বিষয়বস্তুতে চলুন

ধাত্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিন্দুধর্মে, ধাত্রী বা ধাত্র হল একজন বৈদিক দেবতা, আদিত্যদের মধ্যে একজন।[] এছাড়াও তিনি স্বাস্থ্য ও গার্হস্থ্য শান্তির দেবতা। তন্ত্র অঙ্কন করে এবং বৈদিক স্তোত্র উচ্চারণ করে তাকে তন্ত্রে আমন্ত্রণ জানানো হয়। অশ্বমেধ যজ্ঞের মতো প্রধান যজ্ঞের সময় প্রায়ই আহ্বান করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. John Muir। Original Sanskrit Texts on the Origin and History of the People of India, Their Religion and Institutions, Volume 2। পৃষ্ঠা 106।