মঘাদিয়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৪৬′৩″ উত্তর ৯১°৩২′৫০″ পূর্ব / ২২.৭৬৭৫০° উত্তর ৯১.৫৪৭২২° পূর্ব / 22.76750; 91.54722
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মঘাদিয়া
ইউনিয়ন
১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ
মঘাদিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মঘাদিয়া
মঘাদিয়া
মঘাদিয়া বাংলাদেশ-এ অবস্থিত
মঘাদিয়া
মঘাদিয়া
বাংলাদেশে মঘাদিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৬′৩″ উত্তর ৯১°৩২′৫০″ পূর্ব / ২২.৭৬৭৫০° উত্তর ৯১.৫৪৭২২° পূর্ব / 22.76750; 91.54722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজাহাঙ্গীর হোসাইন
আয়তন
 • মোট১০.৬৩ বর্গকিমি (৪.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৪০৬
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫০.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মঘাদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়নের আয়তন ২,৬২৬ একর (১০.৬৩ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মঘাদিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৪০৬ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৬১ জন এবং মহিলা ১২,৬৪৫ জন। মোট পরিবার ৪,৮৩২টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মীরসরাই উপজেলার মধ্যাংশে মঘাদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে মিঠানালা ইউনিয়ন, পূর্বে মিঠানালা ইউনিয়নমীরসরাই পৌরসভা, দক্ষিণে মীরসরাই পৌরসভা ও এবং পশ্চিমে মীরসরাই পৌরসভামিঠানালা ইউনিয়ন

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি মধ্যম মঘাদিয়া ও কচুয়া -এ ২টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড তিনঘরিয়া টোলা
২নং ওয়ার্ড শেখটোলা, গজারিয়া, দরগাহপাড়া
৩নং ওয়ার্ড গাজীটোলা, সফিউল্লাপাড়া
৪নং ওয়ার্ড কচুয়া, শেখের তালুক
৫নং ওয়ার্ড খোরমাওয়ালা, সরকারটোলা, ভূঁইয়া তালুক
৬নং ওয়ার্ড মিয়াপাড়া, বণিকপাড়া, মহানন্দাবাদ
৭নং ওয়ার্ড হাসিমনগর, হাদিনগর, হিন্দুপাড়া
৮নং ওয়ার্ড জাফরাবাদ, কাজির তালুক
৯নং ওয়ার্ড বদিউল্লাপাড়া, বুজুর্গ উমেদ নগর, সামদীঘিরপাড়া, মাস্টারপাড়া, দাসপাড়া

ইতিহাস[সম্পাদনা]

মঘাদিয়া মিয়াপাড়া জমিদার বাড়ির লোকেরা তখন জমিদার বলে প্রখ্যাত ছিল। বিশেষ করে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে মঘাদিয়া জমিদার বাড়ীর লোকদের নাম ছিল। এছাড়াও, এই ইউনিয়নের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা বিভিন্ন পদে অধিষ্টিত রয়েছেন। এছাড়া অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব আছেন যাঁরা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থাপন করেছেন।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মঘাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা[৪]
মাধ্যমিক বিদ্যালয়[৪]
প্রাথমিক বিদ্যালয়
  • আবু তোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কচুয়া মোসলেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজির তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোরমাওয়ালা হাজী নুর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাজীটোলা ডাঃ জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তিনঘরিয়াটোলা আবু তাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বদিউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাদিয়া আঞ্জুমান নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাদিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাদিয়া এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সফিউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • ভূঁইয়া একাডেমী
  • মডেল ইন্টারন্যাশনাল স্কুল

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-মঘাদিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া এ ইউনিয়নে ২০ কিলোমিটার পাকা রাস্তা, ৮ কিলোমিটার আধা-পাকা রাস্তা ও ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।[৪]

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়নে ৩৫টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[৪]

কৃষি[সম্পাদনা]

মোট জমির পরিমাণ ৪,৭১৭.২৯ একর। কৃষি কাজে ব্যবহৃত হয় ৪,২৭৫.০০ একর জমি এবং অকৃষি জমি ২১.৬২৫ একর।

খাল ও নদী[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খন্তাকাটা খাল।[৫]

হাট-বাজার[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আবুতোরাব বাজার, ঠাকুরহাট, সাধুরহাট, মজুমদারহাট এবং সমিতিরহাট।[৪]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

মঘাদিয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]

  • মঘাদিয়া জমিদার বাড়ি
  • শেখের তালুক শায়েস্তা খাঁ জামে মসজিদ
  • শায়েস্তা খাঁ দীঘি

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: জাহাঙ্গীর হোসাইন
চেয়ারম্যানগণের তালিকা[৭]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ সিরাজুল ইসলাম চৌধুরী

১৯৭৩-১৯৭৬

০২ মোহাম্মদ ইদ্রিস মিয়া ১৯৭৬-১৯৮৬
০৩ কামাল উদ্দিন আহমেদ

১৯৮৬-১৯৯১

০৪ মোহাম্মদ নুর নবী ১৯৯১-১৯৯৬
০৫ কামাল উদ্দিন আহমেদ

১৯৯৬-২০১১

০৬ মোহাম্মদ শাহিনুল কাদের চৌধুরী ২০১১-২০১৬
০৭ জাহাঙ্গীর হোসাইন ২০১৬-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  2. "মঘাদিয়া ইউনিয়নের গ্রামভিত্তিক লোকসংখ্যা - মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন"maghadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  3. "মঘাদিয়া ইউনিয়নের ইতিহাস - মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন"maghadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  4. "এক নজরে মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন"maghadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  5. "নদী ও খাল - মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন"maghadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  6. "দর্শনীয়স্থান - মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন"maghadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  7. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - মঘাদিয়া ইউনিয়ন - মঘাদিয়া ইউনিয়ন"maghadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]