চর এলাহী ইউনিয়ন
চর এলাহী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চর এলাহী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৪′১″ উত্তর ৯১°১৩′৩৫″ পূর্ব / ২২.৭৩৩৬১° উত্তর ৯১.২২৬৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫০ |
চর এলাহী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
জনসংখ্যা[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কোম্পানীগঞ্জ উপজেলার সর্ব-দক্ষিণে চর এলাহী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সন্দ্বীপ চ্যানেল, মুছাপুর ইউনিয়ন, চর ফকিরা ইউনিয়ন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ও ঘোষবাগ ইউনিয়ন; পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন; দক্ষিণে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন এবং পূর্বে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
চর এলাহী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়
- চরএলাহী উচ্চ বিদ্যালয়
- গাংচিল কবি নজরুল উচ্চ বিদ্যালয়
- বীর মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- চর এলাহী বাজার প্রাথমিক বিদ্যালয়
- চর যাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর লেংটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাংচিল (আশারহাট)সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরকলমী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গাংচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গাংচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গাংচিল আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- গাংচিল রহমানিয়া দাখিল মাদ্রাসা
- চরএলাহী চৌরাস্তা মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসা
খাল ও নদী[সম্পাদনা]
সাম্প্রতিক কালে নদী ভাঙ্গনের কবলে ইউনিয়নের দক্ষিণ অংশ বিলীন প্রায়।সরকারি ভাবে কোন ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ। https://www.facebook.com/545851572239964/posts/1901540553337719/
হাট-বাজার[সম্পাদনা]
- চরএলাহী বাজার
- নারকেল ব্যপারীর দোকান
- বাদামতলী বাজার
- চর এলাহী চৌরাস্তা
- চর মন্ডলিয়ার একাংশ
- গাংচিল বাজার
- বেন্টরের দোকান
- চর এলাহী ঘাট
- উরির চরের একাংশ
- চান্দু মার্কেট
- চৌরাস্তা বাজার
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সাদেক মমিয়ার প্রজেক্ট
- চর এলাহী ঘাট
- উরির চর
== উল্লেখযোগ্য ব্যক্তি == মুন্সি ছিদ্দিকুর রহমান (আবুবকর ছিদ্দিক)।এই চর এলাহি এলেকাতে। প্রথম বসতি স্থাপন কারি দের এক জন। তিনি সন্দীপের বাসিন্দা ছিলেন। ১৯৬০ এর দশকে, যখন এই এলাকা। নদী থেকে জেগে উঠে। তখন তিনি সন্দীপ থেকে এসে। এই এলাকা চাষবাস আরম্ভ করেন। এর পরে পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন। তিনি চর যাত্রা ২নং এর বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ১৫ জানুয়ারি মুন্সি সিদ্দিকুর পারলোকে পারি জমান। তিনি তিন ছেলে চার মেয়ে ও অসংখ্যা আত্মীয় সজন রেখে গেছেন।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান- মোহাম্মদ আবদুর রাজ্জাক
- চেয়ারম্যানগণের তালিকা
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |