আশিয়ান মেডিকেল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশিয়ান মেডিকেল কলেজ
Ashiyan Medical College
অন্যান্য নাম
আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল
ধরনবেসরকারি চিকিৎসা বৈজ্ঞানিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান
স্থাপিত২০১২ (2012)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানমোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া
অধ্যক্ষডা. মোহাম্মদ শহীদ হোসাইন
অবস্থান
খিলক্ষেত, ঢাকা
শিক্ষাঙ্গনশহর
ভাষাবাংলা ও ইংরেজি
ওয়েবসাইটwww.amchbd.com

আশিয়ান মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০১২ সালে এটি ঢাকার খিলক্ষেতের আশিয়ান শিক্ষা নগরীতে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ। কলেজটিতে বিডিএস কোর্সও পড়ানো হয়।

কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএসবিডিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[১][২][৩]

ইতিহাস[সম্পাদনা]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে সকল গাইডলাইন এবং মানদণ্ড নির্ধারণ করেছে তা পূরণ করে আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল ২০১২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সরকার ২০১২-২০১৩ সেশন থেকে এমবিবিএস প্রথম বর্ষের কোর্সে ৫০ জন শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দিয়েছিল। কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে।

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

কলেজটিতে বাংলাদেশি ও আন্তর্জাতিক ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।

অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম[সম্পাদনা]

অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম যেমন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় উদ্‌যাপন, আন্তর্জাতিক দিবস, বিতর্ক ক্লাব, সামাজিক প্রোগ্রাম, আউটিং, ছাত্র পরামর্শ, নেতৃত্ব বিকাশ কর্মসূচী ইত্যাদি একজন শিক্ষকের পরিচালনায় ছাত্র কল্যাণ বিভাগ পরিচালিত হয়।

অবকাঠামো[সম্পাদনা]

মেডিকেল কলেজটির সাথে একটি হাসপাতাল রয়েছে যেটি আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত।

এএমসির নিজস্ব ক্যাম্পাস বড়ুয়া, খিলক্ষেত ঢাকা-১২২৯ এ অবস্থিত। এটি আধুনিক সকল সুবিধাসহ চারতলা ইউনিটারি বিল্ডিংয়ে নির্মিত এবং আরও ৯ তলা ভবন নির্মাণাধীন রয়েছে।কলেজটিতে একটি সমসাময়িক ও সমস্ত সুযোগসুবিধা এবং সংস্থান সহ সজ্জিত একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে।

সমালোচনা[সম্পাদনা]

এই কলেজের বিরুদ্ধে স্বদেশ হাউজিং কোম্পানীর খিলক্ষেত থানার বরুয়া মৌজায় প্রায় ২০.৬ বিঘা জমি জবরদখল করে আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার অভিযোগ উঠেছিলো।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আশিয়ান মেডিকেল কলেজ সম্পর্কে"amchbd.com। ১৩ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০ 
  2. "চিকিৎসা সেবায় ইতিহাস গড়তে যাচ্ছে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল"Daily Manobkantha। ২০২৪-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 
  3. "আশিয়ান মেডিকেল কলেজের অনুমোদন স্থগিত"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]