জনতা ব্যাংক
![]() | |
পাবলিক লিমিটেড (সরকারি কোম্পানী) | |
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ঢাকা, বাংলাদেশ (১৯৭২) |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | লুনা শামসুদ্দোহা, চেয়ারম্যান, মো. আব্দুস সালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা [১] |
পণ্যসমূহ | ব্যাংকিং, এটিএম, রিটেইল ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, বৈদেশিক রেমিটেন্স |
কর্মীসংখ্যা | ১১,৮৭৬ |
স্লোগান | জনতার ব্যাংক, আপনার ব্যাংক |
ওয়েবসাইট | www.janatabank-bd.com |
জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ২৩,১৪০ মিলিয়ন টাকা [২] এই ব্যাংকটি স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও তার অঙ্গ-প্রতিষ্ঠান নিয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে গঠিত হয়েছিল। ১৯৭২ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার নং ২৬-এর আওতায় জাতীয়করণ করা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর এটি কর্পোরেটভুক্ত হয়। ১১০ মতিঝিলে ২৪ তলা উঁচু জনতা ব্যাংক ভবনে জনতা ব্যাংক লিমিটেডের বর্তমান প্রধান কার্যালয় অবস্থিত।
পরিচ্ছেদসমূহ
ইতিহাস[সম্পাদনা]
পরিচালনা পদ্ধতি[সম্পাদনা]
বিস্তৃতি[সম্পাদনা]
ডিসেম্বর ২০১৫ পর্যন্ত জনতা ব্যাংক লিমিটেডের, দেশে গ্রাম-শহর এবং বিদেশে সর্বমোট ৯১২ টি শাখা রয়েছে।
ক্রমিক নং | শাখার স্তর | সংখ্যা |
১। | বিশেষায়িত কর্পোরেট শাখা | ২ |
২। | কর্পোরেট-১ শাখা | ২৮ |
৩। | কর্পোরেট-২ শাখা | ৭৭ |
৪। | বৈদেশিক শাখা | ৪ |
৫। | গ্রেড-১ শাখা | ২২৭ |
৬। | গ্রেড-২ শাখা | ২২৫ |
৭। | গ্রেড-৩ শাখা | ২৭৫ |
৮। | গ্রেড-৪ শাখা | ৭৫ |
সর্বমোট শাখা | ৯১২ | |
সর্বশেষ হালনাগাদকরণ:(০৯/১২/ ২০১৮ ইং তারিখ পর্যন্ত)[৩] |
অর্জন ও পুরস্কার[সম্পাদনা]
জনতা ব্যাংক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনস্থ The Banker Awards এবং ২০০৪ ও ২০০৫ সালে Asian Banking Award অর্জনে করে। ২০০৫ সালে জনতা ব্যাংক লিমিটেড International Trade Fair Award ট্রফি লাভ করে। নিউইয়ার্কভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন গ্লোবাল ফিন্যান্স’ (Global Finance) ২০০৬,২০০৭,২০০৮ এবং ২০০৯ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে জনতা ব্যাংক লিমিটেড কে নির্বাচিত করে। সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ওপর বিজনেস এশিয়া জনতা ব্যাংক লিমিটেড কে " Business Asia Most Respected Company Awards-2012 " প্রদান করে।[৪]
অনিয়ম ও সমালোচনা[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ [১]
- ↑ [২]
- ↑ [ http://jb.com.bd/includes/pdf/annual_report/JBL_Annual_Report-2015.pdf জনতা ব্যাংক লিমিটেডের শাখাসমূহ, সংগ্রহকালঃ ৩১/১২/২০১৫]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
- বাংলাদেশ ব্যাংক-এর নিয়ন্ত্রনাধীন সিডিউলড ব্যাংকসমূহের তালিকা।