মীরসরাই উপজেলা
মীরসরাই | |
---|---|
উপজেলা | |
![]() | |
বাংলাদেশে মীরসরাই উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৬′৬″ উত্তর ৯১°৩৪′১৪″ পূর্ব / ২২.৭৬৮৩৩° উত্তর ৯১.৫৭০৫৬° পূর্বস্থানাঙ্ক: ২২°৪৬′৬″ উত্তর ৯১°৩৪′১৪″ পূর্ব / ২২.৭৬৮৩৩° উত্তর ৯১.৫৭০৫৬° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৫ জুলাই, ১৯১৭ |
সংসদীয় আসন | ২৭৮ চট্টগ্রাম-১ |
সরকার | |
• সংসদ সদস্য | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৪৮২.৮৯ বর্গকিমি (১৮৬.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৯৮,৭১৬ |
• জনঘনত্ব | ৮৩০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৫ ৫৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মীরসরাই বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা।
ইতিহাস[সম্পাদনা]
১৩৪০ সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম অধিকার করে এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গৌড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ও নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে পরাগল খাঁ ও ছুটি খাঁ এ অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এর পরে দিল্লীর সম্রাট শেরশাহের ভাই নিজাম শাহ এখানকার শাসনকর্তা ছিলেন। তাঁর নামানুসারে নিজামপুর পরগণার নামকরণ হয় এবং সমগ্র মীরসরাই এলাকা নিজামপুর পরগণার অন্তর্ভুক্ত হয়। ষোড়শ শতকের শুরু থেকে এই অঞ্চল বাংলা সাহিত্যচর্চার অন্যতম কেন্দ্র ছিল। ১৫৮০ থেকে ১৬৬৬ সাল পর্যন্ত অধিকাংশ সময় এই অঞ্চল আরাকানীদের শাসনে ছিল। সুবেদার শায়েস্তা খাঁ এর পুত্র বুজুর্গ উমেদ খাঁ ফেনী নদী পার হয়ে বর্তমান মীরসরাই থানার যে স্থানে সৈন্যদল নিয়ে অবতরণ করেন, সে স্থানের নামকরণ হয় বুজুর্গ উমেদনগর। তাঁর চট্টগ্রাম বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চল স্থায়ীভাবে মুঘলদের শাসনে চলে যায়। ইংরেজ শাসনামলের শেষদিকে চট্টগ্রামের বিপ্লবীদের তৎপরতার অন্যতম কেন্দ্র ছিল মীরসরাই উপজেলার দুর্গাপুর ও করেরহাট এলাকা।
মুক্তিযুদ্ধের ঘটনাবলী[সম্পাদনা]
১৯৭১ সালের ২০ এপ্রিল ক্যাপ্টেন অলি আহমদের নেতৃত্বে মীরসরাই সদরের দক্ষিণে ফেনাফুনি ব্রিজের পাশে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর প্রচণ্ড লড়াই হয়। যুদ্ধে পাকবাহিনীর প্রায় ১০০ সৈন্য নিহত হয়। এছাড়াও শুভপুর সেতু, হিঙ্গুলী সেতু, অছি মিয়ার সেতু ও মস্তাননগরসহ গোটা এলাকায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই সংঘটিত হয়।[১]
- মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন[১]
- বধ্যভূমি: ৫টি (মীরসরাই ওয়ারলেস, তালবাড়িয়া, লোহারপুল, মস্তাননগর হাসপাতাল ও ঝুলন্ত ব্রিজ)
- গণকবর: ১টি (করেরহাট বাজার)
- স্মৃতিস্তম্ভ: ১টি (হিজুলী ব্রিজ)
নামকরণ[সম্পাদনা]
বর্তমান মীরসরাই এলাকায় মোগল আমলে একটি সামরিক ঘাঁটি ছিল। ঘাঁটিটি মেহমান সরাই নামে পরিচিত। সেখানে মীর সাহেব নামে এক মুসলিম সৈনিক মারা যায়। তাঁর নামে এই থানার নামকরণ মীরের সরাই বা মীরসরাই করা হয়েছে বলে ধারণা করা হয়।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
মীরসরাই উপজেলার আয়তন ৪৮২.৮৯ বর্গ কিলোমিটার (১,১৯,৩২৪ একর)।[৩] চট্টগ্রাম জেলা সদর থেকে ৬০ কিলোমিটার উত্তরে[৪] ২২°৩৯´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°২৭´ থেকে ৯১°৩৯´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান।[১] মুহুরি নদী ফেনী জেলা এবং নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। একে চট্টগ্রাম এর প্রবেশদ্বার বলা যায়। এর পূর্বে ফটিকছড়ি উপজেলা; দক্ষিণে সীতাকুণ্ড উপজেলা; পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও সন্দ্বীপ উপজেলা, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং উত্তরে ফেনী জেলার ফেনী সদর উপজেলা, ছাগলনাইয়া উপজেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
চট্টগ্রাম জেলার মীরসরাই থানা ১৬টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত হয়। ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে মীরসরাই থানার কার্যক্রম চালু হয়।[৫] মীরসরাই থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালের ১৫ এপ্রিল তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এবং উপজেলা কার্যক্রম শুরু হয় ঐ বছরেরই ৬ অক্টোবর।[২]
বর্তমানে মীরসরাই উপজেলায় ২টি থানা এবং থানাদ্বয়ের আওতাধীন ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে।
জোরারগঞ্জ থানার আওতাধীন ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন।
মীরসরাই থানার আওতাধীন ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন।
- ৯নং মীরসরাই
- ১০নং মিঠানালা
- ১১নং মঘাদিয়া
- ১২নং খৈয়াছড়া
- ১৩নং মায়ানী
- ১৪নং হাইতকান্দি
- ১৫নং ওয়াহেদপুর
- ১৬নং সাহেরখালী
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই উপজেলার মোট জনসংখ্যা ৩,৯৮,৭১৬ জন। এর মধ্যে পুরুষ ১,৮৭,৩২৩ জন এবং মহিলা ২,১১,৩৯৩ জন। মোট পরিবার ৭৯,৫৪৫টি।[৩] মোট জনসংখ্যার ৮৫% মুসলিম, ১৩% হিন্দু এবং ২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।[১]
শিক্ষা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই উপজেলার সাক্ষরতার হার ৫৫.১%; পুরুষ ৫৭.১%, মহিলা ৫৩.৩%।[৩] এ উপজেলায় ৫টি কলেজ (সহপাঠ), ১টি গার্লস কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ৪টি ফাজিল মাদ্রাসা, ২টি আলিম মাদ্রাসা, ২০টি দাখিল মাদ্রাসা, ৪০টি মাধ্যমিক বিদ্যালয় (সহশিক্ষা), ৬টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৮টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
- শিক্ষা প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
মীরসরাই উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ। এছাড়া উপজেলায় ২৩০ কিলোমিটার পাকারাস্তা, ১১৯ কিলোমিটার আধা-পাকারাস্তা, ১৪৩৫ কিলোমিটার কাঁচারাস্তা, ১৬ কিলোমিটার রেলপথ, ৪টি রেলস্টেশন ও ১১ নটিক্যাল মাইল নৌপথ রয়েছে।[১]
কৃষি[সম্পাদনা]
মীরসরাই উপজেলায় মোট জমির পরিমাণ ৪৪,৫৬৭ হেক্টর। এর মধ্যে ফসলী জমি ২৫,৯১১ হেক্টর।[৪] ধান এই অঞ্চলের প্রধান ফসল। এই স্থান কৃষি কাজ করার জন্য উৎকৃষ্ট। এছাড়া অন্যান্য কৃষি ফসলের মধ্যে রয়েছে ডাল, আলু, বেগুন, শাকসবজি ইত্যাদি।
অর্থনীতি[সম্পাদনা]
একবিংশ শতাব্দীর শুরু থেকে এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠে। ইছাখালী, মঘাদিয়া, ও সাহেরখালী ইউনিয়নের সাগর সংলগ্ন চরে এবং আরো জমি নিয়ে সর্বমোট ৩৫ হাজার একর জায়গার উপর দেশের সর্ববৃহৎ শিল্পনগর গড়ে তোলা হচ্ছে যা "মীরসরাই ইকোনমি জোন" বর্তমানে "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর" নামে পরিচিত।
নদ-নদী[সম্পাদনা]
মীরসরাই উপজেলার প্রধান নদী ফেনী নদী ও মুহুরী নদী।[৭] উপজেলার পশ্চিমে রয়েছে সন্দ্বীপ চ্যানেল এবং অভ্যন্তরে বয়ে চলেছে ইছাখালী, মহামায়া, ডোমখালি, হিঙ্গুলী ও মায়ানী খাল।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
মীরসরাই উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- মহামায়া লেক ও সেচ প্রকল্প - দুর্গাপুর ইউনিয়ন।
- উপকূলীয় বনাঞ্চল - সাহেরখালী ইউনিয়ন।
- মুহুরী সেচ প্রকল্প - ইছাখালী ইউনিয়ন।
- করেরহাট বনাঞ্চল - করেরহাট ইউনিয়ন।
- বাওয়াছড়া সেচ প্রকল্প - ওয়াহেদপুর ইউনিয়ন।
- খৈয়াছড়া ঝর্ণা - খৈয়াছড়া ইউনিয়ন।
- ধুমের শিলা পাথর (শান্তিরহাট)
- ছুটি খাঁ মসজিদ
- পরাগল খাঁ দীঘি
- নয়দুয়ারী মসজিদ
- জগন্নাথ ধাম (আবু তোরাব)
- কালীমন্দির (করেরহাট)
- শান্তিনিকেতন বিহার
- অভয়শরণ বিহার
- মঘাদিয়া জমিদার বাড়ি
কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]
- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ––রাজনীতিবিদ।
- এম এ জিন্নাহ –– রাজনীতিবিদ।
- ওবায়দুল হক খোন্দকার –– বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।
- কবির আহম্মদ –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- কাজী মোরশেদ –– চলচ্চিত্র পরিচালক।
- জেড এ খান –– ব্রিগেডিয়ার জেনারেল ও রাজনীতিবিদ।
- দিলীপ বড়ুয়া –– রাজনীতিবিদ।
- মাওলানা আহমেদুর রহমান আজমী –– ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ।
- মোজাহার উল্লাহ –– বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- মুহম্মদ কবির –– মধ্যযুগের কবি।
- মোজাম্মেল হক –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ নূরুল হক –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- যোবায়দা হান্নান –– চিকিৎসক ও সমাজসেবী।
- সিরাজুল হক –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ –– ইসলামী গবেষণায় অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।
- হেড়ম্ব বল –– চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্যসেনের সহযোগী।
সংসদীয় আসন[সম্পাদনা]
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৯] | সংসদ সদস্য[১০][১১][১২][১৩][১৪] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭৮ চট্টগ্রাম-১ | মীরসরাই উপজেলা | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
- সংসদ সদস্যগণের তালিকা
ক্রম নং | নির্বাচন সন | নির্বাচিত সংসদ সদস্য | রাজনৈতিক দল |
---|---|---|---|
১ম | ১৯৭৩ | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সংসদ সদস্য |
২য় | ১৯৭৯ | ওবাইদুল হক খোন্দকার | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৩য় | ১৯৮৬ | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
৪র্থ | ১৯৮৮ | আবু ছালেক | জাতীয় পার্টি |
৫ম | ১৯৯১ | মোহাম্মদ আলী জিন্নাহ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৬ষ্ঠ | ১৯৯৬ (ফেব্রুয়ারি) | ওবায়দুল হক খোন্দকার | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৭ম | ১৯৯৬ (জুন) | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
৮ম | ২০০১ | মোহাম্মদ আলী জিন্নাহ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৯ম | ২০০৮ | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
১০ম | ২০১৪ | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
১১শ | ২০১৮ | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
উপজেলা পরিষদ ও প্রশাসন[সম্পাদনা]
ক্রম নং. | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান | নুরুল আমিন |
০২ | ভাইস চেয়ারম্যান | মোহাম্মদ মঈন উদ্দীন |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | ইয়াসমিন আকতার কাকলী |
০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা | মোহাম্মদ রুহুল আমিন |
- উপজেলা চেয়ারম্যানগণের তালিকা[১৫]
ক্রম নং. | উপজেলা চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | মোহাম্মদ আবু তাহের | ১৯৮৫-১৯৮৬ |
০২ | আবুল বাশার ভূঁইয়া | ১৯৮৬-১৯৯১ |
০৩ | নুরুল আমিন | ২০০৯-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "মিরসরাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "মীরসরাই উপজেলার পটভূমি - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ ক খ গ "এক নজরে মীরসরাই - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।
- ↑ http://mirsharai.chittagong.gov.bd/site/page/674481af-2144-11e7-8f57-286ed488c766/%E0%A6%AD%E0%A7%8C%E0%A6%97%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF
- ↑ http://mirsharai.chittagong.gov.bd/site/page/c21e1d08-2144-11e7-8f57-286ed488c766/%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B9
- ↑ "নদ নদী - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ http://mirsharai.chittagong.gov.bd/site/page/67410d70-2144-11e7-8f57-286ed488c766/%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিভ্রমণে মীরসরাই উপজেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |