ছায়া (দেবী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছায়া
ছায়ার দেবী
সরণ্যু (সঞ্জনা) ও ছায়ার সঙ্গে সূর্য
দেবনাগরীछाया
অন্তর্ভুক্তিদেবী, সরণ্যুর ছায়া
আবাসসূর্যলোক
মন্ত্রওঁ ছায়াবে নমঃ
ব্যক্তিগত তথ্য
সঙ্গীসূর্য
সন্তানশনি, তপ্তি ও সবর্ণী মনু

ছায়া (সংস্কৃত: छाया, আইএএসটি: Chāyā) হলেন  হিন্দু ব্যক্তিত্ব ও ছায়ার দেবী এবং দেবতা সূর্যের  সহধর্মিণী।[১] তিনি সূর্যের প্রথম সহধর্মিণী সরণ্যুর (সঞ্জনা) ছায়ামূর্তি বা প্রতিফলন। ছায়া সঞ্জনার ছায়া থেকে জন্মগ্রহণ করেন এবং সঞ্জনাকে তার বাড়িতে প্রতিস্থাপন করেন, পরে অস্থায়ীভাবে তার স্বামীকে ছেড়ে চলে যান।

ছায়ার দেবী ছায়াকে সাধারণত শনি, তপ্তি ও সবর্ণী মনুর (যিনি পরবর্তী ও অষ্টম মনু,এবং পরবর্তী মন্বন্তর যুগের শাসক হওয়ার জন্য নির্ধারিত) মাতা হিসাবে বর্ণনা করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Monier Williams Sanskrit-English Dictionary (2008 revision) p. 406
  2. According to Hindu cosmology, man is currently in the seventh Manvantara.