কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ
![]() | |
ধরন | বেসরকারি |
---|---|
স্থাপিত | ১৯৯৫ |
অধ্যক্ষ | মির্জা হামিদুল হক |
শিক্ষার্থী | ৭৫৯ |
অবস্থান | , , ২৪°৪০′০৯″ উত্তর ৯০°২৪′১৬″ পূর্ব / ২৪.৬৬৯১০০° উত্তর ৯০.৪০৪৫০০° পূর্ব |
শিক্ষাঙ্গন | ২২ একর |
সংক্ষিপ্ত নাম | সিবিএমসিবি |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
![]() |
বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বেসরকারী মেডিকেল কলেজ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ। এটি ১৯৯৫ সাল থেকে কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে।
অবস্থান[সম্পাদনা]
ময়মনসিংহ শহর থেকে ১০ কি.মি দূরে চুরখাইয়ের উইনারপাড় এলাকায় ১৯৯৫ সনে ১৩ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়।[১]
অবকাঠামো[সম্পাদনা]
মেডিকেল কলেজ উন্নত শিক্ষার পাশাপাশি মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে থাকে। ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য কলেজের সাথে তৈরী করা হয়েছে ৬৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল ক্যাম্পাস এবং আবাসিক হোস্টেল। ৬টি লেকচার হল, ১২টি টিউটোরিয়াল হল,৬টি ল্যাবরেটরি, ৪টি জাদুঘর, ৪টি রিডিং রুম, ৩টি সেমিনার হল সহ একটি লাইব্রেরী আছে।[২]
অনুষদ ও বিভাগ[সম্পাদনা]
সুযোগ-সুবিধা[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সরকারী তথ্যভাণ্ডার"। ময়মনসিংহ জেলা। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "প্রসপেক্টাস" (পিডিএফ)। CBMCB। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।