শিব পঞ্চসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মাদুরাই মীনাক্ষী মন্দিরের সহস্রস্তম্ভ মণ্ডপে অবস্থিত নটরাজ শিবমূর্ত্তি


পঞ্চ সভা স্থলঙ্গল বলতে বোঝায় ভগবান শিবের নটরাজ রূপের[১] সেইসমস্ত মন্দিরগুলি, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যেখানে তিনি মহাজাগতিক নৃৃত্য সম্পাদন করেছিলেন৷[২] "পঞ্চ" অর্থ পাঁচ, "সভৈ" বা "সভা" অর্থ বৃহত্তম কক্ষ এবং "স্থলঙ্গল" বলতে কোনো স্থানে অবস্থান করাকে নির্দেশিত করে৷ মন্দিরগুলির প্রতিটিই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত৷

নটরাজ[সম্পাদনা]

তামিল নাড়ুর হাতে গোনা কিছু মন্দিরই নটরাজ এবং তার তাণ্ডবনৃত্যের সাথে প্রত্যক্ষভাবে জড়িত৷ এই মন্দিরগুলির প্রতিটিরই নৃত্যভঙ্গি এবং মন্দিরকক্ষ সম্পর্কিত নিজেদের আলাদা আলাদা পৌরাণিক কাহিনী রয়েছে৷[৩] ভগবান শিবের সাতটি তাণ্ডবনৃৃৃত্য একটি নির্দিষ্ট বিষয়বস্তুর সাতটি আলাদা আলাদা ধারা৷ একব্রহ্মের থেকে আত্মিক সৌন্দর্য ও সিদ্ধিলাভের একাধিক উপায় এটি৷ নৃৃত্যের নান্দনিক শিল্পরুচিসম্মত বহিঃপ্রকাশ ঘটে এরই মাধ্যমে৷

তাণ্ডব সভা অবস্থান
কালি তাণ্ডব রত্নসভা তিরুবলঙ্গাড়ু, তিরুভেলুর জেলা
আনন্দ তাণ্ডব কনকসভা চিদম্বরম, কুড্ডালোর জেলা
সন্ধ্যা তাণ্ডব বেল্লিসভা মাদুরাই, মাদুরাই জেলা
মুনি তাণ্ডব তাম্রসভা তিরুনেলভেলি, তিরুনেলভেলি জেলা
ত্রিপুর তাণ্ডব চিত্রসভা কুট্রালম, তেনকাশী জেলা

পৌরাণিক মত অনুসারে শিবেব তাণ্ডব সমূহের উল্লেখের ওপর ভিত্তি করে এবং অবস্থান নির্দিষ্ট করে প্রাপ্ত পাঁচটি নটরাজ মন্দিরই রয়েছে বর্তমান তামিল নাড়ু রাজ্যের ভৌগোলিক সীমাক্ষেত্রের মধ্যে৷ সাত ধরনের তাণ্ডবের মধ্যে সপ্তম তথা "আনন্দ তাণ্ডব"কেই প্রতীকীভাবে উপস্থাপন করা হয় এবং নৃৃত্যের সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ সপ্তম তাণ্ডবটি হলো শৈব সিদ্ধান্ত দর্শনের মূল মতবাদগুলির একটি বিমিশ্র রূপ৷ এই নৃত্যরূপটি দেব সৌন্দর্য এবং আশীর্বাণীর সহিত বিশ্বনান্দনিক আনন্দের উৎসরূপে গণ্য৷[৪]

পঞ্চসভা স্থল[সম্পাদনা]

সভার প্রকার মন্দির অবস্থান উপাদান
রত্নসভা তিরুবলঙ্গাড়ু শ্রীবড়ারণ্যেশ্বর মন্দির তিরুবলঙ্গাড়ু রত্ন
কনকসভা চিদম্বরম নটরাজ মন্দির চিদম্বরম স্বর্ণ
বেল্লিসভা মাদুরাই মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির মাদুরাই রজত
তাম্রসভা তিরুনেলভেলি নেল্লাইয়প্প মন্দির তিরুনেলভেলি তাম্র
চিত্রসভা কুট্রালনাথ মন্দির কুট্রালম চিত্রাবলী

চিত্রাবলী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Historical dictionary of the Tamils.Vijaya Ramaswamy
  2. The Dance of Siva: Religion, Art and Poetry in South IndiaDavid Smith
  3. Rajarajan, R.K.K. (২০১৪)। "Pañcanṛtyasabhās: Dancing Halls Five."Religion of South Asia, Equinox Publishing, Sheffield8.2: 197–216। 
  4. Encyclopaedia of the Śaivism . P 212 by Swami P. Anand, Swami Parmeshwaranand.