পেকুয়া উপজেলা
পেকুয়া | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে পেকুয়া উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৯′১৬″ উত্তর ৯১°৫৮′৩৯″ পূর্ব / ২১.৮২১১১° উত্তর ৯১.৯৭৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
প্রতিষ্ঠাকাল | ২৩ এপ্রিল, ২০০২ |
সংসদীয় আসন | ২৯৪ কক্সবাজার-১ |
সরকার | |
• সংসদ সদস্য | আলহাজ্ব জাফর আলম (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৩৯.৬৮ বর্গকিমি (৫৩.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৭৪,৯৬১ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ২২ ৫৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পেকুয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা।
আয়তন[সম্পাদনা]
পেকুয়া উপজেলার আয়তন ১৩৯.৬৮ বর্গ কিলোমিটার।[২] এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে ছোট উপজেলা।[৩]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কক্সবাজার জেলার উত্তরাংশে ২১°৪৩´ থেকে ২১°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৩´ থেকে ৯২°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান।[৪] কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৪৭ কিলোমিটার। এ উপজেলার পূর্বে মাতামুহুরী নদী ও চকরিয়া উপজেলা; দক্ষিণে মাতামুহুরী নদী, চকরিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা; পশ্চিমে কোহেলিয়া নদী, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলা এবং উত্তরে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়।[৪] এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পেকুয়া উপজেলার লোকসংখ্যা ১,৭১,৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ৮৬,৩১০ জন এবং মহিলা ৮৫,২২৮ জন।[২] এ উপজেলার মোট জনসংখ্যার ৯৮.৯৫% মুসলিম, ০.৯৬% হিন্দু এবং ০.০৯% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এ উপজেলায় মগ, রোয়াই প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।[৪]
শিক্ষা[সম্পাদনা]
পেকুয়া উপজেলার সাক্ষরতার হার 67% এ উপজেলায় ২টি কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ৪টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি এবতেদায়ী মাদ্রাসা ও ২০টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
- শিক্ষা প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
পেকুয়া উপজেলায় যোগাযোগের প্রধান দুইটি সড়ক হল চকরিয়া-পেকুয়া সড়ক এবং বাঁশখালী-পেকুয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম মগনামা টু চিটাগাং সানলাইন আর বড় বাসসমূহ এবং সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
পেকুয়া উপজেলায় ২০৫টি মসজিদ, ১টি ঈদগাহ, ৯টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[২]
নদ-নদী[সম্পাদনা]
পেকুয়া উপজেলার দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী, পশ্চিমে রয়েছে কুতুবদিয়া চ্যানেল এবং দক্ষিণে মহেশখালী উপজেলার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে কোহেলিয়া নদী। এছাড়া ভোলাখাল নদী এ উপজেলাকে দ্বিখণ্ডিত করেছে এবং দক্ষিণ প্রান্তে প্রবাহিত হচ্ছে করিয়া খাল।[৬]
হাট-বাজার[সম্পাদনা]
পেকুয়া উপজেলায় মোট হাট-বাজার ১৫টি। এর মধ্যে রাজাখালী আলেক শাহ বাজার, বারবাকিয়া বাজার, আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার, আরব শাহ বাজার ও পেকুয়া হাট উল্লেখযোগ্য।[৭]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- মগনামা ঘাট
- উপজেলা শহীদ মিনার
- বনকানন (টৈটং)
- বারবাকিয়া রেঞ্জ অফিস
- গ্রীন পার্ক (মগনামা)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ; সাবেক সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
- মাহমুদুল করিম চৌধুরী; সাবেক সংসদ সদস্য।[৮]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- সংসদীয় আসন
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৯] | সংসদ সদস্য[১০][১১][১২][১৩][১৪] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯৪ কক্সবাজার-১ | চকরিয়া উপজেলা এবং পেকুয়া উপজেলা | জাফর আলম | বাংলাদেশ আওয়ামী লীগ |
- উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান[১৫] | জাহাঙ্গীর আলম |
০২ | ভাইস চেয়ারম্যান[১৬] | আজিজুল হক |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান[১৭] | উম্মে কুলসুম মিনু |
০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা[১৮] | মোহাম্মদ মাহবুবুল করিম |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পেকুয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। www.pekua.coxsbazar.gov.bd। ২৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
- ↑ https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- ↑ ক খ গ "পেকুয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "ইউনিয়নসমূহ - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। pekua.coxsbazar.gov.bd। ৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭।
- ↑ "পেকুয়া উপজেলার নদ নদী - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। pekua.coxsbazar.gov.bd। ২৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। pekua.coxsbazar.gov.bd।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "উপজেলা পরিষদ চেয়ারম্যান, পেকুয়া। - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
- ↑ "উপজেলা ভাইস চেয়ারম্যান - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
- ↑ "মহিলা ভাইস চেয়ারম্যান - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
- ↑ "মোহাম্মদ মাহবুবউল করিম - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"। www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
