রায়পুর উপজেলা
রায়পুর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে রায়পুর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯০°৪৬′১৫″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৯০.৭৭০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
আয়তন | |
• মোট | ২০১.৩২ বর্গকিমি (৭৭.৭৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৭৫,১৬০[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৫১ ৫৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
রায়পুর উপজেলা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার একটি একটি প্রশাসনিক এলাকা।[২]
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
রায়পুর উপজেলার উত্তরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও রামগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা, পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে বরিশাল জেলার হিজলা উপজেলা ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ও মেঘনা নদী।
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায়বাহাদুর মোহন রায় এর নামানসারে রায়পুর নাম করণ করা হয়। ১৮৭৭ সালে রায়পুর থানায় রুপান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে রায়পুর উপজেলা হিসেবে ঘোষিত হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
রায়পুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রায়পুর থানার আওতাধীন।
- ১নং উত্তর চর আবাবিল
- ২নং উত্তর চর বংশী
- ৩নং চর মোহনা
- ৪নং সোনাপুর
- ৫নং চর পাতা
- ৬নং কেরোয়া
- ৭নং বামনী
- ৮নং দক্ষিণ চর বংশী
- ৯নং দক্ষিণ চর আবাবিল
- ১০নং রায়পুর
জনসংখ্যা উপাত্ত[সম্পাদনা]
২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা ২,৩৬,৯৬৫ জন; যার মধ্যে পুরুষ ১,১৮,৫৬২ জন এবং মহিলা ১,১৮,৪০৩ জন। এখানে মুসলিম ২,২৮,৩৬১ জন, হিন্দু ৮,৫৬৬, খ্রিস্টান ২৩ এবং অন্যান্য ধর্মাবলম্বি ১৫ জন।[৩]
স্বাস্থ্য[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার ৪২.৩%; পুরুষদের মধ্যে শিক্ষার হার ৪৪.৪% এবং মহিলাদের মধ্যে শিক্ষার হার ৪০.২%। এখানে রয়েছেঃ
- কলেজ - ৭টি,
- রায়পুর সরকারী কলেজ
- রায়পুর মহিলা কলেজ
- রুস্তম আলী ডিগ্রী কলেজ
- হায়দরগঞ্জ মডেল কলেজ
- প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ
- রায়পুর রেসিডেন্সিয়াল কলেজ
- ইউনাইটেড আইডিয়াল কলেজ
- কামিল মাদ্রাসা তালিকা }
১ হায়দারগঞ্জ তাহেরিয়া আর,এম কামিল মাদ্রাসা। ২ রায়পুর কামিল মাদ্রাসা।
- মাধ্যমিক বিদ্যালয় - ৪৫
- প্রাথমিক বিদ্যালয় - ১১৮টি
- মাদ্রাসা - ২১টি
- কওমী মাদ্রাসা - ৫টি
কৃষি[সম্পাদনা]
- কৃষিভূমির মালিকানা - ভূমিমালিক ৫১.৯২%, ভূমিহীন ৪৮.০৮%।
- শহরে ৫১.৪৫% এবং গ্রামে ৫২.০৬% পরিবারের কৃষিজমি রয়েছে।
- প্রধান কৃষি ফসল - ধান, পাট, গম, আখ, সরিষা, আলু, সয়াবিন, ভুট্টা।
- বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি - কাউন, জোয়ার, তিল, তিসি, খেসারি, কলাই।
- প্রধান ফল-ফলাদি - নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, আমড়া, লেবু।
- মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার - মৎস্য ৮, হাঁস-মুরগি ৭২, হ্যাচারি ৯, দুগ্ধ-খামার ১৪।
অর্থনীতি[সম্পাদনা]
- জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪৭.১৬%, অকৃষি শ্রমিক ২.৮৫%, শিল্প ০.৭০% ব্যবসা ১৪.০১%, পরিবহন ও যোগাযোগ ৪.১৪%, চাকরি ৯.৬৯%, নির্মাণ ২.২৮%, ধর্মীয় সেবা ০.৪৭%, রেন্ট এন্ড রেমিটেন্স ৮.৭১% এবং অন্যান্য ৯.৯৯%।
- শিল্প ও কলকারখানা টেক্সটাইল মিল ১, রাইস মিল ৬২, ফাওয়ার মিল ২৫, বিস্কুট ফ্যাক্টরি ১৪, আইস ফ্যাক্টরি ৭, বিড়ি ফ্যাক্টরি ২, স’মিল ৩০, অয়েল মিল ৫, ওয়েল্ডিং কারখানা ২৫, অ্যালুমিনিয়ম কারখানা ১, ইটভাটা ৪।
- কুটিরশিল্প স্বর্ণশিল্প, বাঁশ ও বেতের কাজ।
- প্রধান রপ্তানিদ্রব্য নারিকেল, সুপারি, সয়াবিন, ধান,ভুট্টা।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
- যোগাযোগ বিশেষত্ব - পাকারাস্তা ৬৪ কিমি, আধা-পাকারাস্তা ৫৯ কিমি, কাঁচারাস্তা ৮২৭ কিমি। বেড়ীবাধ ৯৬.৫ কিমি।
- বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন - পাল্কি, গরুর গাড়ি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মোহাম্মদউল্লাহ - বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও স্পিকার;
- হারুনুর রশিদ - রাজনীতিবিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।
- মোহাম্মদ লনি মিয়া দেওয়ান:বীর প্রতীক
- হাফেজ্জী হুজুর - রাজনীতিবিদ, ইসলামি ব্যক্তিত্ব
- [ সায়্যেদ তাহের আহমাদ আল মাদানি(র.)]- হায়দারগঞ্জ বাজার।
- [ সায়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানি, (হাফি.)-হায়দারগঞ্জ।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- হাজীমারা স্লুইচগেট;
- রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র;
- বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রি - সোনাপুর ইউনিয়ন;
- ডাকাতিয়া নদী;
- জ্বীনের মসজিদ;
- শায়েস্তা নগর জমিদার বাড়ি;
- রায়পুর বড় মসজিদ;
- চুন্নু মিয়া জমিদার বাড়ি।
- আলতাফ মাষ্টার মাছ ঘাট ( চরইন্দুরিয়া)২ নং উত্তর চর বংশী।
- সাজু মোল্লার ঘাট - হায়দারগঞ্জ।
- সাইয়্যেদ মঞ্জিল,হায়দরগঞ্জ।
- নুর মিয়া জামে মসজিদ(১৮৮২),বামনী।
- হায়দরগঞ্জ তাহেরিয়া রচিম উদ্দিন ঈদগাহ
জনপ্রতিনিধি[সম্পাদনা]
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭৫ লক্ষ্মীপুর-২ | রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালালবাজার, চর রুহিতা, পার্বতীনগর, বশিকপুর, শাকচর, চর রমণীমোহন ও টুমচর ইউনিয়ন | মোহাম্মদ শহিদ ইসলাম | স্বতন্ত্র |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রায়পুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Nazmul Ahsan Raju (২০১২)। "Raipur Upazila"। Sirajul Islam। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh। ২৪ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫।
- ↑ আদমশুমারি রিপোর্ট ২০০১ - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |