো যে উল্লেখযোগ্য হতে পারে সুতরাং আমি তার নিবন্ধটা তৈরি করলাম। এবার আমি সম্প্রদায়কে সেই দুইজনের স্ক্রিনশট দেখালাম। আশাকরি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনার বাধাদানের মূল বিষয় ছিলো, আপনার নিবন্ধের বিষয়ের সাথে আপনার স্বার্থের সংঘাত রয়েছে (সেটা অর্থের বিনিময়ে হোক বা অন্যকোনভাবেও হতে পারে)। সেটি আপনাকে বাধাদানের পূর্বে স্পষ্ট জিজ্ঞাস করেছিলাম কিন্তু আপনি স্পষ্ট মিথ্যা বলেছেন। উপরেও যেমনটি বলেছি বাধা অপসারণের আবেদনে আপনাকে সেই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আপনি ইতোমধ্যে দুইবার বাধা অপসারণের আবেদন করেছেন মূল বিষয় ব্যাখ্যা করা ছাড়াই সুতরাং এখন থেকে এক বছর পর পুনরায় আপনি আবেদন করতে পারেন। তবে নতুন আবেদনে স্বার্থের সংঘাত বিষয়টি স্পষ্ট ব্যাখ্যা করতে হবে ও ডিসক্লোজ করতে হবে। এছাড়াও স্ক্রিনশটগুলো প্রাইভেট করুন কারণ আপনি অন্যের গোপনীয়তা লঙ্ঘন করছেন পাবলিকলি বার্তাগুলো পোস্ট করে। এ ধরণের ক্ষেত্রে এক/দুজনকে লিংকে প্রবেশাধিকার দেওয়া যেতে পারে তদন্তের স্বার্থে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৬, ১৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

"@NahidSultan:" ভাই, স্বার্থের সংগাত এর যাদের নিবন্ধন এর কারনে হয়েছে তাদেরকে দেওয়া বার্তার ও স্কিনসর্ট দিয়েছি আপনার [nahid@wikimedia.org.bd ইমেইল] প্রবেশাধিকার দিয়েছি। উপরোক্ত কারনে ক্ষমা ও চেয়েছি।বাংলা উইকিপিডিয়া যেগুলা তৈরি করেছি সেগুলা তখন নতুন ছিলাম বিধায় নীতিমালা না জানার কারনে হয়েছে। সম্পতি বাংলা উইকিপিডিয়া আমার তৈরিকৃত নিবন্ধন পর্যালোচনা করে দেখতে পারেন।এখন থেকে পরবর্তীতে বাংলা উইকিপিডিয়ার কোন জীবত ব্যাক্তির নিবন্ধ তৈরির জন্য আপনার সাথে বা যে কোন প্রশাসক এর সাথে আলোচনা করে তৈরি করবো।অলোচনা না করে যদি উইকিপিডিয়া মানদন্ড বিহীন নিবন্ধন তৈরি করি কোন আলাপ ছাড়াই বাধা প্রদান করবেন। — Md Arif bd (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

খন্দকার মোহাম্মদ আসাদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

খন্দকার মোহাম্মদ আসাদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/খন্দকার মোহাম্মদ আসাদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Prince ০৬:২৫, ২ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অনাথ অ-মুক্ত চিত্র:চুয়াডাঙ্গা সরকারি কলেজ লোগো.jpeg সম্পর্কে[সম্পাদনা]

⚠

চিত্র:চুয়াডাঙ্গা সরকারি কলেজ লোগো.jpeg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।

লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। ≈ ফারহান  💬«আলাপ»💬 ১০:০৮, ২৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

এবিএম সোহেল রশিদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

এবিএম সোহেল রশিদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এবিএম সোহেল রশিদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৪৪, ২৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:Md Arif bd/উপপাতা পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার দুই বা ততোধিক ধারা অনুযায়ী করা হয়েছে, যার আওতায় যেকোনও পাতা যেকোনও সময়, আলোচনা ছাড়াই অপসারণ করা যেতে পারে। যদি পাতাটি সংজ্ঞায়িত বিচারধারার কোনওটি পূরণ করে তবে কোনও প্রশাসক শীঘ্রই এটি অপসারণ করে দিবেন। যে কারণগুলির জন্য এটি ট্যাগ করা হয়েছে সেগুলি হল:

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। -- Aishik Rehman ২২:৫২, ২৬ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Md Arif bd, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৭:৩০, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]