বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
বিসিএসআইআর বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত। এটি সাইন্স ল্যাবরেটরি নামেও পরিচিত। বর্তমানে এই পরিষদের ৬টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে।
![]() বিসিএসআইআর এর লোগো | |
গঠিত | ১৬ নভেম্বর ১৯৭৩ |
---|---|
ধরন | স্বশাসিত সরকার সংগঠন |
অবস্থান |
|
চেয়ারম্যান | অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ |
স্টাফ | ৮০০ |
ওয়েবসাইট | bcsir |
- ঢাকা গবেষণাগার
- চট্টগ্রাম গবেষণাগার
- রাজশাহী গবেষণাগার
- জ্বালানী ও গবেষণা ইনস্টিটিউট
- খাদ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট
- পাইলট প্লান্ট ও পদ্ধতি উন্নয়ন কেন্দ্র
- চামড়া গবেষণা ইনস্টিটিউট
- কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট
- আইএমএমএম
ইতিহাস[সম্পাদনা]
বিসিএসআইআর এর শিকড় পূর্ব পাকিস্তানের দিনগুলোতে খুঁজে পাওয়া যায়। ১৯৫৫ সালে ঢাকায় পাকিস্তান বিজ্ঞান ও শিল্প পরিষদের (পিসিএসআইআর) পূর্ব আঞ্চলিক গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে পিসিএসআইআর গবেষণাগার রাজশাহী (১৯৬৫) ও চট্টগ্রামে (১৯৬৭) প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর, বিসিএসআইআর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীকালে ১৯৭৮ সালের একটি অধ্যাদেশ নং (ভি) নামে একটি রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল হিসাবে পুনর্গঠিত হয়।[১]
গ্যালারি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR)"। Bangladesh National Portal।