বিষয়বস্তুতে চলুন

শাহরাস্তি উপজেলা

শাহরাস্তি
উপজেলা
মানচিত্রে শাহরাস্তি উপজেলা
মানচিত্রে শাহরাস্তি উপজেলা
স্থানাঙ্ক: ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব / ২৩.২২৫৫৬° উত্তর ৯০.৯৪৭৫০° পূর্ব / 23.22556; 90.94750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
আসনচাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ)
সরকার
  উপজেলা নির্বাহী অফিসারমোহাম্মদ হুমায়ুন রশিদ
আয়তন[]
  মোট১৫৪.৮৩ বর্গকিমি (৫৯.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা (জুন ২০১৯)[]
  মোট২,৫২,৫১১
  জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার[]
  মোট৭২.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৩ ৯৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

শাহরাস্তি বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা[]

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

শাহরাস্তি উপজেলার উত্তরে কচুয়া উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলানোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলালাকসাম উপজেলাবরুড়া উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা। এ উপজেলার আয়তন ১৫৪.৮৩ বর্গ কিলোমিটার (৩৮,২৫৫ একর)।[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

শাহরাস্তি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ এম. এ. ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আউলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.) নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার মোট জনসংখ্যা ২,২৯,১১৮ জন। এর মধ্যে পুরুষ ১,০৬,৭০০ জন এবং মহিলা ১,২২,৪১৮ জন। মোট পরিবার ৪৬,১৩৯টি।[] এখানকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১.১৫%।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার সাক্ষরতার হার ৬২.৭%।[]

শাহরাস্তি থানার শিক্ষা বিষয়ক তথ্য []
ক্রমিক নংপ্রতিষ্ঠানমোট সংখ্যা
সরকারী প্রাথমিক বিদ্যালয়১০১ টি
জুনিয়র উচ্চ বিদ্যালয়৩ টি
উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা)৩২ টি
উচ্চ বিদ্যালয়(বালিকা)২ টি
দাখিল মাদ্রাসা১০ টি
আলিম মাদ্রাসা৪ টি
ফাজিল মাদ্রাসা৫ টি
কামিল মাদ্রাসা১ টি
কলেজ(সহপাঠ)৪ টি
১০কলেজ (বালিকা)১ টি
শিক্ষা প্রতিষ্ঠান
  • শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
  • চাঁদপুর হোমোপ্যাথিক মেডিকেল কলেজ
  • মেহের ডিগ্রি কলেজ
  • সূচীপাড়া ডিগ্রি কলেজ
  • করফুন্নেছা সরকারি মহিলা ডিগ্রি কলেজ
  • ভোলদিঘী কামিল মাদ্রাসা
  • কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা
  • নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
  • ওয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়
  • মেহার উচ্চ বিদ্যালয়
  • পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়
  • নাওড়া গণ বিদ্যালয়
  • সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়
  • রাগৈ উচ্চ বিদ্যালয়
  • খিলাবাজার স্কুল এন্ড কলেজ
  • টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়
  • দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • উনকিলা উচ্চ বিদ্যালয়
  • বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
  • খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • উঘারিয়া ইউ. সি. উচ্চ বিদ্যালয়
  • দেবকরা শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়
  • চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়
  • বানিয়াচোঁ জে বি উচ্চ বিদ্যালয়
  • বিজয়পুর উচ্চ বিদ্যালয়
  • ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়
  • মনিরা আজিম একাডেমী
  • চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়
  • ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • ইছাপুরা উচ্চ বিদ্যালয়
  • হোসেনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • জনতা উচ্চ বিদ্যালয়
  • পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
  • ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়
  • শাহরাস্তি চিশতীয়া আলিম মাদ্রাসা
  • শাহরাস্তি মডেল স্কুল
  • বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়
  • শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুল
  • হোসেনপুর নুরানি ক্যাডেট মাদ্রাসা

সুরাইয়া আহমাদ নূরানি হাফেজীয়া মাদ্রাসা

  • হাজি শহিদ উল্লা মেমোরিয়াল স্কুল ও নূরানী মাদ্রাসা, কাজির কাপ, শাহরাস্তি পৌরসভা।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • মৌতাবাড়ি (সড়ক দুর্ঘটনার জন্য বিখ্যাত)
  • কাদরা ইংরেজ বাড়ি
  • হযরত শাহরাস্তি (রহ) মাজার
  • শাহরাস্তি মাজার সংলগ্ন দীঘি
  • নাটেশ্বর রায়ের দীঘি
  • শ্রী শ্রী মেহার কালীবাড়ি
  • নাওড়া মঠ ও দীঘি
  • সাহাপুর জমিদার বাড়ি
  • ঘুঘুশাল মনবাগান
  • খিলা বাজার ব্রীজ
  • উঘারিয়া অষ্টগ্রাম কেন্দ্রীয় জা'মে মসজিদ
  • চিখটিয়া ব্রীজ
  • রাগৈ মসজিদ
  • শাহরাস্তি (রহ) বাজার জামে মসজিদ
  • নোয়াগাঁও ঐতিহাসিক বড়বাড়ি জামে মসজিদ
  • ডাকাতিয়া নদী
  • নুনিয়া ঈদগাহ ময়দান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[][][][১০][১১] রাজনৈতিক দল
২৬৪ চাঁদপুর-৫ হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ

এই উপজেলাটি পূর্বে "কুমিল্লা-২৩" সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৮৪ সালে কুমিল্লা জেলা থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বর্তমান কুমিল্লা জেলায় বিভক্ত হয়ে যাওয়ার সময় এটি সৃষ্টি হয়।


    তথ্যসূত্র

    [সম্পাদনা]
    1. 1 2 3 4 5 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯
    2. ফরিদ আহম্মেদ মজুমদার (২০১২)। "শাহরাস্তি উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
    3. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
    4. "শাহরাস্তি উপজেলা"http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
    5. "এক নজরে শাহ্‌রাস্তি উপজেলা"shahrasti.chandpur.gov.bd। ১৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০
    6. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
    7. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
    8. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
    9. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
    10. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
    11. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