বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক
গঠিত২০০৯; ১৫ বছর আগে (2009)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bdren.net.bd

বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বার্নেট) উন্নততর গবেষণা সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি সমবায় নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক পরিচালিত একটি শিক্ষামূলক প্রকল্প।

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর একটি ট্রাস্ট ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] ট্রাস্টের সদস্য হিসাবে ৭৮ টি বেসরকারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্ববিদ্যালয় রয়েছে।[২] বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়। অর্থায়ন করা হয়।[৩] নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যালয়টি ঢাকার শের-ই-বাংলা নগরের আগরগাঁওয়ে অবস্থিত ইউজিসি প্রাঙ্গণে অবস্থিত।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Research and Education Network (BdREN)"bdren.net.bd। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০ 
  2. "Bangladesh Research and Education Network (BdREN)"bdren.net.bd। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০ 
  3. "Bangladesh Research and Education Network (BdREN)"bdren.net.bd। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০