খরনা ইউনিয়ন, পটিয়া
খরনা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে খরনা ইউনিয়ন, পটিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৫′২৫″ উত্তর ৯২°১′১″ পূর্ব / ২২.২৫৬৯৪° উত্তর ৯২.০১৬৯৪° পূর্বস্থানাঙ্ক: ২২°১৫′২৫″ উত্তর ৯২°১′১″ পূর্ব / ২২.২৫৬৯৪° উত্তর ৯২.০১৬৯৪° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মাহবুবুর রহমান |
আয়তন | |
• মোট | ৭.২৮ কিমি২ (২.৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,০০০ |
• জনঘনত্ব | ৪৩০০/কিমি২ (১১০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.৬১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
খরনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পরিচ্ছেদসমূহ
আয়তন[সম্পাদনা]
খরনা ইউনিয়নের আয়তন ১৭৯৯ একর (৭.২৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী খরনা ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩১ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় ১৬ হাজার এবং মহিলা প্রায় ১৫ হাজার।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
পটিয়া উপজেলার দক্ষিণাংশে খরনা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কচুয়াই ইউনিয়ন, পশ্চিমে কচুয়াই ইউনিয়ন ও শোভনদণ্ডী ইউনিয়ন, দক্ষিণে শোভনদণ্ডী ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন এবং পূর্বে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন ও পটিয়া উপজেলাধীন কচুয়াই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
খরনা ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর খরনা ওয়াহেদুরপাড়া
- উত্তর খরনা কইশ্যাপাড়া
- উত্তর খরনা মাঝিরপাড়া
- উত্তর খরনা ফকিরপাড়া
- মধ্যম খরনা
- দক্ষিণ খরনা
- পূর্ব খরনা
- লালারখীল
- মুজাফফরাবাদ
ইতিহাস[সম্পাদনা]
পাহাড়ী অঞ্চল প্রাকৃতিক সমারোহে ঘিরে খরনা ইউনিয়ন। বর্তমান খরনা খাল এক সময়ে ছিল একটি ছড়া। পাহাড়ী ঝর্ণাধারায় ছোট ছোট ছড়া থেকে নেমে আস্ত খরস্রোত। এই খরস্রোত থেকে খরনা ও খরনা খাল নামকরণ করা হয়। তখনকার ব্যক্তি বর্গরা খরনা খালের নামানুসারে খরনা ইউনিয়নের নামকরণ করে।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
খরনা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৬১%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুজাফফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লালারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- লালারখীল আইডিয়াল কেজি স্কুল
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
খরনা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
খরনা ইউনিয়নে ১৬টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২৮টি মন্দির রয়েছে।[৯][১০][১১]
খাল ও নদী[সম্পাদনা]
খরনা ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে খরনা খাল।[১২]
হাট-বাজার[সম্পাদনা]
খরনা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল হাজী নুরুজ্জামান সওদাগর বাজার।[১৩]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- হযরত শাহাজাহান আউলিয়ার মাজার
- মুজাফফরাবাদ শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম
- খরনা শ্রী শ্রী জগৎজননী জ্বালাকুমারী মায়ের মন্দির (খরনা মায়ের বাড়ী)
- মুজাফফরাবাদ বধ্যভূমি।(১৯৭১ সাল এ গ্রামের তিন শতাধিক নারী পুরুষকে গনহত্যা করা হয়)
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আইয়ুব বাচ্চু –– সংগীত শিল্পী।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মাহবুবুর রহমান
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "পটিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "খরনা ইউনিয়নের ইতিহাস - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "কলেজ - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41105&union=30[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "মসজিদ - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঈদগাহ - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "মন্দির - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - খরনা ইউনিয়ন - খরনা ইউনিয়ন"। kharanaup.chittagong.gov.bd।