ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি | |
![]() | |
অন্যান্য নাম | DU |
---|---|
নীতিবাক্য | সত্যের জয় সুনিশ্চিত (স্লোগান: শিক্ষাই আলো) |
ধরন | স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সহ-শিক্ষা |
স্থাপিত | ১৯২১ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান |
ডিন | ৬ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৮১৭[১][২] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩,৪০৮ |
শিক্ষার্থী | ৩৮,১৭২ (২০১৯)[১][২] |
ঠিকানা | রমনা, ঢাকা- ১০০০ , , |
শিক্ষাঙ্গন | ২৩ টি। আয়তন ২৫৪ একর [৩] |
সংক্ষিপ্ত নাম | ঢাবি (DU) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | du |
![]() | |
![]() |
ঢাকা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ঢাবি) ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়;[১][২] যা বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়।[৪] ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষত্ব হলো বাংলাদেশ স্বাধীন করতে এর বিশেষ অবদান ছিল। যেখানে দেশের সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বিশেষ অবদান রেখেছিল। [৫][৬]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন।[৭][৮] এছাড়া, এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইক এর পক্ষ থেকে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেয়।[৯] এটি এশিয়ার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৪তম।[১০] এখানে প্রায় ৪৩০০০ ছাত্র-ছাত্রী এবং ২০৮০ জন শিক্ষক রয়েছে৷[১][২]DU stood the 135th among Asian universities in 2019
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্ত্বার বিকাশের লক্ষ্যে বিশ শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তে পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সম্পর্কে প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসীর মামুন ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থে লিখেছেন,
বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। লর্ড লিটন যাকে বলেছিলেন স্প্লেনডিড ইম্পিরিয়াল কমপেনসেশন। পূর্ববঙ্গ শিক্ষাদীক্ষা, অর্থনীতি সব ক্ষেত্রেই পিছিয়ে ছিল। বঙ্গভঙ্গ হওয়ার পর এ অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছিল, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে।[১১]
১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। এর মাত্র তিন দিন পূর্বে ভাইসরয় এর সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়ে ছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ। ২৭ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করেন ব্যারিস্টার আর. নাথানের নেতৃত্বে ডি আর কুলচার, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নওয়াব সিরাজুল ইসলাম, ঢাকার প্রভাবশালী নাগরিক আনন্দচন্দ্র রায়, জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়)-এর অধ্যক্ষ ললিত মোহন চট্টোপাধ্যায়, ঢাকা কলেজের অধ্যক্ষ ডব্লিউ.এ.টি. আচির্বল্ড, ঢাকা মাদ্রাসার (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) তত্ত্বাবধায়ক শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওয়াহেদ, মোহাম্মদ আলী (আলীগড়), প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ এইচ. এইচ. আর. জেমস, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সি.ডব্লিউ. পিক, এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ সতীশচন্দ্র আচার্য। ১৯১৩ সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট এবং সে বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। ১৯১৭ সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে ১৯২০ সালের ১৩ মার্চ ভারতীয় আইন সভা পাশ করে 'দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট (অ্যাক্ট নং-১৩) ১৯২০'। লর্ড রোনাল্ডসে ১৯১৭ হতে ১৯২২ সাল পর্যন্ত বাংলার গভর্নর থাকা কালে নবাব সৈয়দ শামসুল হুদা কে বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য ঘোষণা করেন। সৈয়দ শামসুল হুদার সুপারিশে স্যার এ. এফ. রাহমান কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট মনোনীত করা হয়, তিনি ইতিপূর্বে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কার্যরত ছিলেন।[১২] পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে রফিকুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর গ্রন্থ থেকে জানা যায়, নাথান কমিটি রমনা অঞ্চলে ৪৫০ একর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেয়। এই জায়গায় তখন ছিল ঢাকা কলেজ, গভর্নমেন্ট হাউস, সেক্রেটারিয়েট ও গভর্নমেন্ট প্রেসসমূহ।
