পয়োব্রত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পয়োব্রত ( সংস্কৃত: पयोव्रत ) হলো হিন্দুধর্মের একটি ব্রত (তপস্যাস্বরূপ)। ভাগবত পুরাণ অনুযায়ী, এই ব্রত দেবী অদিতি বিষ্ণুকে প্রসন্ন করার জন্য পালন করেছিলেন। [১]

সংস্কৃত শব্দ পয়োব্রতের আক্ষরিক অর্থ হল, 'দুধের ব্রত'। [২] ব্রতধারীরা সাধারণত বারো দিন ধরে পয়োব্রত পালন করে। এই সময়ে তারা একা দুগ্ধজাত খাবার খেয়ে থাকে। [৩]

পৌরাণিক কাহিনী[সম্পাদনা]

হিন্দু পুরাণ অনুসারে, দৈত্য রাজ বলির রাজত্বকালে অদিতি তার পুত্র দেবতাদের দুর্দশার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার স্বামী ঋষি কশ্যপ বিষ্ণুকে প্রসন্ন করার জন্য অদিতিকে পয়োব্রত পালন করার পরামর্শ দেন। বারো দিনের ব্রত পালন করার পর, বিষ্ণু তার পুত্র বামন রূপে জন্মগ্রহণ করে পরবর্তীকালে মহাবলীকে পরাজিত করেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Prabhupada, Swami। "Srimad Bhagavatam: Canto 8, Chapter 16"vedabase.io (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫ 
  2. Hudson, D. Dennis (২০০৮-০৯-২৫)। The Body of God: An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 598। আইএসবিএন 978-0-19-970902-1 
  3. Jimutavahana's Dayabhaga: The Hindu Law of Inheritance in Bengal (ইংরেজি ভাষায়)। Oxford University Press। ২০০২-০২-২৮। পৃষ্ঠা 145। আইএসবিএন 978-0-19-803160-4 
  4. Dalal, Roshen (২০১৪-০৪-১৮)। Hinduism: An Alphabetical Guide (ইংরেজি ভাষায়)। Penguin UK। পৃষ্ঠা 114। আইএসবিএন 978-81-8475-277-9