খৈয়াছড়া ইউনিয়ন
| খৈয়াছড়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে খৈয়াছড়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৪′৪৩″ উত্তর ৯১°৩৫′৫″ পূর্ব / ২২.৭৪৫২৮° উত্তর ৯১.৫৮৪৭২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | মীরসরাই উপজেলা |
| সরকার | |
| • প্রশাসক | মাহফুজা জেরিন[১] |
| আয়তন | |
| • মোট | ৬ বর্গকিমি (২ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৩,৪২৩ |
| • জনঘনত্ব | ৩,৯০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৯.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩২০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
খৈয়াছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]খৈয়াছড়া ইউনিয়নের আয়তন ১,৪৮৩ একর (৬ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খৈয়াছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৪২৩ জন। এর মধ্যে পুরুষ ১১,০৮১ জন এবং মহিলা ১২,৩৪২ জন। মোট পরিবার ৪,৮৭৯টি।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মীরসরাই উপজেলার দক্ষিণাংশে খৈয়াছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে মায়ানী ইউনিয়ন ও সাহেরখালী ইউনিয়ন, দক্ষিণে হাইতকান্দি ইউনিয়ন ও ওয়াহেদপুর ইউনিয়ন, পূর্বে করেরহাট ইউনিয়ন এবং উত্তরে মীরসরাই ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]খৈয়াছড়া ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
| ওয়ার্ড নং | গ্রামসমূহের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | পশ্চিম খৈয়াছড়া |
| ২নং ওয়ার্ড | ফেনাফুনি, দক্ষিণ আমবাড়িয়া, পশ্চিম গোভনিয়া |
| ৩নং ওয়ার্ড | উত্তর আমবাড়িয়া |
| ৪নং ওয়ার্ড | পূর্ব খৈয়াছড়া (আংশিক) |
| ৫নং ওয়ার্ড | পূর্ব খৈয়াছড়া (আংশিক), পূর্ব পোলমোগরা |
| ৬নং ওয়ার্ড | নিচিন্তা, নিজতালুক, ত্রিপুরা পাড়া, পূর্ব মসজিদিয়া, ভূঁইয়া পাড়া |
| ৭নং ওয়ার্ড | পশ্চিম পোলমোগরা, দুয়ারু, মাছিমার তালুক |
| ৮নং ওয়ার্ড | চৌধুরী পাড়া, পদ্দাবাজ, ভুজন নগর, ছাগলখাইয়া |
| ৯নং ওয়ার্ড | মসজিদিয়া হিন্দু গ্রাম, ছড়ার কুল, ভূঁইয়া গ্রাম |
সামাজিক সংগঠন
[সম্পাদনা]- স্মরণিকা সংঘ
- সমমনা সংঘ
- সোপান সংঘ
- নবজাগরণ সমাজ কল্যাণ
- ইষ্ট খৈইয়াছড়া ফেন্ডস ক্লাব
- স্বপ্নতরী -৭১
- সৃজন সংঘ
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খৈয়াছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪%।[২] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়
- খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়
- বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৫]
- বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দুয়ারু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম খৈয়াছড়া এন আই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব খৈয়াছড়া এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম নুর উন নাহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মসজিদিয়া জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মসজিদিয়া ভূঞা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন[৬]
- খৈয়াছড়া আইডিয়াল কিন্ডারগার্টেন
- তামরীজ একাডেমী
- বড়তাকিয়া জাহেদিয়া নূরানী কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খৈয়াছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।
হাট-বাজার
[সম্পাদনা]খৈয়াছড়া ইউনিয়নের প্রধান ৪টি হাট/বাজার হলো–
- বড়তাকিয়া বাজার।
- নামার বাজার।
- পূর্ব পোলমোগরা স্টেশন বাজার।
- নয়দুয়ার বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা[৮]
| ক্রম নং. | চেয়ারম্যানের নাম | গ্রাম | সময়কাল |
|---|---|---|---|
| ০১ | বাবু উমেশ চন্দ্র রায় | পূর্ব খৈয়াছড়া | ১৯২৬-১৯৩০ |
| ০২ | জনাব আবদুল আজিজ মিয়া | পশ্চিম খৈয়াছড়া | ১৯৩০-১৯৩৪ |
| ০৩ | হাজী মিধন আলী মিয়া | পশ্চিম পোল মোগরা | ১৯৩৪-১৯৩৮ |
| ০৪ | বদিউল আলম মাষ্টার | পশ্চিম পোল মোগরা | ১৯৩৮-১৯৩৯ |
| ০৫ | আবদুল রহমান ভূইয়া | পশ্চিম মসজিদিয়া | ১৯৩৯-১৯৪০ |
| ০৬ | হাজী আবদুল মন্নান মিয়া | পশ্চিম খৈয়াছড়া | ১৯৪০-১৯৫১ |
| ০৭ | এ,কে,এম, আমিনুল ইসলাম পি,পি | পশ্চিম পোল মোগরা | ১৯৫১-১৯৬১ |
| ০৮ | এ,কে,এম,মাজহারুল হক মিয়া | পূর্ব পোল মোগরা | ১৯৬১-১৯৬২ |
| ০৯ | ফয়েজ আহম্মদ মিয়া | পশ্চিম পোল মোগরা | ১৯৬২-১৯৬৫ |
| ১০ | আইনুল কবির বি,এ | পশ্চিম মসজিদিয়া | ১৯৬৫-১৯৭০ |
| ১১ | জহুরুল হক | পশ্চিম খৈয়াছড়া | ১৯৭০-১৯৭১ |
| ১২ | আব্দুল হাই চৌধুরী | পশ্চিম খৈয়াছড়া | ১৯৭১-১৯৭৩ |
| ১৩ | জহুরুল হক | পশ্চিম খৈয়াছড়া | ১৯৭৩-১৯৭৬ |
| ১৪ | আব্দুল হাই চৌধুরী | পশ্চিম খৈয়াছড়া | ১৯৭৬-১৯৮৪ |
| ১৫ | মাহবুবুল উল আলম | মসজিদিয়া | ১৯৮৪-১৯৯২ |
| ১৬ | আব্দুল হাই চৌধুরী | পশ্চিম খৈয়াছড়া | ১৯৯২-১৯৯৮ |
| ১৭ | মাহবুবুল উল আলম | মসজিদিয়া | ১৯৯৮-২০০৩ |
| ১৮ | মোহাম্মদ রফিকুজ্জামান | পশ্চিম খৈয়াছড়া | ২০০৩-২০১১ |
| ১৯ | মোহাম্মদ জাহেদ ইকবাল চৌধুরী | পশ্চিম খৈয়াছড়া | ২০১১-২০১৬ |
| ২০ | মোহাম্মদ জাহেদ ইকবাল চৌধুরী | পশ্চিম খৈয়াছড়া | ২০১৬-২০২১ |
| ২১ | আলহাজ্ব মাহফুজুল হক | মসজিদিয়া | ২০২১-২০২৪ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"। নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামের জনসংখ্যা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ-মাধ্যমিক-বিদ্যালয়"। khaiyachharaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - খৈয়াছরা ইউনিয়ন - খৈয়াছরা ইউনিয়ন"। khaiyachharaup.chittagong.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - খৈয়াছরা ইউনিয়ন - খৈয়াছরা ইউনিয়ন"। khaiyachharaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - খৈয়াছরা ইউনিয়ন - খৈয়াছরা ইউনিয়ন"। khaiyachharaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - খৈয়াছরা ইউনিয়ন - খৈয়াছরা ইউনিয়ন"। khaiyachharaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
