বাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশে ডেন্টাল স্কুলসমুহ সাধারণত ডেন্টাল কলেজ হিসেবে অধিক পরিচিত। মেডিকেল চিকিৎসা শিক্ষার ন্যায় ডেন্টাল চিকিৎসা শিক্ষা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ডেন্টাল কলেজসমুহের আওতায় পরিচালিত হয়। সরকারী অর্থায়ণে পরিচালিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের অধীনে এ-সকল ডেন্টাল স্কুলসমুহ পরিচালিত হয়ে থাকে। স্নাতক পর্যায়ে বি.ডি.এস শিক্ষাক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমুহ ডেন্টাল কলেজ পরিচালনা ও পর্যবেক্ষণ করে এবং এর প্রয়োজনে পেশাদার পরীক্ষাগ্রহণ, সিলেবাস প্রণয়ন, শিক্ষা পদ্ধতি ঠিক করাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট[সম্পাদনা]

  • বাংলাদেশে সরকারি ডেন্টাল কলেজের সংখ্যা ১টি।
  1. ঢাকা ডেন্টাল কলেজ

মোট আসন সংখ্যা ১১০জন।

  • বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সংখ্যা ৮টি।
  1. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
  2. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
  3. ময়মনসিংহ মেডিকেল কলেজ
  4. শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ
  5. চট্টগ্রাম মেডিকেল কলেজ
  6. রাজশাহী মেডিকেল কলেজ
  7. রংপুর মেডিকেল কলেজ
  8. এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ

৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা মোট ৪৩৫টি।

বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ হলো ঢাকা ডেন্টাল কলেজ। এছাড়া দেশের আটটি মেডিকেল কলেজে আছে ডেন্টাল ইউনিট। প্রতিটি প্রতিষ্ঠানই একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকে। এসব প্রতিষ্ঠান “ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)” ডিগ্রি প্রদান করে। সরকারি ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে মোট আসন সংখ্যা ৫৪৫ টি।

সরকারি ডেন্টাল কলেজ[সম্পাদনা]

ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত অধিভুক্তি আসন সংখ্যা অবস্থান প্রশাসনিক বিভাগ ওয়েবসাইট
ঢাকা ডেন্টাল কলেজ আগস্ট ১৯৬১ ঢাবি,
বশেমুমেবি
১১০ মিরপুর-১৪, ঢাকা ঢাকা www.dhakadental.gov.bd

সরকারি ডেন্টাল ইউনিট[সম্পাদনা]

ক্রমিক নং ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠিত অধিভুক্তি আসন সংখ্যা অবস্থান প্রশাসনিক বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ১৯৯০ চমেবি ৬০ চট্টগ্রাম চট্টগ্রাম
রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ১৯৮৯ রাবি,
রামেবি
৫৯ রাজশাহী রাজশাহী
শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ২০১২ ঢাবি ৫৬ ঢাকা ঢাকা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ২০১২ ঢাবি ৫২ ঢাকা ঢাকা
ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ২০১২ ঢাবি ৫২ ময়মনসিংহ ময়মনসিংহ
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ২০১২ শাবিপ্রবি ৫২ সিলেট সিলেট
শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ২০১২ ঢাবি ৫২ বরিশাল বরিশাল
রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ২০১২ রাবি,
রামেবি
৫২ রংপুর রংপুর

বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের তালিকা[সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজসমুহের তালিকা

  1. ঢাকা ডেন্টাল কলেজ
  2. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  3. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  4. ময়মনসিংহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  5. শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  6. আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল
  7. পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতাল
  8. বাংলাদেশ ডেন্টাল কলেজ
  9. সিটি ডেন্টাল কলেজ
  10. ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
  11. সাপ্রো ডেন্টাল কলেজ
  12. হালনাগাদ ডেন্টাল কলেজ
  13. মার্ক্স ডেন্টাল কলেজ
  14. সাফেনা উইমেন'স ডেন্টাল কলেজ
  15. মান্ডি ডেন্টাল কলেজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজসমুহ

  1. চট্টগ্রাম মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  2. চট্টগ্রাম ইন্টারন্যাশানাল ডেন্টাল কলেজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজসমুহ

  1. রাজশাহী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  2. রংপুর মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  3. রংপুর ডেন্টাল কলেজ
  4. উদয়ণ ডেন্তাল কলেজ,রাজশাহী

শাবিপ্রবি এবং সাস্ট-এর অধিভুক্ত ডেন্টাল কলেজসমুহ

  1. এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)

আরও দেখুন[সম্পাদনা]