বড় কালী বাড়ি মন্দির
বড় কালী বাড়ি মন্দির বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্যতম পুরনো হিন্দু মন্দির।[১] হিন্দু দেবতা কালীর উদ্দেশ্যে মন্দিরটি নিবেদিত।
ইতিহাস
মন্দির টি নবাব আলীবর্দি খান এর আমলে প্রতিষ্ঠিত হয়।মন্দির টি শহরের অন্যতম প্রাচীন মন্দির।[২]
স্থানীয় মানুষদের মতে মন্দিরের প্রধান প্রতিষ্ঠিত বিগ্রহ পাওয়া গিয়েছিল ব্রহ্মপুত্র নদে।সেই সময়কার বিশাল ব্রহ্মপুত্র নদে কিছুধীবর (জেলে) মাছ শিকার করত।একদিন এক ধীবরের জালে উঠে আসেন স্বয়ং মা কালীর বিগ্রহ। ধীবর মায়ের মূর্তি দেখে "জয়মা কালী " "জয় মা কালী " বলে ধ্বনি দিতে থাকেন।তখনকার নদের পাড় ঘেষা জঙ্গল কেটে এক বিরাট গাছের নিচে ঘর বানিয়েএকাধিক তান্ত্রিকের উপস্থিতিতে পঞ্চমুন্ডীর আসনে মা কে প্রতিষ্ঠিত করা হয়।প্রতিষ্ঠার পর ধীবরের দেওয়া সেই প্রথম ধ্বনিঅনুসারে মন্দিরটির নাম হয় "শ্রী শ্রী জয়কালী মাতার মন্দির"।পরবর্তীতে যখন শহরে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা হয়,তখনআকারে বড় মন্দির হওয়ায় ভক্তদের নিকট বড় কালীবাড়ী মন্দির নামটি জনপ্রিয়তা পায়।
কালক্রমে নতুন কিছু মন্দির প্রতিষ্ঠার পর ৮ই জ্যৈষ্ঠ মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়ে আসছ।
মন্দিরের নাম অনুসারে মেইন রাস্তার নাম কালীবাড়ী রোড নাম করন করা হয়।
বর্তমান
মন্দিরটি আবার পুনরায় নির্মাণের পর ২০২৫ সাল থেকে আবার নতুন মন্দিরে মায়ের নিত্য পূজা হবে ।নতুন এক বিগ্রহ স্থাপন করা হয়েছে যা আগের সেই পঞ্চমুন্ডীর আসনের উপরেই স্থাপিত। কালী মন্দির ব্যতিত ভগবান শিব মন্দির,বিষ্ণু মন্দির,মনসা মন্দির,হনুমান মন্দির,শনি মন্দির,গনেশ মন্দির ও বিপদনাশিনী মন্দির রয়েছে। এছাড়াও দুর্গা মন্দির রয়েছে যেখানে বছরের বড় বড় পূজা গুলো অনুষ্ঠিত হয়।
এই মন্দিরের মূল উৎসব হল কালীপূজা, যা প্রতি বছর পালিত হয়।প্রতিবছর দিপাবলীতে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে।পূর্ব থেকেই এই মন্দিরে দিপাবলী উৎসব অত্যন্ত জাক জমক ভাবে পালিত হয়।ঘোর অমানিশায় পূজা,বলিদান,মহাযজ্ঞ ও প্রসাদ বিতরন করা হয়।https://www.facebook.com/share/1AGfaf8wcg/?mibextid=wwXIfr[৩]
২০১২ সালের পর থেকে Kalibari Kings club মায়ের পূজার সাথে যুক্ত হয়ে থিম পূজার মাধ্যমে শহরে শ্যামা পূজা উদযাপনের আমেজে কিছুটা ভিন্নতা এনেছেন।তারাই প্রথম থিম করে পূজার সাজসজ্জা আলোকসজ্জা করেছে।এই ধরনের পূজা উপস্থাপন করে ধর্মীয় অনেক জানা অজানা কাহিনী ফুটিয়ে তোলা হয়।যার ফলে শহরে তাদের অনুরূপ কিছু কিছু থিম পূজার চেষ্টা অন্য সংঘ গুলো করতে চাইছেন। মন্দিরটি শহরের কেন্দ্রস্থল থেকে ১০ মিনিট দূরে রিক্সাপুলে অবস্থিত। হিন্দু ভক্তরা সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত এই মন্দিরে দর্শন করতে পারেন। প্রতিদিনের পূজা সাধারণত সূর্যাস্তের পরে শুরু হয়। কালী মন্দিরের কাছে বিভিন্ন ধরনের মিষ্টি কেনার জন্য পাওয়া যায়।এছাড়া ময়মনসিংহের অন্যান্য গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির হল শহরের প্রাণকেন্দ্রে দুর্গা বাড়ি এবং থানা ঘাটে শিব মন্দির।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Butler, Stuart (২০০৮)। Bangladesh। Lonely Planet। পৃষ্ঠা 75–76। আইএসবিএন 978-1-74104-547-5।
- ↑ https://www.facebook.com/share/1Ji8ZxJxGw/?mibextid=wwXIfr।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ https://www.facebook.com/share/1AGfaf8wcg/?mibextid=wwXIfr।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
![]() |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |