শাহরাস্তি উপজেলা
শাহরাস্তি | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে শাহরাস্তি উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব / ২৩.২২৫৫৬° উত্তর ৯০.৯৪৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
আসন | চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) |
সরকার | |
• উপজেলা নির্বাহী অফিসার | মোহাম্মদ হুমায়ুন রশিদ |
আয়তন[১] | |
• মোট | ১৫৪.৮৩ বর্গকিমি (৫৯.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা (জুন ২০১৯)[১] | |
• মোট | ২,৫২,৫১১ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার[১] | |
• মোট | ৭২.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৩ ৯৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
শাহরাস্তি বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।[২]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]শাহরাস্তি উপজেলার উত্তরে কচুয়া উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম উপজেলা ও বরুড়া উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা। এ উপজেলার আয়তন ১৫৪.৮৩ বর্গ কিলোমিটার (৩৮,২৫৫ একর)।[৩]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]শাহরাস্তি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন।
- ১নং টামটা উত্তর
- ২নং টামটা দক্ষিণ
- ৩নং মেহের উত্তর
- ৪নং মেহের দক্ষিণ
- ৫নং রায়শ্রী উত্তর
- ৬নং রায়শ্রী দক্ষিণ
- ৭নং সূচীপাড়া উত্তর
- ৮নং সূচীপাড়া দক্ষিণ
- ৯নং চিতোষী পূর্ব
- ১০নং চিতোষী পশ্চিম
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ এম. এ. ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আউলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.) নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার মোট জনসংখ্যা ২,২৯,১১৮ জন। এর মধ্যে পুরুষ ১,০৬,৭০০ জন এবং মহিলা ১,২২,৪১৮ জন। মোট পরিবার ৪৬,১৩৯টি।[৩] এখানকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১.১৫%।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার সাক্ষরতার হার ৬২.৭%।[৩]
ক্রমিক নং | প্রতিষ্ঠান | মোট সংখ্যা |
---|---|---|
১ | সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১০১ টি |
২ | জুনিয়র উচ্চ বিদ্যালয় | ৩ টি |
৩ | উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) | ৩২ টি |
৪ | উচ্চ বিদ্যালয়(বালিকা) | ২ টি |
৫ | দাখিল মাদ্রাসা | ১০ টি |
৬ | আলিম মাদ্রাসা | ৪ টি |
৭ | ফাজিল মাদ্রাসা | ৫ টি |
৮ | কামিল মাদ্রাসা | ১ টি |
৯ | কলেজ(সহপাঠ) | ৪ টি |
১০ | কলেজ (বালিকা) | ১ টি |
- শিক্ষা প্রতিষ্ঠান
- শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
- চাঁদপুর হোমোপ্যাথিক মেডিকেল কলেজ
- মেহের ডিগ্রি কলেজ
- সূচীপাড়া ডিগ্রি কলেজ
- করফুন্নেছা সরকারি মহিলা ডিগ্রি কলেজ
- ভোলদিঘী কামিল মাদ্রাসা
- কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা
- নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
- ওয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়
- মেহার উচ্চ বিদ্যালয়
- পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়
- নাওড়া গণ বিদ্যালয়
- সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়
- রাগৈ উচ্চ বিদ্যালয়
- খিলাবাজার স্কুল এন্ড কলেজ
- টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়
- বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়
- দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- উনকিলা উচ্চ বিদ্যালয়
- বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
- খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
- উঘারিয়া ইউ. সি. উচ্চ বিদ্যালয়
- দেবকরা শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়
- চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়
- বানিয়াচোঁ জে বি উচ্চ বিদ্যালয়
- বিজয়পুর উচ্চ বিদ্যালয়
- ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়
- মনিরা আজিম একাডেমী
- চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়
- ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
- ইছাপুরা উচ্চ বিদ্যালয়
- হোসেনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- জনতা উচ্চ বিদ্যালয়
- পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
- নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
- ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়
- শাহরাস্তি চিশতীয়া আলিম মাদ্রাসা
- শাহরাস্তি মডেল স্কুল
- বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়
- শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুল
- হোসেনপুর নুরানি ক্যাডেট মাদ্রাসা
সুরাইয়া আহমাদ নূরানি হাফেজীয়া মাদ্রাসা
- হাজি শহিদ উল্লা মেমোরিয়াল স্কুল ও নূরানী মাদ্রাসা, কাজির কাপ, শাহরাস্তি পৌরসভা।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মৌতাবাড়ি (সড়ক দুর্ঘটনার জন্য বিখ্যাত)
- কাদরা ইংরেজ বাড়ি
- হযরত শাহরাস্তি (রহ) মাজার
- শাহরাস্তি মাজার সংলগ্ন দীঘি
- নাটেশ্বর রায়ের দীঘি
- শ্রী শ্রী মেহার কালীবাড়ি
- নাওড়া মঠ ও দীঘি
- সাহাপুর জমিদার বাড়ি
- ঘুঘুশাল মনবাগান
- খিলা বাজার ব্রীজ
- উঘারিয়া অষ্টগ্রাম কেন্দ্রীয় জা'মে মসজিদ
- চিখটিয়া ব্রীজ
- রাগৈ মসজিদ
- শাহরাস্তি (রহ) বাজার জামে মসজিদ
- নোয়াগাঁও ঐতিহাসিক বড়বাড়ি জামে মসজিদ
- ডাকাতিয়া নদী
- নুনিয়া ঈদগাহ ময়দান
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- রফিকুল ইসলাম (বীর উত্তম), মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান মাননীয় সংসদ সদস্য (চাঁদপুর-০৫)
- রৌশন আরা বেগম, বাংলাদেশের প্রথম নারী পুলিশ সুপার (এসপি), বাংলাদেশ পুলিশ
- আবদুল ওয়াদুদ খান, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সাংসদ।
- এস ডি রুবেল, জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
- মোহাম্মদ আনোয়ার হোসেন:-বীর উত্তম
- সাবেক আইজিপি মোঃ হোসেন।
- ফরিদ উল্লা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান।
- দেলোয়ার হোসেন মিয়াজি, সাবেক উপজেলা চেয়ারম্যান।
- ড. এম এ সাত্তার, বেইস এনজিও এর প্রতিষ্ঠাতা,গণ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা।
- ডা: কামরুল হাসান মিলন (কার্ডিয়াক সার্জন ও অধ্যাপক) স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটি
জনপ্রতিনিধি
[সম্পাদনা]সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৬] | সংসদ সদস্য[৭][৮][৯][১০][১১] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৬৪ চাঁদপুর-৫ | হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা | রফিকুল ইসলাম | বাংলাদেশ আওয়ামী লীগ |
এই উপজেলাটি পূর্বে "কুমিল্লা-২৩" সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৮৪ সালে কুমিল্লা জেলা থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বর্তমান কুমিল্লা জেলায় বিভক্ত হয়ে যাওয়ার সময় এটি সৃষ্টি হয়।
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- ↑ ফরিদ আহম্মেদ মজুমদার (২০১২)। "শাহরাস্তি উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "শাহরাস্তি উপজেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "এক নজরে শাহ্রাস্তি উপজেলা"। shahrasti.chandpur.gov.bd। ১৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |