কনক কান্তি বড়ুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনক কান্তি বড়ুয়া
Kanak Kanti Barua.jpg
১০ম উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৪ মার্চ ২০১৮ – ২৩ মার্চ ২০২১
নিয়োগদাতারাষ্ট্রপতি আব্দুল হামিদ
পূর্বসূরীকামরুল হাসান খান
উত্তরসূরীমো. শারফুদ্দিন আহমেদ
সভাপতি
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস
কাজের মেয়াদ
২০১৭ – ২০১৯
পূর্বসূরীমোঃ সানোয়ার হোসেন
উত্তরসূরীকাজী দীন মোহাম্মদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৩
প্রাক্তন শিক্ষার্থীঢাকা মেডিকেল কলেজ
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (২০২২)

কনক কান্তি বড়ুয়া একজন বাংলাদেশী স্নায়ুশল্যচিকিৎসক এবং অধ্যাপক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ১০ম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।[৩]

জীবন ও কর্ম[সম্পাদনা]

কনক কান্তি বড়ুয়া ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।[৪] তিনি ১৯৭৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমএস (নিউরো সার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৫][৬] তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে এফসিপিএস অর্জন করেন। বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুশল্যবিদ্যা বিভাগের (নিউরোসার্জারি) সভাপতি এবং শল্যবিদ্যা অনুষদের ডিনের দায়িত্বপালন করেন।[৫][৭][৮] তিনি ২০১৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।[৭][৮][৯]

গবেষণা ও প্রকাশনা[সম্পাদনা]

এ পর্যন্ত তাঁর ৪৭টিরও বেশি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়।[৫][৭]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস, ২০১২ সালে শ্রীলঙ্কা থেকে সাম্মানিক এফএসএলসিএস এবং কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স, পাকিস্তান থেকে সাম্মানিক এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।[৫] বড়ুয়া নিউরোসার্জারিতে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেন। ২০১৯ সালে তিনি অধ্যাপক পিএস রামানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন।[১০] চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ডটকম, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কনক কান্তি বড়ুয়া"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  2. "Former Hon'ble VC's list. Vice Chancellor - BSMMU-Bangabandhu Sheikh Mujib Medical University"bsmmu.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  3. "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান"চ্যানেল 24। ১৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২ 
  4. "Bangladesh Society of Neurosurgeons."www.bsnsbd.org। ২০২০-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  5. "অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  6. "কাজের ক্ষেত্রে 'না' করো না"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭ 
  7. "Vice Chancellor - BSMMU-Bangabandhu Sheikh Mujib Medical University"bsmmu.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  8. "বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  9. "উপমহাদেশের প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া বিএসএমএমইউর ভিসি"daktarprotidin.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  10. "Awardees – Neuro Spinal Surgeons Association" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