চিত্রগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্রগুপ্ত
ศาลหลักเมือง เขตพระนคร กรุงเทพมหานคร (9).jpg
দেবনাগরীचित्रगुप्त
অন্তর্ভুক্তিদেব
মন্ত্রॐ श्री चित्रगुप्ताय नमः
ওঁ শ্রী চিত্রগুপ্তায় নমঃ
অস্ত্রলেখনি (কলম),
কাতনি (কালি) ও তলোয়ার
সঙ্গীদক্ষিণা নন্দিনী, ইড়াবতী শোভাবতী।

চিত্রগুপ্ত (সংস্কৃত: चित्रगुप्त) হলেন হিন্দু পৌরাণিক কাহিনিতে বর্ণিত একজন হিন্দু দেবতা ‍যিনি মর্ত্যের মানুষের পাপ-পুণ্যের হিসাব রাখতে যমরাজকে বা ধর্মরাজকে সাহায্য করেন।

ব্রহ্মার অঙ্গ থেকে চিত্রগুপ্তের জন্ম। বিশ্ব সৃষ্টির পর ধ্যানমগ্ন ব্রহ্মার শরীর থেকে নানা বর্ণের এক পুরুষ বেরিয়ে আসেন। ব্রহ্মা তাকে যমরাজের কাছে পাঠালে তিনি তাকে মানুষেরপাপ-পুণ্যের হিসাব রাখার কাজে নিয়োগ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হাবিবুর রহমান প্রণীত, যার যা ধর্ম (ধর্ম বিষয়ক অভিধান)