উড্ডয়ন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০২১) |
উড্ডয়ন বা ওড়া বলতে কোনও বস্তু বা প্রাণী যে প্রক্রিয়াতে আকাশ তথা আবহমণ্ডলের ভেতর দিয়ে (এমনকি কদাচিৎ আবহমণ্ডল ছাড়িয়ে মহাকাশেও) ভূপৃষ্ঠকে স্পর্শ না করে বিচরণ করতে পারে, তাকে বোঝায়।[১] বাতাসের চেয়ে ভারী বস্তুর ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সাধারণত বায়ুগতীয় উত্তোলক বল ও সম্মুখচালক ঘাত বল (বা পুরশ্চালক ঘাত বল) - এই দুই ধরনের বলের সমন্বয়ে সম্পাদন করা হয়। বাতাসের চেয়ে হালকা বস্তুর ক্ষেত্রে (বায়ুস্থিতিবিজ্ঞান) প্লবতা বা উৎক্ষেপণ বিজ্ঞানের সহায়তা নেওয়া হয়।
বহু বস্তুই উড্ডয়নে সক্ষম। যেমন প্রকৃতিতে পাখি, বাদুড় ও পতঙ্গ উড়তে পারে। এছাড়া মানবনির্মিত বিভিন্ন উড়োযান যেমন উড়োজাহাজ বা বিমান, হেলিকপ্টার, বেলুন, মহাকাশযানবাহী রকেট, ইত্যাদিও উড্ডয়নে পারদর্শী।
উড্ডয়নের প্রকৌশলগত দিকগুলি বায়বান্তরীক্ষ প্রকৌশল নামক বিজ্ঞানের একটি শাখায় আলোচিত হয়। এটিকে আবার কতগুলি উপশাখায় ভাগ করা হয়, যেমন উড়োযানচালনা বিজ্ঞান, মহাকাশযানচালনা বিজ্ঞান এবং উৎক্ষেপণ বিজ্ঞান। এছাড়া বায়ুগতিবিজ্ঞান নামক ক্ষেত্রটিতে উড্ডয়নের মূলনীতিগুলি অধ্যয়ন করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ওড়া | অমরকোশ - ভারতের অভিধান"। অভিধান.ভারত। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।