সৃষ্টির শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার মুখে পড়ে। এ ছাড়া ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে পূর্ব বাংলার মানুষ হতাশা প্রকাশ করে। ১৯১৭ সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান। ১৯২০ সালের ২৩ মার্চ গভর্নর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় ১৯২১ সালের ১ জুলাই। সে সময়ের ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির উপর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের পরিত্যক্ত ভবনাদি এবং ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার এই দিনটি প্রতিবছর "ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস" হিসেবে পালন করা হয়।
তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ডিগ্রি ক্লাসে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। শুধু ছাত্র নয়, শিক্ষক এবং লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ দিয়েও এই দুটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সহযোগিতা করে। এই সহযোগিতা দানের কৃতজ্ঞতা হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের দু’টি হলের নামকরণ করা হয় ঢাকা হল (বর্তমানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল) ও জগন্নাথ হল।[১৩]
কলা, বিজ্ঞান ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ছিল সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি, ইসলামিক স্টাডিজ, ফারসী ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং আইন।
প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ (ইংরেজি বিভাগ; এমএ-১৯২৩)। যে সব প্রথিতযশা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন তারা হলেনঃ হরপ্রসাদ শাস্ত্রী, এফ.সি. টার্নার, মুহম্মদ শহীদুল্লাহ, জি.এইচ. ল্যাংলি, হরিদাস ভট্টাচার্য, ডব্লিউ.এ.জেনকিন্স, রমেশচন্দ্র মজুমদার, স্যার এ. এফ. রাহমান, সত্যেন্দ্রনাথ বসু, নরেশচন্দ্র সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অস্থিরতা ও ভারত বিভক্তি আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হয়। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামক দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় অবস্থিত প্রদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়-ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা উজ্জীবিত হয়। নতুন উদ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড শুরু হয়। তৎকালীন পূর্ববাংলার ৫৫ টি কলেজ এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯৪৭-৭১ সময়ের মধ্যে ৫টি নতুন অনুষদ, ১৬টি নতুন বিভাগ ও ৪টি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। স্বাধীনতা যুদ্ধে এ বিশ্ববিদ্যালয় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের শিকার হয়। এতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী সহ অনেকে শহীদ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের কঠোর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ১৯৬১ সালে স্বৈরাচারী আইয়ুব খানের সরকার প্রবর্তিত অর্ডিন্যান্স বাতিলের জন্য ষাটের দশক থেকে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ উক্ত অর্ডিন্যান্স বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার-১৯৭৩ জারি করে। বর্তমানে বিশ্ববিদ্যালয় এই অর্ডার দ্বারা পরিচালিত হয়ে আসছে।