লালানগর ইউনিয়ন
লালানগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে লালানগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩০′৪৪″ উত্তর ৯২°৪′৫২″ পূর্ব / ২২.৫১২২২° উত্তর ৯২.০৮১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাঙ্গুনিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন |
আয়তন | |
• মোট | ৬.২৪ বর্গকিমি (২.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,৮৫০ |
• জনঘনত্ব | ৪,৩০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৮৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
লালানগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
লালানগর ইউনিয়নের আয়তন ১৫৪২ একর (৬.২৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী লালানগর ইউনিয়নের লোকসংখ্যা ২৬,৮৫০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩২৩ জন এবং মহিলা ১৩,৫২৭ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
রাঙ্গুনিয়া উপজেলার উত্তরাংশে লালানগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে হোসনাবাদ ইউনিয়ন, উত্তরে দক্ষিণ রাজানগর ইউনিয়ন, পশ্চিমে পারুয়া ইউনিয়ন এবং দক্ষিণে হোসনাবাদ ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
জনসাধারণের সেবা প্রদানের সুবিধার্থে ২০০৩ সালে বৃহত্তর হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইউনুচ তালুকদারের ঐকান্তিক প্রচেষ্টায় হোছনাবাদ ইউনিয়নকে বিভক্ত করে ১৫নং লালানগর ইউনিয়ন গঠন করা হয়।[৩]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
লালানগর ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর খিলমোগল
- পূর্ব খিলমোগল
- ঘাগড়া খিলমোগল
- গজালিয়া
- লালানগর
- কালাগাজী তালুক
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
লালানগর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮৩%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয়, ২টি এবতেদায়ী মাদ্রাসা ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- মাদ্রাসা
- রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসা
- খাতিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদ্রাসা
- হযরত আবু বকর সিদ্দীক (রা.) সুন্নিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাগাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গজালিয়া আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘাগড়া খিলমোগল হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হোছনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা
- হযরত ইমাম বুখারী এবতেদায়ী মাদ্রাসা ও হেফজখানা
- কিন্ডারগার্টেন
- ইমাম হোসাইন (রা.) একাডেমী
- লালানগর আইডিয়াল কেজি স্কুল
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
লালানগর ইউনিয়নের প্রধান সড়ক মরিয়মনগর-রানীরহাট সংযোগ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও রিক্সা। এছাড়া চট্টগ্রাম-ধামাইরহাট বাস সার্ভিস এ অঞ্চলের শহরমুখী যাতায়াতের অন্যতম মাধ্যম।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
লালানগর ইউনিয়নে ৪০টি মসজিদ, ৩টি ঈদগাহ ও ৫টি মন্দির রয়েছে।[৪]
খাল ও নদী[সম্পাদনা]
লালানগর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। এছাড়াও রয়েছে কুরমাইকুল খাল ও ঘাগড়া খাল।[৬]
হাট-বাজার[সম্পাদনা]
লালানগর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ধামাইরহাট ও আলমশাহপাড়া বাজার।[৭]
খ্যাতিমান ব্যক্তিত্ব[সম্পাদনা]
১) সিরাজুল মস্তফা - শিক্ষাবিদ
২) নুরুল আলম তালুকদার - সাবেক সংসদ সদস্য
৩) নুরুল আলম - সাবেক অতিরিক্ত আই জি পি
৪) ইউনুচ তালুকদার - শিক্ষানুরাগী, প্রতিষ্ঠাতা- লালানগর উচ্চ বিদ্যালয়
৫) খোদা বক্স - সাবেক আই জি পি
৬) অধ্যক্ষ আ ম ম শামশুল আলম চৌধুরী - শিক্ষাবিদ
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- আগুনিয়া চা বাগান
উপজেলা থেকে সিএনজি করে লালানগর ইউনিয়ন বেড়ীবাঁধ থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকে যেতে হবে।
- হযরত মোহছেন আউলিয়া মিশ্র ফলজ বাগান
উপজেলা থেকে সিএনজি করে আকবর শিকদার পাড়া রোড হয়ে গজালিয়া জায়তছড়িতে অবস্থা। [৮]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন[৯]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | রফিকুল ইসলাম তালুকদার | ২০০৩-২০০৭ |
০২ | জাহাঙ্গীর আলম (ভারপ্রাপ্ত) | ২০০৭-২০০৮ |
০৩ | রফিকুল ইসলাম তালুকদার | ২০০৮-২০১১ |
০৪ | এম শাহ আলম তালুকদার | ২০১১-২০১৬ |
০৫ | মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন | ২০১৬-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
- ↑ "লালানগর ইউনিয়নের ইতিহাস - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে ১৫ নং লালানগর ইউনিয়ন পরিষদ - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=15[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খালওনদী - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
- ↑ Bhorerkagoj। "পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল"। www.bhorerkagoj.net।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - লালানগর ইউনিয়ন - লালানগর ইউনিয়ন"। lalanagarup.chittagong.gov.bd। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।