ধলই ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯১.৮০৪৪৪° পূর্ব / 22.58139; 91.80444
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধলই
ইউনিয়ন
২নং ধলই ইউনিয়ন পরিষদ
ধলই চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধলই
ধলই
ধলই বাংলাদেশ-এ অবস্থিত
ধলই
ধলই
বাংলাদেশে ধলই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯১.৮০৪৪৪° পূর্ব / 22.58139; 91.80444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজনাব আবুল মনছুর
আয়তন
 • মোট১৯.৭১ বর্গকিমি (৭.৬১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৭,০২৮
 • জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ধলই বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

ধলই ইউনিয়নের আয়তন ৪,৮৭০ একর (১৯.৭১ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলই ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৭,০২৮ জন। এর মধ্যে পুরুষ ১৭,৮৮৩ জন এবং মহিলা ১৯,১৪৫ জন। মোট পরিবার ৭,০৩৫টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

হাটহাজারী উপজেলার উত্তরাংশে ধলই ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফরহাদাবাদ ইউনিয়ন, পশ্চিমে ফরহাদাবাদ ইউনিয়ন, দক্ষিণে মির্জাপুর ইউনিয়নগুমানমর্দন ইউনিয়ন এবং পূর্বে হালদা নদীফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নরোসাংগিরী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ধলই ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • পশ্চিম ধলই
  • এনায়েতপুর

ইতিহাস ও নামকরণ[সম্পাদনা]

২নং ধলই হাটহাজারী উপজেলার একটি প্রাচীন ইউনিয়ন। অতীত কালের কোন এক সময় ধলই নামে এক রাজা ছিল। এ রাজার অধীনে ছিল বহু পালোয়ান। রাজার পালোয়ানদের সহযোগিতায় বীর বিক্রমে রাজত্ব করেন। সেই ধলই রাজা ও পালোয়নদের নামের স্মারক রূপে 'ধলই' এর নামকরণ হয়েছে। ধলই ইউনিয়নে বর্তমানেও রাজার দীঘি আছে। তবে কবে ধলই রাজা রাজত্ব করতেন তার হদিস অজ্ঞাত। এনায়েতপুর ও পশ্চিম ধলই মৌজা নিয়ে এই ইউনিয়ন ঘটিত। ত্রিপুরা মহারাজা ধন্য মানিকের রাজত্ব কালে তাঁর নামের অংশ ভ্রংশ ধলই রাজাও ধলই নামের উৎপত্তি হয়েছে বলে প্রবীণদের মুখে প্রচারিত আছে।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৭%।[১] এ ইউনিয়নে ১টি মহিলা কলেজ, ৯টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই শফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলই হাধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধলই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধলই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধলই সাইর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব এনায়েতপুর নুরুল্লাহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ব্রজধাম রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ধলই ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এছাড়া রয়েছে ধলই-বাড়বকুণ্ড সড়ক এবং ধলই-ধর্মপুর সড়ক। চট্টগ্রাম-নাজিরহাট সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সড়ক পথ ছাড়াও ধলই ইউনিয়নে যোগাযোগের জন্য রেলপথ রয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের কাটিরহাট স্টেশনই রেলযোগে ধলই ইউনিয়নে যোগাযোগের মাধ্যম। তাছাড়া নৌপথে আসার সুযোগ রয়েছে। হালদা নদী হয়ে পূর্ব ধলই হালদা রিভার ভিউ পয়েন্টে নেমে এই ইউনিয়নে আসা যায়।

খাল ও নদী[সম্পাদনা]

ধলই ইউনিয়নের উত্তর-পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে ধলই সোনাই খাল, ধলই খাল, দুবলী চড়া, বিফুলা চড়া এবং কাটাখালী।[৪]

হাট-বাজার[সম্পাদনা]

ধলই ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল এনায়েতপুর বাজার এবং কাটিরহাট।[৫]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

ধলই ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]

  • হযরত শাহজাহান শাহ (রহ.) এর মাজার। এটি কাটিরহাটের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
  • কাটিরহাট শহীদ মিনার
  • হযরত গোলাপ শাহ (রহ.) এর দীঘি। এটি কাটিরহাটের পশ্চিম দিকে অবস্থিত।
  • আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ
  • পূর্ব ধলই হালদা রিভার ভিউ পয়েন্ট
  • বান্দরমরা ঝরনা
  • পশ্চিম পাহাড়
  • উদালিয়া চা বাগানের একাংশ

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

ধলই ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৭]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: এম.এ.মনছুর(২০২২-বর্তমান)[৮]
চেয়ারম্যানগণের তালিকা[৯]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদকাল
০১ ছালেহ আহামদ
০২ আবদুল হাই
০৩ সুলতান আহামদ চৌধুরী
০৪ ডাঃ তোফাজ্জল হোসেন চৌধুরী
০৫ কাজী নজরুল ইসলাম চৌধুরী
০৬ এডভোকেট আবুল বশর চৌধুরী
০৭ আবুল কাশেম চৌধুরী
০৮ শাহাদাত হোসেন চৌধুরী
০৯ এজাহার মিয়া চৌধুরী
১০ হারুন অর রশীদ
১১ আবুল মনচুর ২০১১-২০১৬
১২ মোহাম্মদ আলমগীর জামান ২০১৬-২০২২
১৩ আবুল মনচুর ২০২২-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  3. "ইতিহাস - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  4. "খাল ও নদী - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  5. "হাট বাজারের তালিকা - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd 
  6. "দর্শনীয়স্থান - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  7. "প্রখ্যাত ব্যক্তিত্ব - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  8. "- ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd 
  9. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]