চর এলাহী ইউনিয়ন
চর এলাহী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চর এলাহী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৪′১″ উত্তর ৯১°১৩′৩৫″ পূর্ব / ২২.৭৩৩৬১° উত্তর ৯১.২২৬৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী ![]() |
আয়তন | |
• মোট | ১৮২.৯৭ বর্গকিমি (৭০.৬৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৭,৪৫০ |
• জনঘনত্ব | ১৫০/বর্গকিমি (৩৯০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৫.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
চর এলাহী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর এলাহী ইউনিয়নের আয়তন ১৮২.৯৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর এলাহী ইউনিয়নের জনসংখ্যা ২৭,৪৫০ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কোম্পানীগঞ্জ উপজেলার সর্ব-দক্ষিণে চর এলাহী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সূবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন পূর্বে মুছাপুর ইউনিয়ন, চর ফকিরা ইউনিয়ন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ও ঘোষবাগ ইউনিয়ন; পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন; দক্ষিণে বামনী নদী।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর এলাহী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর বালুয়া
- চর এলাহী
- দক্ষিণ চর এলাহী
- চর যাত্রা
- চর কলমী
- চর লেংটা
- গাংচিল
- চর উমেদ
- পূর্ব চর লেংটা
- চর রমজান
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর এলাহী ইউনিয়নের স্বাক্ষরতার হার ২৫.৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- চরলেংটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চর লেংটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- আশারহাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গাংচিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গাংচিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- আশারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর এলাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরযাত্রা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গাংচিল আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরকলমী হাবিব উল্যাহ দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
দাখিল মাদ্রাসা
- চর এলাহী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- গাংচিল রহমানীয়া দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সিএনজি যোগে চাপরাশিরহাট এসে সেখান থেকে সিএনজি যোগে চর এলাহী ইউপি কমপ্লেক্সে আসা যাবে।
নোয়াখালী (সদর) শহর (সোনাপুর) থেকে সিএনজি যোগে ইউপি কমপ্লেক্সে আসা যাবে।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- চরলেংটা ছোট ফেনী শাখা নদী
- চর এলাহী কাটা খাল
- মহিষমারা খাল
- গাংচিল খাল
- চরলেংটা খাল
উল্লেখযোগ্য মসজিদ
[সম্পাদনা]- চর এলাহী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
- কিল্লার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
- গাংচিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
হাট-বাজার
[সম্পাদনা]- চর এলাহী বাজার
- নারকেল ব্যপারীর দোকান
- বাদামতলী বাজার
- চর এলাহী চৌরাস্তা
- চর মণ্ডলিয়ার একাংশ
- গাংচিল বাজার
- ভেন্ডরের দোকান
- চর এলাহী ঘাট
- উরির চরের একাংশ
- চান্দু মার্কেট
- চৌরাস্তা বাজার
- কিল্লার বাজার
- হাসিম বাজার
- বাতের দোকান
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- চর বালুয়া ফরেস্ট[৪]
- সাদেক মমিয়ার প্রজেক্ট
- চর এলাহী ঘাট
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
আবদুর রাজ্জাক[৬] | চেয়ারম্যান | চর এলাহী ইউনিয়ন |
মোঃ মোস্তাফিজুর রহমান | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ ইউছুফ | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
আবদুল জলিল | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মোঃ বাহার উদ্দিন | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ ইউসুফ | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ আবুল কাশেম | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
আবদুল গণি | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
আবদুল হক | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ ইসমাইল | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
নাছিমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
মায়া আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
মায়া ধনী | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৭]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | তাজুল ইসলাম | ১৯৯২–১৯৯৮ |
০২ | মহরম আলী | ১৯৯৮–২০০৩ |
০৩ | ইদ্রিছ মিয়া | ২০০৩–২০১১ |
০৪ | আবদুল তোতা | ২০১১–২০১৬ |
০৫ | আবদুর রাজ্জাক | ২০১৬–বর্তমান |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর এলাহী ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "খাল ও নদী, চর এলাহী ইউনিয়ন"। charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "চর বালুয়া ফরেস্ট, চর এলাহী ইউনিয়ন"। charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "বর্তমান পরিষদ, চর এলাহী ইউনিয়ন"। charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "চেয়ারম্যান, চর এলাহী ইউনিয়ন"। charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর এলাহী ইউনিয়ন"। charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।