চান্দিনা উপজেলা
চান্দিনা | |
---|---|
উপজেলা | |
চান্দিনা | |
বাংলাদেশে চান্দিনা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৯′১৩″ উত্তর ৯১°০′৩৩″ পূর্ব / ২৩.৪৮৬৯৪° উত্তর ৯১.০০৯১৭° পূর্বস্থানাঙ্ক: ২৩°২৯′১৩″ উত্তর ৯১°০′৩৩″ পূর্ব / ২৩.৪৮৬৯৪° উত্তর ৯১.০০৯১৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
আসন | ৭ |
সরকার | |
• অধ্যাপক | আলি আশরাফ (আওয়ামিলীগ) |
আয়তন | |
• মোট | ২০২ বর্গকিমি (৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,০৫,৮২০ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৮৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | চান্দিয়ারা ৩৫১০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৯ ২৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
চান্দিনা উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা ।
অবস্থান[সম্পাদনা]
চান্দিনা উপজেলার দক্ষিণে বরুড়া উপজেলা, পূর্বে বরুড়া উপজেলা ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা, উত্তর-পূর্বে বুড়িচং উপজেলা, উত্তরে দেবিদ্বার উপজেলা ও মুরাদনগর উপজেলা, উত্তর-পশ্চিমে দাউদকান্দি উপজেলা এবং পশ্চিমে কচুয়া উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
চান্দিনা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন।
- ১নং সুহিলপুর
- ২নং বাতাঘাসী
- ৩নং মাধাইয়া
- ৪নং মহিচাইল
- ৫নং কেরণখাল
- ৬নং বাড়েরা
- ৭নং এতবারপুর
- ৮নং বরকইট
- ৯নং মাইজখার
- ১০নং গল্লাই
- ১১নং দোল্লাই নবাবপুর
- ১২নং বরকরই
- ১৩নং জোয়াগ
ইতিহাস[সম্পাদনা]
চান্দিনা উপজেলার আয়তন ২০১.৯২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩,৫৮,৮২০ জন। এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ সালে। চান্দিনা উপজেলার নামকরণ নিয়ে কিংবদন্তি চালু আছে। ১৬৭৫ সালে মির্জা হোসেন আলী খাঁ মোঘল সুবাদার নিযুক্ত হওয়ার পর বর্তমান চান্দিনায় সদর দপ্তর স্থাপন করেন বলে জানা যায়। তখন এ স্থানের নাম ছিল ‘বরকামতা’। এ স্থানটি জঙ্গলাকীর্ণ ছিল বলে বাঘের ভয়ে সবাই আতঙ্কগ্রস্থ থাকতো। সুবাদার হোসেন আলী খাঁ তাঁর মহলের সম্মুখে বাঘতে ভয় দেখানের জন্য একটি উঁচু স্থানে উজ্জ্বল গ্যাসের বাতি জ্বলাতেন। তখন হতে লোকজন এ স্থানটিকে ‘চাঁদনী’ বা ‘চাঁদের আলোর মতো স্থান’ বলে আখ্যায়িত করতো। পরবর্তীতে ইংরেজ শাসনামলে নীলকুঠির সাহেবরা ইংরেজিতে এ স্থানকে চান্দিনা বলে লিপিবদ্ধ করে। সে থেকেই চান্দিনা নামককরণ হয়েছে।
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
ডাঃ সৈয়দা ফিরোজা বেগম (খ্রিষ্টিয় ১৯৩০-২০০০) তিনি চান্দিনা বড়গোবিন্দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ গাইণী বিশেষজ্ঞ , ও চান্দিনা ডাঃফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা। চান্দিনায় নারী শিক্ষার বিশেষ অবদান রাখেন তিনি।
- আচার্য মহাস্থবির শীলভদ্র (খ্রিষ্টীয় ৫২৯-খ্রিষ্টীয় ৬৫৪) - নালন্দা বিশ্ববিদ্যালয়ের (খ্রিষ্টীয় ৪২৭-খ্রিষ্টীয় ১১৯৭) শিক্ষাবিদ ও গবেষক;
- ডাঃ প্রাণ গোপাল দত্ত - স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
- এরশাদুল হক সাহেব সাবেক শিক্ষা সচিব
- অধ্াপক আলী আশরাফ- এম,পি(সাবেক ডেপুটি স্পিকা)
- ড.রেদোয়ান আহমেদ, এলডিপি মহাসচিব।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[২] | সংসদ সদস্য[৩][৪][৫][৬][৭] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৫৫ কুমিল্লা-৭ | চান্দিনা উপজেলা | আলী আশরাফ | বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে চান্দিনা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিভ্রমণে চান্দিনা উপজেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |