ব্যবহারকারী:শরদিন্দু ভট্টাচার্য্য
এই ব্যবহারকারী রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সঘের একজন সদস্য। |
— উইকিপিডিয়ান — | |||||||||||||||||||||||||||||
নাম | শরদিন্দু ভট্টাচার্য্য | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
দেশ | ![]() | ||||||||||||||||||||||||||||
বর্তমান অবস্থান | বেলঘরিয়া, পশ্চিমবঙ্গ | ||||||||||||||||||||||||||||
ভাষা | বাংলা | ||||||||||||||||||||||||||||
সময় অঞ্চল | +৫.৩০ | ||||||||||||||||||||||||||||
জাতিতত্ত্ব | বাঙালি | ||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি | ||||||||||||||||||||||||||||
চুল | কালো | ||||||||||||||||||||||||||||
শিক্ষা এবং কর্মসংস্থান | |||||||||||||||||||||||||||||
শিক্ষা | বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় বেলঘরিয়া যতীনদাস বিদ্যামন্দির সুরেন্দ্রনাথ কলেজ(কলকাতা বিশ্ববিদ্যালয়) পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় | ||||||||||||||||||||||||||||
শখ, পছন্দ এবং বিশ্বাস | |||||||||||||||||||||||||||||
ধর্ম | হিন্দু | ||||||||||||||||||||||||||||
ব্যবহারকারী বাক্স | |||||||||||||||||||||||||||||
|
আজ বৃহস্পতিবার, ২৫ই ফেব্রুয়ারি ২০২১;
আমি, শরদিন্দু ভট্টাচার্য্য, উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত কামারহাটি পৌরসভার বেলঘরিয়া লোকালয়ে বাস করি৷ জন্ম উক্তস্থানে ১৮ই আশ্বিন' ১৪০৫ বঙ্গাব্দে৷ উইকিপিডিয়ান হিসাবে আমি খুশি এবং নিজ মাতৃভাষা বাংলাতে উইকিপিডিয়া প্রথম সারিতে থাকুক এই আশা রাখি৷
ইমেইল আই.ডি. - sbsarat98@gmail.com
ফেসবুক আই.ডি. - [১]
সময়রেখা[সম্পাদনা]
- প্রথম সম্পাদনার তারিখ - ১৬ই ভাদ্র ১৪২৫ (২রা সেপ্টেম্বর ২০১৮)
- ১ম নিবন্ধ - পূর্ব সিংভূম জেলা, ঝাড়খণ্ড, ভারত
- ৫০তম নিবন্ধ - খয়রাবাড়ি গণহত্যাকাণ্ড, আসাম, উত্তর-পূর্ব ভারত
- ১০০তম নিবন্ধ - কামত ফুলবাড়ী জনগণনা নগর, পশ্চিমবঙ্গ, ভারত
- ১৫১তম নিবন্ধ - পুলস্ত্য মুনি
- ২০০তম নিবন্ধ - দরিয়াগঞ্জ, দিল্লি
- ২৫০তম নিবন্ধ - ত্রিশূর লোকসভা কেন্দ্র, কেরালা
- ৩০০তম নিবন্ধ - কাঙ্কের লোকসভা কেন্দ্র,ছত্তিশগড়
প্রণীত নিবন্ধ[সম্পাদনা]
জেলা[সম্পাদনা]
পূর্ব সিংভূম জেলা, সরাইকেল্লা খরসোয়া জেলা, পাকুড় জেলা, পশ্চিম সিংভূম জেলা, গোড্ডা জেলা, দুমকা জেলা, রাঁচি জেলা, খুঁটি জেলা, সিমডেগা জেলা, গুমলা জেলা, লোহারদাগা জেলা, বোকারো জেলা, রামগড় জেলা, গিরিডি জেলা, কোডারমা জেলা, হাজারিবাগ জেলা, চাতরা জেলা, লাতেহার জেলা, গাড়োয়া জেলা, বলাঙ্গির জেলা, বৌধ জেলা, ভদ্রক জেলা, বারগড় জেলা (বড়গড়), নিকোবর জেলা, দেবগড় জেলা, ঢেঙ্কানাল জেলা, গজপতি জেলা, গঞ্জাম জেলা, ঝারসুগুড়া জেলা, যাজপুর জেলা, জগৎসিংহপুর জেলা, খোর্দ্ধা জেলা, কেন্দুঝর জেলা (কেওনঝড়), কালাহান্ডি জেলা, কোরাপুট জেলা, কন্ধমাল জেলা, কেন্দ্রাপড়া জেলা, মালকানগিরি জেলা, নবরঙ্গপুর জেলা, ছত্তীসগঢ়ের জেলা, নূয়াপড়া জেলা, নয়াগড় জেলা, পুরী জেলা, রায়গড়া জেলা, সম্বলপুর জেলা, সুবর্ণপুর জেলা, সুন্দরগড় জেলা, হিমাচল প্রদেশের জেলাসমূহের তালিকা, পূর্ব কার্বি আংলং জেলা, লংৎলাই জেলা, মামিত জেলা, কোলাসিব জেলা, সাইহা জেলা, পশ্চিম কামেং জেলা, নিম্ন সিয়াং জেলা৷
স্থান[সম্পাদনা]
মুরুদেশ্বর, বেলঘরিয়া, বীরপাড়া, আলিপুরদুয়ার, রাজাভাতখাওয়া, উত্তর কামাখ্যাগুড়ি, খাতড়া, কোতুলপুর, রাইপুর, বক্রেশ্বর তাপবিদ্যুৎকেন্দ্র উপনগর, ইলামবাজার, কড়িধ্যা, লাভপুর, বীরভূম, নানুর, রাজনগর, বীরভূম, বাণেশ্বর, কোচবিহার, খড়িমালা খাগড়াবাড়ি, নগর চ্যাংড়াবান্ধা, শিশুঝুমরা, বাগডোগরা, মংপু, ধলুয়াবাড়ি, কোচবিহার, বাইশগুড়ি, টাকাগাছ, চকচকা, কামত ফুলবাড়ী, ছোট লাউকুঠি, বাদামতাম চা বাগান, গিং চা বাগান, চংটং চা বাগান, সিংতম চা বাগান, রংমুক সিডার চা বাগান, মঙ্গরজং চা বাগান, সুকিয়াপোখরি, সোনাদা, কালকূট, দার্জিলিং, টারি, দার্জিলিং, জিতু, দার্জিলিং, মাথাপারি, বড় মোহনসিং, লালমন, দার্জিলিং, দুমরিগুড়ি, ভীমরাম, দার্জিলিং, গেনি, দার্জিলিং, শ্যামধন, উধারবন্দ, উদগমণ্ডলম, ডাবগ্রাম, বিন্নাগুড়ি, রাজগঞ্জ, খড়িবাড়ী, চাকিয়াভিটা, ওদলাবাড়ি, দক্ষিণ ওদলাবাড়ি, মেটেলিহাট, চালসা মহাবাড়ি, মঙ্গলবাড়ি, বানরহাট চা বাগান, মহদীপুর, তেলিপাড়া চা বাগান, খরিয়া, দক্ষিণ খাগড়াবাড়ি, কীর্ণাহার, গড় মান্দারণ, গুড়াপ, কোটাসুর, উলপাহাড়ী, সৌরেনী, রোহিনী, পশ্চিমবঙ্গ, দিহি পঞ্চান্নগ্রাম, শিমুরালী, মন্তেশ্বর, মানকর, বাঘমুন্ডি, মানেভঞ্জন, দার্জিলিং, গৌরাঙ্গপুর, মুসৌরী, কাকিনাড়া, দরিয়াগঞ্জ, অনন্তপুর, জটায়ুমঙ্গলম, কর্নুল, মরিগাঁও, পখাঞ্জুর, কাটরা, জম্মু ও কাশ্মীর,৷
হিন্দু পৌরাণিক[সম্পাদনা]
সারস্বত ব্রাহ্মণ, মাণ্ডবী, শ্রুতকীর্তি, গর্গ মুনি, পিনাক, শার্ঙ্গ, কুম্ভকর্ণ, পঞ্চগৌড় ব্রাহ্মণ, পঞ্চদ্রাবিড় ব্রাহ্মণ, ঋষি বিশ্রবা, নিকষা, বিভীষণ, পুলস্ত্য, কুবের, শূর্পণখা, শিব পঞ্চসভা, কৌমোদকী, নাম্বুদ্রী ব্রাহ্মণ, মার্তণ্ড, পুষ্পক বিমান, উচ্চৈঃশ্রবা, ত্রিশূল, সমুদ্রমন্থন, হলাহল, বারুণী, কৌস্তুভ মণি, জটায়ু (রামায়ণ), অরুণ (হিন্দু ধর্ম), কুশধ্বজ, ঋষি অত্রি, নল (রামায়ণ), নীল (রামায়ণ), লক্ষ্মণরেখা, অমৃত৷
বিবিধ[সম্পাদনা]
গোরেশ্বর গণহত্যাকাণ্ড, খয়রাবাড়ি গণহত্যাকাণ্ড, উত্তর কামরূপ গণহত্যাকাণ্ড, হোজাই গণহত্যাকাণ্ড, নিচলামারি গণহত্যাকাণ্ড, কমলনগর হত্যাকাণ্ড, বোরোল্যান্ড গণহত্যাকাণ্ড ২০১৪, কোকড়াঝাড় গণহত্যাকাণ্ড ২০১২, বালাসন নদী, জয়ন্তিয়া ভাষা, ছত্তীসগঢ়ী ভাষা, সরগুজিয়া ভাষা, মালবি ভাষা, নিমাড়ি ভাষা, মারা ভাষা, নীলমাধব মন্দির, ওড়িশা, তামিল ঈলাম, হিন্দুস্তানি জাতিগোষ্ঠী, ছৌ মুখোশ, উপহ্রদ, কামরূপী লিপি, ভারত-নেপাল সীমান্ত, তামিল তাই ওয়ালত্তু, চিদম্বরম নটরাজ মন্দির, তিরুবলঙ্গাড়ু শ্রীবড়ারণ্যেশ্বর মন্দির, তিরুনেলভেলি নেল্লাইয়প্প মন্দির, মাদুরাই মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির, ভারতীয় রক, গুণ্ডিচা মন্দির, বর্মায় ব্রিটিশ শাসন, ইঙ্গ-বর্মা যুদ্ধসমূহ, বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব, বাঘনখ, লোহারদাগা লোকসভা কেন্দ্র৷