[১৪] ১৯৩০-৩৪ জগন্নাথ কলেজ-এর অধ্যক্ষ ললিত মোহন চট্টোপাধ্যায়, ঢাকা মাদ্রাসার (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) তত্ত্বাবধায়ক শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওয়াহেদ, মোহাম্মদ আলী (আলীগড়), প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ এইচ.এইচ.আর.জেমস, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সি.ডব্লিউ. পিক, এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ সতীশ্চন্দ্র আচার্য। ১৯১৩ সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট এবং সে বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। ১৯১৭ সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে ১৯২০ সালের ১৩ মার্চ ভারতীয় আইন সভা পাশ করে 'দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট (অ্যাক্ট নং-১৩) ১৯২০'। পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে রফিকুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর গ্রন্থ থেকে জানা যায়, নাথান কমিটি রমনা অঞ্চলে ৪৫০ একর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেয়। এই জায়গায় তখন ছিল ঢাকা কলেজ, গভর্নমেন্ট হাউস, সেক্রেটারিয়েট ও গভর্নমেন্ট প্রেসসমূহ।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান[সম্পাদনা]
দেশের সর্বপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদ, ৮৩টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট এবং ৫৬টি গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের থাকার জন্যে রয়েছে ২০টি আবাসিক হল ও ৩টি হোস্টেল।[১৫]
অনুষদসমূহ[সম্পাদনা]
ইনস্টিটিউট সমূহ[সম্পাদনা]
- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট: দেশের শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যোগ্য শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষাবিজ্ঞানী গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইন্সটিটিউটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্সটিটিউট হিসেবে USAID এর অর্থায়নে কলোরাডো স্টেট কলেজের (বর্তমানে ইউনিভার্সিটি অব নর্দার্ন কলোরাডো) টেকনিকাল সহায়তায় ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এই ইন্সটিটিউটের বিভিন্ন কোর্সের মধ্যে রয়েছে চার বছরের বি.এড (সম্মান), এক বছরের এম. এড (নিয়মিত), দুই বছরের এম. এড সান্ধ্যকালীন কোর্স, এম. ফিল. ও পিএইচ.ডি.।
- পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট: ইস্টিটিউটটি সাধারণত আই. এস. আর. টি নামে পরিচিত। ১৯৬৪ সালে এই ইস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। পরিসংখ্যানবিদ ডঃ কাজী মোতাহার হোসেন ছিলেন এই ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক, বর্তমানে এর পরিচালক হলেন মোহাম্মদ সোয়াইব। এই ইন্সটিটিউটে ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি বি.এস(সম্মান) ও এক বছর মেয়াদি এম. এস কোর্সে পাঠদান করা হয়।
- ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট
- পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট
- সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট
- আধুনিক ভাষা ইনস্টিটিউট
- তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট
- লেদার প্রকৌশল ও প্রযুক্তি ইন্সটিটিউ
- স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট: গত তিন দশক ধরে স্বাস্থ্য অর্থনীতিতে অর্থনীতির একটি প্রধান শাখা হিসেবে আবির্ভূত হয়েছে যা উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের শিক্ষাবিদদের স্বাস্থ্যের নির্ধারকদের উপর প্রভাব ফেলতে পারে এবং আমরা কীভাবে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং স্বাস্থ্যসেবা প্রদান করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি (আইএইচই) ইনস্টিটিউট, ১৯৯৮ সালে স্বাস্থ্য অর্থনীতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে, যা দক্ষিণ-এশিয়াতে একমাত্র স্বাস্থ্য অর্থনীতি শিক্ষাদান ও গবেষণা প্রতিষ্ঠান। IHE শৃঙ্খলা সব অঞ্চলে কাজ করে, পদ্ধতিগত চিন্তাধারা উপর একটি বিশেষ জোর দেওয়া এবং সংক্ষিপ্ত কোর্স / প্রশিক্ষণ এবং বিভিন্ন একাডেমিক ডিগ্রী প্রোগ্রাম প্রস্তাব মাধ্যমে উচ্চ নীতি প্রভাব। এটি তার মানের শিক্ষার জন্য এবং স্বাস্থ্যের পরিমাপের পরিমাপ, কর্মক্ষমতা পরিমাপ এবং উত্পাদনশীলতা, স্বাস্থ্যসেবা অর্থায়ন, বিকল্প স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থনৈতিক মূল্যায়ন এবং চিকিত্সা পদ্ধতি, রোগব্যাধি পরিমাপের পরিমাপ, এবং অর্থনীতির পদ্ধতিতে কাজ করার জন্যও পরিচিত। আইএইচএ নিম্নলিখিত একাডেমিক প্রোগ্রাম প্রস্তাব।
অধিভুক্ত সরকারি ৭ অনার্স কলেজের তালিকা।[সম্পাদনা]
অধিভুক্ত সরকারি ৭ অনার্স কলেজ[১৬]
- ঢাকা কলেজ
- ইডেন কলেজ
- কবি নজরুল সরকারী কলেজ
- সরকারী তিতুমীর কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- বাংলা কলেজ
গ্রন্থাগার[সম্পাদনা]
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আঠারো হাজার বই[১৭] নিয়ে যাত্রা শুরু করে। গ্রন্থাগারে বর্তমানে ছয় লাখ আশি হাজারেরও বেশি বই রয়েছে।[১৭]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ[সম্পাদনা]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়।[১৮] ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে এর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। স্বাধীনতা পরবর্তী সময়ে অনেকবার ডাকসু নির্বাচন হলেও ২০০০ সাল পূর্ব থেকেই ডাকসু নির্বাচন বন্ধ ছিল। দীর্ঘ ২৮ বছর পর কিছুটা সাংবিধানিক পরিবর্তন এনে ২০১৯ সালে বহুল প্রতিক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসুর বর্তমান ভিপি নুরুল হক নুর। ডাকসুর বর্তমান জিএস গোলাম রাব্বানী।
সম্প্রতি ডাকসুর মেয়াদ শেষ হয়েছে। উল্লেখ্য, ডাকসু নির্বাচনের পর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে একবছর পর্যন্ত বহাল থাকে।
আবাসিক হলসমূহ[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে কোনো না কোনো হলের সাথে আবাসিক/অনাবাসিক ছাত্র-ছাত্রী হিসেবে যুক্ত থাকতে হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৪ টি এবং ছাত্রীদের জন্য ৫ টি আবাসিক হল রয়েছে। এছাড়া চারুকলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা হোস্টেল এবং বিদেশী ছাত্রদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস।
হলসমূহের নাম[সম্পাদনা]
৩.জগন্নাথ হল।
৫.শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।
৬.রোকেয়া হল।
৭.মাস্টার দা সূর্যসেন হল।
৮.হাজী মুহম্মদ মুহসীন হল।
৯.শামসুন নাহার হল।
১০.কবি জসীম উদ্দীন হল।
১১.মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল।
১৩.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
১৪.বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল।
১৫.স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল।
১৬.বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
১৭.অমর একুশে হল।
১৮.কবি সুফিয়া কামাল হল।
১৮.বিজয় একাত্তর হল।
সংগঠন[সম্পাদনা]

- বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হল
- বাংলাদেশ ছাত্রলীগ,
- বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ),
- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন,
- বাংলাদেশ ছাত্র ফেডারেশন,
- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,
- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ,
- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট,
- জাতীয়তাবাদী ছাত্রদল,
- বিপ্লবী ছাত্র মৈত্রী ইত্যাদি।
- এছাড়াও উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠনের মধ্যে রয়েছে
- ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ,
- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,
- ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি,
- ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, ইত্যাদি। তাছাড়া মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাফেটেরিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং এটি বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য[সম্পাদনা]
প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ মোট ২৮ জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ২৮ তম উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি প্রথমে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করলেও বর্তমানে পূর্ণকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১৯]
সমাবর্তন[সম্পাদনা]
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর ব্রিটিশ আমলে বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি। এরপর ১৯২৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত প্রতি বছরই (সর্বমোট ২৪ বার) সমাবর্তন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ আমলে শেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ২১ নভেম্বর। পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ২৪ মার্চ। এরপর ১৯৭০ সাল পর্যন্ত আরও ১৫ বার সমাবর্তন হয়। পাকিস্তান আমলে সর্বশেষ সমাবর্তন হয় ১৯৭০ সালের ৮ মার্চ; সেটি ছিল বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সমাবর্তন। স্বাধীনতার পর প্রথমবারের মতো (৪০তম) সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হিসেবে সমাবর্তন উদ্বোধন করার কথা ছিল; কিন্তু তার আগেই ভোররাতে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড, ১৫ আগস্ট ট্র্যাজেডি। এরপর ৪০তম সমাবর্তন হয় ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর। এরপর ২০০১ সালে সমাবর্তন অনুষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিত ভাবেই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয় ৯ ডিসেম্বর ২০১৯ সালে।
সমাবর্তনে সম্মানসূচক ডক্টরেটপ্রাপ্তদের তালিকা[সম্পাদনা]
বছর | নাম | উপাধি | পরিচয় |
---|---|---|---|
১৯২২ | লরেন্স জন লামলে ডানডাস | ডক্টর অব ল'জ | বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর |
১৯২৫ | ফিলিপ জোসেফ হার্টগ | ডক্টর অব ল'জ | বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর |
১৯২৭ | মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী | ডক্টর অব লিটারেচার | বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ |
আর্ল অব লিটন | ডক্টর অব ল'জ | বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর | |
১৯৩২ | স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন | ডক্টর অব সায়েন্স | পদার্থবিজ্ঞানী |
স্যার ক্রান্সীস স্ট্যানলি জ্যাকসন | ডক্টর অব ল'জ | বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর | |
১৯৩৬ | স্যার আবদুর রহিম | ডক্টর অব ল'জ | রাজনীতিবিদ |
স্যার জন এন্ডারসন | ডক্টর অব ল'জ | বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর | |
স্যার জগদীশ চন্দ্র বসু | ডক্টর অব সায়েন্স | পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী | |
স্যার প্রফুল্ল চন্দ্র রায় | ডক্টর অব সায়েন্স | রসায়নবিদ | |
স্যার যদুনাথ সরকার | ডক্টর অব লিটারেচার | ইতিহাসবিদ | |
স্যার মুহাম্মদ ইকবাল | ডক্টর অব লিটারেচার | কবি ও দার্শনিক | |
স্যার রবীন্দ্রনাথ ঠাকুর | ডক্টর অব লিটারেচার | কবি ও সাহিত্যিক | |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | ডক্টর অব লিটারেচার | কথা সাহিত্যিক | |
১৯৩৭ | স্যার এ এফ রহমান | ডক্টর অব ল'জ | বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর |
১৯৪৯ | খাজা নাজিমুদ্দিন | ডক্টর অব ল'জ | পাকিস্তানের গভর্নর জেনারেল |
১৯৫১ | স্যার মোহাম্মদ শাহ আগা খান | ডক্টর অব ল'জ | আগা সুলতান |
১৯৫২ | ড. আবদুল ওয়াহাব আজম | ডক্টর অব ল'জ | কূটনীতিক |
১৯৫৬ | আবুল কাশেম ফজলুল হক | ডক্টর অব ল'জ | রাজনীতিবিদ |
ইস্কান্দার মির্জা | ডক্টর অব ল'জ | পাকিস্তানের গভর্নর জেনারেল | |
চৌ এন লাই | ডক্টর অব ল'জ | গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী | |
মাদাম সুংগ চিং লিং | ডক্টর অব ল'জ | --- | |
১৯৬০ | জামাল আব্দেল নাসের | ডক্টর অব ল'জ | যুক্ত আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি |
আইয়ুব খান | ডক্টর অব ল'জ | পাকিস্তানের রাষ্ট্রপতি | |
১৯৭৪ | সত্যেন্দ্রনাথ বসু | ডক্টর অব সায়েন্স (মরণোত্তর) | পদার্থবিজ্ঞানী |
মুহম্মদ কুদরাত-এ-খুদা | ডক্টর অব সায়েন্স | রসায়নবিদ | |
কাজী মোতাহার হোসেন | ডক্টর অব সায়েন্স | পরিসংখ্যানবিদ | |
হীরেন্দ্রলাল দে | ডক্টর অব সায়েন্স | বিজ্ঞানী | |
