ইবনে সিনা মেডিকেল কলেজ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ধরন | বেসরকারী |
---|---|
স্থাপিত | ২০০৫ |
অধ্যক্ষ | প্রফেসর ডাঃ নজরুল ইসলাম |
অবস্থান | , ২৩°৪৬′৪৪″ উত্তর ৯০°২১′৪৪″ পূর্ব / ২৩.৭৭৮৯° উত্তর ৯০.৩৬২১° পূর্বস্থানাঙ্ক: ২৩°৪৬′৪৪″ উত্তর ৯০°২১′৪৪″ পূর্ব / ২৩.৭৭৮৯° উত্তর ৯০.৩৬২১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www.ismc.ac.bd |
ইবনে সিনা মেডিকেল কলেজ ২০০৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বেসরকারী মেডিকেল কলেজ, যা ঢাকার কল্যাণপুরে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
ইবনে সিনা মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে বিখ্যাত দার্শনিক, বিজ্ঞানী এবং চিকিৎসক ইবনে সিনার নামানুসারে; যার সূচনা করে ইবনে সিনা ট্রাস্ট ৷ ১৯৯৫ সালে ইবনে সিনা ট্রাস্টি বোর্ড একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা করে, যা দশ বছর পর বাস্তবায়িত হয় ৷ ২০০৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক কলেজটি অনুমোদন পায় ৷