ইস্টার্ণ ব্যাংক লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড
ধরনবেসরকারি বাণিজ্যিক ব্যাংক
শিল্পব্যাংকিং, আর্থিক পরিষেবা
প্রতিষ্ঠাকাল১৬ আগস্ট ১৯৯২; ৩০ বছর আগে (1992-08-16)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
আলী রেজা ইফতেখার (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও)
এম. গাজিউল হক (চেয়ারম্যান)
পণ্যসমূহব্যাংকিং পরিষেবা
কর্মীসংখ্যা
৩০০০+
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (সংক্ষেপে ইবিএল) বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯২ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং সেবায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যাংকটি ২০০৫ সালে ঢাকাচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়।[১] বর্তমানে ইস্টার্ণ ব্যাংক ৮৯টি শাখায় তাদের কার্যক্রম পরিচালনা করে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯২ সালের ১৬ আগস্ট ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয়। এর আগে ইবিএল “বিসিসিআই ব্যাংক” নামে পরিচালিত হচ্ছিল। পরবর্তীতে বিসিসিআই ব্যাংক বন্ধ হয়ে গেলে এটি ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে রূপান্তরিত হয়।

ব্যাংকিং পরিষেবা[সম্পাদনা]

ইবিএল বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিসেবা দিয়ে থাকে। যার মধ্য রয়েছে:

  • কনজুমার ব্যাংকিং
  • কর্পোরেট ব্যাংকিং
  • এসএমই ব্যাংকিং
  • গ্রীন ব্যাংকিং
  • ইবিএল ওমেন ব্যাংকিং
  • ইবিএল এজেন্ট ব্যাংকিং
  • ইবিএল পে-রোল ব্যাংকিং
  • ইবিএল স্টুডেন্ট ব্যাংকিং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of ISIN | CDBL"www.cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]