মুহম্মদ শহীদুল্লাহ | ডক্টর অব লিটারেচার (মরণোত্তর) | বহুভাষাবিদ | |
কাজী নজরুল ইসলাম | ডক্টর অব লিটারেচার | বাংলাদেশের জাতীয় কবি | |
আবুল ফজল | ডক্টর অব লিটারেচার | সাহিত্যিক | |
ওস্তাদ আলী আকবর খান | ডক্টর অব লিটারেচার | সঙ্গীতজ্ঞ | |
১৯৯৩ | আবদুস সালাম | ডক্টর অব সায়েন্স | পদার্থবিজ্ঞানী |
১৯৯৭ | ফ্রেডারিকা মায়ার | ডক্টর অব সায়েন্স | ইউনেস্কোর মহাপরিচালক |
১৯৯৯ | অমর্ত্য সেন | ডক্টর অব সায়েন্স | অর্থনীতিবিদ |
শেখ হাসিনা | ডক্টর অব ল'জ | বাংলাদেশের প্রধানমন্ত্রী | |
২০০৪ | মাহাথির বিন মোহাম্মদ | ডক্টর অব ল'জ | মালয়েশিয়ার প্রধানমন্ত্রী |
২০০৭ | মুহাম্মদ ইউনূস | ডক্টর অব ল'জ | অর্থনীতিবিদ |
২০০৯ | ইউয়ান ৎসে লি | ডক্টর অব সায়েন্স | রসায়নবিদ |
আবুল হুসসাম | ডক্টর অব সায়েন্স | রসায়নবিদ | |
রণজিত গুহ | ডক্টর অব লিটারেচার | ইতিহাসবিদ | |
২০১০ | আবদুল্লাহ গুল | ডক্টর অব ল'জ | তুরস্কের রাষ্ট্রপতি |
২০১১ | বান কি মুন[২১][২২] | ডক্টর অব ল'জ | জাতিসংঘের মহাসচিব |
২০১২ | প্যাসকেল ল্যামি[২৩] | ডক্টর অব ল'জ | বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক |
ইরিনা বোকোভা | ডক্টর অব ল'জ | ইউনেস্কোর মহাপরিচালক | |
২০১৩ | প্রণব মুখোপাধ্যায়[২৪][২৫][২৬] | ডক্টর অব ল'জ | ভারতের রাষ্ট্রপতি |
২০১৫ | ফ্রান্সিস গুরি | ডক্টর অব ল'জ | বিশ্ব মেধাসত্ত্ব সংস্থার মহাপরিচালক |
২০১৭ | অমিত চাকমা | ডক্টর অব সায়েন্স | ভাইস-চ্যান্সেলর, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও |
ইউকিয়া আমানো | ডক্টর অব ল'জ | মহাপরিচালক, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা |
প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক[সম্পাদনা]
ছাত্র[সম্পাদনা]
- শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ রাষ্ট্রের জনক,বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি
- সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি
- তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
- জামাল উদ্দিন আহমেদ ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।[২৭]
- শেখ কামাল, মুক্তিযোদ্ধা, আবাহনী লিমিটেড (ঢাকা) এর প্রতিষ্ঠাতা
- আব্দুল মতিন চৌধুরী, পদার্থবিজ্ঞানী, সদস্য, নোবেল কমিটি [২৮]
- আব্দুল হালিম বুখারী –– আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত [২৯]
- মুশতাক আহমদ –– ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত [৩০]
- আহমদ আবদুল কাদের –– ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব (জ. ১৯৫৫)
- এ কে এম সিদ্দিক, পদার্থবিজ্ঞানী, সদস্য, নোবেল কমিটি ১৯৮১ [৩১]
- গোলাম মোহাম্মদ ভূঁঞা, পদার্থবিজ্ঞানী, সদস্য, নোবেল কমিটি [৩২]
- এম এ ওয়াজেদ মিয়া, পদার্থবিজ্ঞানী
- অধ্যাপক ড. অনুপম সেন - সমাজবিজ্ঞানী ও একুশে পদক বিজয়ী
- খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী, পদার্থবিজ্ঞানী
- ইমদাদুল হক খান, পদার্থবিজ্ঞানী [৩৩][৩৪]
- মোহাম্মদ আতাউল করিম, পদার্থবিজ্ঞানী, আইইইই ফেলো [৩৫]
- এ এম হারুন-অর-রশিদ, পদার্থবিজ্ঞানী
- এম ইন্নাস আলী, পদার্থবিজ্ঞানী
- কামরুল হায়দার, পদার্থবিজ্ঞানী [৩৬][৩৭]
- খন্দকার আব্দুল মুত্তালিব, পদার্থবিজ্ঞানী [৩৮]
- সুলতানা নুরুন নাহার, পদার্থবিজ্ঞানী
- এ এফ এম ইউসুফ হায়দার, মনোনীত, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৪, ২০১৩ [৩৯]
- ড. শাহিদা রফিক, মনোনীত, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০১ [৪০]
- মুহম্মদ মুনিরুল ইসলাম, পদার্থবিজ্ঞানী[৪১][৪২]
- সালেহ ফারুক [৪৩][৪৪][৪৫]
- ফজলুর রহমান খান, পুরকৌশলী, স্থপতি
- মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- হাফিজ জি এ সিদ্দিকী, অর্থনীতিবিদ উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
- আব্দুস সাত্তার খান, রসায়নবিজ্ঞানী
- ফজলুল হালিম চৌধুরী, রসায়নবিজ্ঞানী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
- আবুল হুসসাম, রসায়নবিজ্ঞানী
- আবেদ চৌধুরী, জিনবিজ্ঞানী
- শাহ মোহাম্মদ ফারুক
- শাহ এ এম এস কিবরিয়া, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী[৪৬]
- শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
- আব্দুল বারী, সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়
- মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, ইসলামী চিন্তাবিদ
- আখতারুজ্জামান ইলিয়াস, কথাসাহিত্যিক
- বুদ্ধদেব বসু, বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক এবং সম্পাদক
- জাহানারা ইমাম, লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী।
- হুমায়ূন আহমেদ, কথাসাহিত্যিক
- হুমায়ূন আজাদ, কথাসাহিত্যিক
- হুমায়ুন কাদির, কথাসাহিত্যিক
- রফিক কায়সার, গবেষক,প্রাবন্ধিক
- মুহম্মদ জাফর ইকবাল, লেখক।
- ড. মুহাম্মাদ মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ববিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব
- অধ্যাপক আলী আজগর, বিজ্ঞানী ও লেখক
শিক্ষক[সম্পাদনা]
বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]
- সত্যেন্দ্রনাথ বসু
- শ্রীনিবাস কৃষ্ণান
- এ এম হারুন-অর-রশিদ
- ডঃ খোরশেদ আহমদ কবির
- গোলাম মোহাম্মদ ভূঁঞা, পদার্থবিজ্ঞানী, সদস্য, নোবেল কমিটি [৩২]
- খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী
- ড. জে. কে. খাস্তগীর
- ড. মোকাররম হোসেন খন্দকার
- এম ইন্নাস আলী
- আ ফ ম ইউসুফ হায়দার
- ড. শাহিদা রফিক
- আব্দুল মতিন চৌধুরী
- ড. এম শমশের আলী
- ড. মুহাম্মদ ইব্রাহিম
- ড. কাজী মোতাহার হোসেন
- ড. মজিদ আহমেদ
- ভূপতিমোহন সেন
- নলিনীমোহন বসু
- নাফিস আহমেদ
- ড. অজয় রায়
- ড. ললিত মোহন নাথ
- ড. হিরন্ময় সেনগুপ্ত
- এ কে এম সিদ্দিক
- ফজলুল হালিম চৌধুরী
- ড.কামরুল হাসান
কলা অনুষদ[সম্পাদনা]
- মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
- রমেশচন্দ্র মজুমদার
- ডবলু. এইচ. এ. সাদানি
- ড.মুহম্মদ শহীদুল্লাহ
- আবু মাহমেদ হাবিবুল্লাহ
- ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা
- ড. রাশিদুল হাসান
- ড. মুনির চৌধুরী
- মুহম্মদ আবদুল হাই
- ড. কাজী দীন মুহম্মদ
- ড. আহমদ শরীফ
- ড.সিরাজুল ইসলাম চৌধুরী
- ড. ওয়াকিল আমেদ
- ড. মোফাজ্জল হায়দার চৌধুরী
- ড. এমাজউদ্দিন আহমেদ
- আনোয়ার পাশা
- ড. মাহমুদ হুসাইন
- ড. সুশীল কুমার দে
- ড.গোবিন্দ চন্দ্র দেব
- ড. মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা
- ড. মুহম্মদ এনামুল হক
- ড. আনিসুজ্জামান
- ড. হুমায়ুন আজাদ
- ড. রেহমান সোবহান
- ড. উপল তালুকদার
- খান বাহাদুর জিয়াউল হক
আইন অনুষদ[সম্পাদনা]
বাণিজ্য অনুষদ[সম্পাদনা]
- ড. আবদুল্লাহ ফারুক
- ড. মঈনউদ্দিন খান
- ড. হরিপদ ভট্টাচার্য
সামাজিক বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]
- আবদুর রাজ্জাক (জাতীয় অধ্যাপক)
- অধ্যাপক ড. অনুপম সেন
- সরদার ফজলুল করিম
- এ. কে. নাজমুল করিম
- আনোয়ারউল্লাহ চৌধুরী
- ড. আবু আহমেদ
- ড. নাজমা চৌধুরী
জীব বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]
- শাহ মোহাম্মদ ফারুক
- পি. মহেশ্বরী
- ড. হাবিবুল্লাহ খান ইউসুফজাই
- ড. কামালউদ্দিন সিদ্দিকী
- ড. আনোয়ারুল আজিম চৌধুরী
- ড. ইয়াজুদ্দিন আহমেদ
- ড. এ. জেড. এম. নওশের আলী খান
- ড. এ. কে. এম. নুরুল ইসলাম (জাতীয় অধ্যাপক)
ফার্মেসী অনুষদ[সম্পাদনা]
- ড. আবুল কালাম আজাদ চৌধুরী
- ড. রাশেদুজ্জামান চৌধুরী
- ড মহিউদ্দিন আহমেদ কাদেরী।
ইসলামিক স্টাডিজ অনুষদ[সম্পাদনা]
- আল্লামা আজিজুল হক –– সহীহ বুখারীর প্রথম বঙ্গানুবাদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য[সম্পাদনা]
- অপরাজেয় বাংলা
- সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য
- স্বোপার্জিত স্বাধীনতা
- দোয়েল চত্বর
- তিন নেতার মাজার
- ঢাকা গেইট
- স্বাধীনতা সংগ্রাম
- স্বামী বিবেকানন্দ ভাস্কর্য
- শহীদ মিনার
- ঘৃণাস্তম্ভ
- মধুদার ভাস্কর্য
- সপ্তশহীদ স্মৃতিস্তম্ভ
- বৌদ্ধ ভাস্কর্য
- শহীদ ডা. মিলন ভাস্কর্য
- শান্তির পায়রা ভাস্কর্য
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ ক খ গ ঘ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ https://en.m.wikipedia.org/wiki/University_of_Dhaka
- ↑ আলম, ড. খুরশিদ (জুলাই ২২, ২০১৫)। "ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন কি সম্ভব?"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৯।
- ↑ Sajahan Miah। "University of Dhaka"। Sirajul Islam। Banglapedia: National Encyclopedia of Bangladesh। Asiatic Society of Bangladesh। ১৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৩।
- ↑ http://www.thenewnationbd.com/newsdetails.aspx?newsid=11176[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Academy Gold Medal Award"। bas.org.bd।
- ↑ munir। "BAS Gold Medal Award Ceremony 2011"। bas.org.bd।
- ↑ "TIME Magazine -- Asia Edition -- March 10, 2013 - Vol. 183, No. 9"। asiaweek.com।
- ↑ https://web.archive.org/web/20010128111100/http://www.asiaweek.com/asiaweek/features/universities2000/multi/64.html
- ↑ "- প্রথম আলো"। prothom-alo.com।
- ↑ The Muslim Heritage of Bengal-by Muhammad Mojlum Khan-Kube Publishing Ltd.,UK- ISBN 978-1-84774-059-5
- ↑ [জগন্নাথ কলেজ - বাংলাপিডিয়া] http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%9C%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5_%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C
- ↑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, জানুয়ারি ২০০৫-জুন ২০০৬, পৃষ্ঠা ১৭-১৮
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
- ↑ "ঢাবির অধিভুক্ত হলো রাজধানীর ৭ সরকারি কলেজ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৩।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ স্মৃতির কঙ্কাল ডাকসু
- ↑ দেখুন http://www.ittefaq.com.bd/education/2017/09/06/126393
- ↑ "RECIPIENTS OF HONOURARY DOCTORATES (HONORIS CAUSA)"। ৪ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫।
- ↑ "প্রকাশ্যে মওদুদকে পেলে যে কারণে ধাওয়া করবে বিএনপি - Hello Today - Page 28060"। hello-today.com। ১৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩।
- ↑ "বান কি মুনকে সম্মানসূচক ডক্টরেট দেবে ঢাবি"। ১০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩।
- ↑ "DU 45th Convocation on January 29"। dhakamirror.com।
- ↑ "45th convocation of Dhaka University"। Demotix। ৬ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১২।
- ↑ "Former deputy prime minister Jamal Uddin Ahmad dies"। Bdnews24.com। ১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫।
- ↑ http://bn.banglapedia.org/index.php?title=চৌধুরী,_আবদুল_মতিন
- ↑ "যাদের মাধ্যমে লেখালেখি ও উচ্চ শিক্ষায় প্রাণীত হয়েছি: ড. আফম খালিদ হুসাইন"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩।
- ↑ রহমান, মিরাজ (১৪ ফেব্রুয়ারি ২০১৭)। "মাজার বরকতের স্থান বাণিজ্যকেন্দ্র নয় : ড. মাওলানা মুশতাক আহমদ"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫।
- ↑ Professor A.K.M. Siddiq
- ↑ ক খ http://www.kalerkantho.com/feature/campus/2014/09/24/132596
- ↑ http://www.iskkc.org/imkhan.php
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৮।
- ↑ https://www.odu.edu/news/news-archive/2010/02/MOHAMMADKARIMOD_20164
- ↑ http://www.fordham.edu/info/20721/faculty_and_staff/4397/quamrul_haider
- ↑ https://www.linkedin.com/in/quamrul-haider-30366541
- ↑ http://www.phys.ufl.edu/~muttalib/cv.html
- ↑ http://jobs.du.ac.bd/wp-content/uploads/2016/05/Resume-AFM-Y-Haider.pdf
- ↑ http://owsd.net/sites/default/files/CV-Shahida%20Rafique%20Latest%2019-12-2009.doc
- ↑ Munir M. Islam, University of Connecticut, Department of Physics
- ↑ Professor Muhammad Munir Islam
- ↑ https://www.eeweb.com/spotlight/interview-with-dr.-saleh-faruque
- ↑ https://und.edu/faculty/saleh.faruque
- ↑ https://engineering.und.edu/electrical/faculty/saleh/
- ↑ "Kibria's life sketch"। The Daily Star। ২৮ জানুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
স্থানাঙ্ক: ২৩°৪৩′৫৩.৫৭″ উত্তর ৯০°২৩′৩২.৯৯″ পূর্ব / ২৩.৭৩১৫৪৭২° উত্তর ৯০.৩৯২৪৯৭২° পূর্ব