বাংলাদেশ মেডিকেল কলেজ

স্থানাঙ্ক: ২৩°৪৫′০১″ উত্তর ৯০°২২′১২″ পূর্ব / ২৩.৭৫০৩° উত্তর ৯০.৩৬৯৯° পূর্ব / 23.7503; 90.3699
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ মেডিকেল কলেজ
ধরনবেসরকারি চিকিৎসাবৈজ্ঞানিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
স্থাপিত১৯৮৬; ৩৮ বছর আগে (1986)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষঅধ্যাপক পরিতোষ কুমার ঘোষ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৪৮ (২০১৫)
অবস্থান,
২৩°৪৫′০১″ উত্তর ৯০°২২′১২″ পূর্ব / ২৩.৭৫০৩° উত্তর ৯০.৩৬৯৯° পূর্ব / 23.7503; 90.3699
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাইংরেজি
ওয়েবসাইটbmc-bd.org
মানচিত্র

বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হসপিটাল বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ। ধানমন্ডি আবাসিক এলাকায় এর ক্যাম্পাস এবং হসপিটালটি অবস্থিত। এটির পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ মেডিক্যাল স্টাডিস এন্ড রিসার্চ ইন্সটিটিউট। এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংস্থা। বাংলাদেশ মেডিক্যাল কলেজ ১০ মে ১৯৮৮ তারিখ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে আসছে।[১]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হসপিটালের প্রথম শুরু হয় ২৪ এপ্রিল ১৯৮৬ এবং ক্লাস শুরু হয় ১ জুলাই ১৯৮৬। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজটিকে অনুমোদন প্রদান করে।

প্রতিষ্ঠাতা সদস্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]