উড়িরচর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৩৯′২৮″ উত্তর ৯১°২১′৪″ পূর্ব / ২২.৬৫৭৭৮° উত্তর ৯১.৩৫১১১° পূর্ব / 22.65778; 91.35111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উড়িরচর
ইউনিয়ন
Government Seal of Bangladesh.svg ১নং উড়িরচর ইউনিয়ন পরিষদ
উড়িরচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
উড়িরচর
উড়িরচর
উড়িরচর বাংলাদেশ-এ অবস্থিত
উড়িরচর
উড়িরচর
বাংলাদেশে উড়িরচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৯′২৮″ উত্তর ৯১°২১′৪″ পূর্ব / ২২.৬৫৭৭৮° উত্তর ৯১.৩৫১১১° পূর্ব / 22.65778; 91.35111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসন্দ্বীপ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ আবদুর রহিম
আয়তন
 • মোট১০৫.২৩ বর্গকিমি (৪০.৬৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৯২৩
 • জনঘনত্ব১১০/বর্গকিমি (২৯০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৬.৪০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
Map
মানচিত্র

উড়িরচর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

উড়িরচর ইউনিয়নের আয়তন ২৬,০০১ একর[১] (১০৫.২৩ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উড়িরচর ইউনিয়নের লোকসংখ্যা ১১,৯২৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪২৫ জন এবং মহিলা ৫,৪৯৮ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সন্দ্বীপ উপজেলার উত্তরের একটি উপদ্বীপ উড়িরচর ইউনিয়ন। এ ইউনিয়নের দক্ষিণ-পূর্বে সন্দ্বীপ চ্যানেলসন্তোষপুর ইউনিয়ন; পূর্বে সন্দ্বীপ চ্যানেলমীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন; উত্তরে সন্দ্বীপ চ্যানেলনোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন; পশ্চিমে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন, সন্দ্বীপ চ্যানেলসুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন এবং দক্ষিণে বঙ্গোপসাগর

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

উড়িরচর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি ৩টি মৌজায় বিভক্ত।

নামকরণ[সম্পাদনা]

১৯৭০-৭১ সালের দিকে সন্দ্বীপের উত্তর-পশ্চিম দিকে মেঘনা মোহনায় একটি দ্বীপ জেগে উঠে। দ্বীপের জন্মের কিছুদিন পর সন্দ্বীপের জনগণ এই দ্বীপে গিয়ে দেখতে পায় সমস্ত দ্বীপে ঘাস আর ঘাস। এই ঘাসকে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নাম হয় 'উড়ির চর'।[৩]

ইতিহাস[সম্পাদনা]

তৎকালীন সন্দ্বীপের কৃতী সন্তান কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়া সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে নদী সিকিস্তি ভূমীহীন মানুষদের কে ১৯৮০-৮১ সালে উড়ির চরে এনে বসতি করে দেয়। ১৯৮৫ সালের বন্যা, ১৯৯১ সালের ঘুর্নিঝড়, ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলার মত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে উড়ির চর, যার মধ্যে ১৯৮৫ এবং ১৯৯১ সালের দুর্যোগে এই উড়ির চরের সবচেয়ে বেশি ক্ষতি হয়। উড়ির চর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়ার সহধর্মিনী মিসেস তাহমিনা চৌধুরী।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

উড়িরচর ইউনিয়নের সাক্ষরতার হার ২৬.৪০%।[১] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে। মাদ্রাসা- ইবতেদায়ীও দাখিল মাদ্রাসার হল ৫টি

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

.উড়িরচর মাধ্যমিক বিদ্যালয়[৪]

প্রাথমিক বিদ্যালয়[৫]
  • উড়িরচর এ এইচ নব দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উড়িরচর জি ইউ সৈকত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উড়িরচর বাটাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উড়িরচর মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উড়িরচর স্বর্ণালী শিশু একাডেমী।
আনন্দ স্কুল
  • উড়িরচর কলোনী বাজার আনন্দ স্কুল[৬]
মাদ্রাসা
  • উড়িরচর ইমাম আজম (রহঃ) সুন্নীয়া দাখিল মাদ্রাসা। মিয়া বাজার, উড়িরচর, সন্দ্বীপ
  • দ্বীপবন্ধু আলহাজ্ব মোস্তাফিজুর রহমান দাখিল মাদ্রাসা ও এতিমখানা
  • উড়িরচর নূরানী সুন্নীয়া মাদ্রাসা
  • জনতা বাজার সোলাইমানিয়া দাখিল মাদ্রাসা
  • রাজিব মার্কেট ইবতেদায়ী মাদ্রাসা
  • বাংলাবাজার দারুল উলুম ইদ্রিসিয়া মাদ্রাসা
  • ফয়জুল উলুম মাদ্রাসা ভুমিহীন মার্কেট
  • মদিনাতুল উলুম মাদ্রাসা কট্টার দোকান
  • মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা সামসুদ্দীন মার্কেট
  • হামিউসসুন্নাহ মাদ্রাসা
  • থানার হাট তালিমুল কোরআন মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

উপজেলা সদর থেকে উড়িরচর ইউনিয়নে যোগাযোগের উপায় নৌপথ। প্রধান যোগাযোগ মাধ্যম নৌকা ও ট্রলার।[৭]

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

উড়িরচর ইউনিয়নে ২২টি মসজিদ[৮], ৮টি ঈদগাহ[৯] ও ২টি মন্দির[১০] রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

মূল উপজেলা থেকে বিচ্ছিন্ন উক্ত ইউনিয়নটির চার পাশে মেঘনা নদী অবস্থিত এবং ছোট ছোট অনেক খাল রয়েছে।[১১]

হাট-বাজার[সম্পাদনা]

উড়িরচর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল, জনতা বাজার, বাংলা বাজার, কলোনী বাজার, মিয়া বাজার, নতুন বাজার, সমিতির হাট,খায়ের মার্কেট এবং রাজীব বাজার।[১২]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • সাগর পাড়ে কেওড়া বন; ৬নং ওয়ার্ডে অবস্থিত।[১৩]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবদুর রহিম[১৪]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. চেয়ারম্যানের নাম মেয়াদকাল
০১ তাহমিনা হক চৌধুরী ১৯৮৮-২০০৩
০২ খায়রুল আলম মিয়া ২০০৩-২০০৭
০৩ মোহাম্মদ আবদুর রহিম ২০০৭-বর্তমান

[১৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "জনসংখ্যা লোকসংখ্যা - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  3. "উড়ির চর ইউনিয়নের ইতিহাস - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  4. "urircharup.chittagong.gov.bd" 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=11[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd 
  7. "যোগাযোগ ব্যবস্থা - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  8. "মসজিদ - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  9. "ঈদগাহ - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  10. "মন্দির - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  11. "খাল ও নদী - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  12. "হাট বাজারের তালিকা - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd 
  13. "দর্শনীয়স্থান - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  14. "জনাব মোঃ আব্দুর রহিম - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  15. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - উড়িরচর ইউনিয়ন - উড়িরচর ইউনিয়ন"urircharup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]