লিও ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিও ক্লাব
নীতিবাক্য'নেতৃত্ব,দক্ষতা,সুযোগ
গঠিত১৯৫৭
উদ্দেশ্যতরুণ স্ক্লার্স সার্ভিস ক্লাব
সদরদপ্তরঅর্ক ব্রক, ইলিয়ন্স
সদস্যপদ
১৬০,০০০ ; ১৪০ দেশ
প্রধান প্রতিষ্ঠান
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশালl
ওয়েবসাইটleoclubs.org

লিও ক্লাব হল লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন। লিও শব্দের অর্থ হল নেতৃত্ব, দক্ষতা,সুযোগ। লিও ক্লাব তরুনদের কে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের উপর নির্ভরশীল। লিও ক্লাবের মেম্বাররা লিও নামে পরিচিত হয়।তারা সমাজে স্বাস্থ্য সেবা প্রদান, দারিদ্র বিমোচন, আত্নউন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে। লিওরা ফান্ড সংগ্রহ প্রজেক্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে।

ইতিহাস[সম্পাদনা]

লিও ক্লাব ১৯৫৭ সালে জিম গবার এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।[১] তিনি জেলেন সাইড লায়ন্স ক্লাবের সক্রিয় ছিলেন। ১৯৬৪ সালে লায়ন্স ক্লাব, লিও ক্লাবের পোগ্রামগুলোর জন্য দাতা সদস্য হয়।.

আলফ লিও ক্লাব এবং ওমেগা লিও ক্লাব:[সম্পাদনা]

দুই ধরনের লিও ক্লাব রয়েছে। আলফা লিও ক্লাব গঠিত হয় ১২-১৮ বছরের তরুনদের নিয়ে। ওমেগা লিও, ক্লাব গঠিত হয় ১৮-৩০ বছরের যুবকদের নিয়ে। লিওো ক্লাবের সদস্যদের সব্বোর্চ বয়স ৩০ বছর পর্যন্ত হতে পারে। আলফা লিও ক্লাব এবং ওমেগা লিও ক্লাবের মধ্যে বড় কোন পার্থক্য নেই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Story of Leos। "About Leos"www.lionsclubs.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৫