বিষয়বস্তুতে চলুন

আধুনগর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২১°৫৮′৫১″ উত্তর ৯২°৪′৪৭″ পূর্ব / ২১.৯৮০৮৩° উত্তর ৯২.০৭৯৭২° পূর্ব / 21.98083; 92.07972
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আধুনগর
ইউনিয়ন
৯নং আধুনগর ইউনিয়ন পরিষদ
আধুনগর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আধুনগর
আধুনগর
আধুনগর বাংলাদেশ-এ অবস্থিত
আধুনগর
আধুনগর
বাংলাদেশে আধুনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৮′৫১″ উত্তর ৯২°৪′৪৭″ পূর্ব / ২১.৯৮০৮৩° উত্তর ৯২.০৭৯৭২° পূর্ব / 21.98083; 92.07972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলালোহাগাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন
আয়তন
 • মোট১৮.৫১ বর্গকিমি (৭.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৭৮৮
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আধুনগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

আধুনগর ইউনিয়নের আয়তন ৪,৫৭৪ একর (১৮.৫১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আধুনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৯৬ জন এবং মহিলা ১১,০৯২ জন। মোট পরিবার ৩,৮৮২টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লোহাগাড়া উপজেলার পশ্চিমাংশে আধুনগর ইউনিয়নের অবস্থান। লোহাগাড়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চুনতি ইউনিয়ন; পূর্বে পুটিবিলা ইউনিয়নলোহাগাড়া ইউনিয়ন; উত্তরে আমিরাবাদ ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নলোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়ন এবং পশ্চিমে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

ইসলামাবাদ তথা তৎকালীন চট্টগ্রামের মোগল সেনাপতি ও পরবর্তীতে সুবাদার আদু খাঁ'র নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় আদুনগর। যা পরবর্তীতে আধুনগর নামে পরিচিতি পায়।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

আধুনগর ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামসমূহের নাম
১নং ওয়ার্ড আধুনগর, হরিণা
২নং ওয়ার্ড সাতগড়
৩নং ওয়ার্ড মছদিয়া
৪নং ওয়ার্ড পেঠানপাড়া, নূর মোহাম্মদ পাড়া
৫নং ওয়ার্ড ১. আধুনগর সিকদার পাড়া

২. গর্জনিয়া পাড়া

৩. বিল্লিয়া পাড়া

৪. ক্যামেলিয়া পাড়া

৫. সৈয়দ পাড়া

৬. পাল পাড়া

৬নং ওয়ার্ড জান মোহাম্মদ শিকদার পাড়া, হাজী পাড়া
৭নং ওয়ার্ড নোয়াপাড়া
৮নং ওয়ার্ড উত্তর পাড়া
৯নং ওয়ার্ড ১. মনছুর আলী সিকদার পাড়া

২. চেয়ারম্যান পাড়া

৩. মাঝির পাড়া

৪. জলদাস পাড়া

৫. ফাঠার পাড়া

৬. নছুমৌলভী পাড়া

৭. মোস্তাক হাজীর পাড়া

৮. নতুন পাড়া (পাটিয়াল পাড়া)

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আধুনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৭%।[] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
আধুনগর হাফেজিয়া শরীফিয়া লতিফিয়া মাদ্রাসা ও এতিমখানা
মাদ্রাসা[]
মাধ্যমিক বিদ্যালয়[]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • আধুনগর ডামির পুকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রশিদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
এবতেদায়ী মাদ্রাসা[]
  • দক্ষিণ হরিণা দারুল ফালাহ শাহ রশিদিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • রশিদের ঘোনা শাহ হাফেজিয়া রহমানিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • সাতগড় শাহ আতাউল্লাহ এবতেদায়ী মাদ্রাসা
  • হযরত আবু হুরায়রা (রা.) এবতেদায়ী মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

আধুনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

অর্থনীতি

[সম্পাদনা]

১৯৯১ সাল পর্যন্ত এই এলাকার সিংহভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল ছিল। বর্তমানে এই এলাকা ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত। এ এলাকা মাছ চাষের জন্য উপযুক্ত হওয়ায় এখানে অনেক মৎস্য খামার গড়ে উঠেছে।

আধুনগরের ধানক্ষেতের দৃশ্য
আধুনগরের ধানক্ষেতের দৃশ্য
কৃষি

উর্বর মাটি উঁচু জমি ও পাহাড়ের কাছাকাছি হওয়ায় এখানে সব ধরনের ফসল আবাদ হয়। প্রধান ফসল ধান ছাড়াও ইক্ষু, তরমুজ, ফেলন ডাল ও মরিচ চাষের জন্য বিখ্যাত। শীত মৌসুমে এখানে সব ধরনের শীতকালীন সবজির আবাদ হয়।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

আধুনগর ইউনিয়নে ১৯টি মসজিদ, ৩টি মন্দির ও ৩টি বিহার রয়েছে।[][]

খাল ও নদী

[সম্পাদনা]

আধুনগর ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে ডলু নদী। এছাড়াও প্রবাহিত হচ্ছে আধুনগর হাতিয়ার খাল, রাতার খাল, আধুনগর বাহির মুখ খাল এবং আধুনগর কুলপাগলী খাল।।[]

হাট-বাজার

[সম্পাদনা]

আধুনগর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আধুনগর খাঁন হাট বাজার এবং আধুনগর হাতিয়ার কুল বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
কাজীর ডেবা
কাজীর ডেবায় সূর্যাস্তের মনোরম দৃশ্য

আধুনগর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন [১১]
চেয়ারম্যানগণের তালিকা[১২]


আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০ 
  2. "মাদ্রাসা - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "মসজিদ - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "মন্দির - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "খাল ও নদী - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  8. "হাট বাজার - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  9. "দর্শণীয় স্থান - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  10. লোহাগাড়া প্রতিনিধি (১৫ নভেম্বর ২০২১)। "কাবার গিলাফের প্রধান ক্যালিওগ্রাফার লোহাগাড়ার মুখতার পেলেন বিরল সম্মান"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১ 
  11. "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০ 
  12. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আধুনগর ইউনিয়ন - আধুনগর ইউনিয়ন"adhunagarup.chittagong.gov.bd। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মৌলভী ছিদ্দিক আহমদ চৌধুরী ১৯৭১-১৯৭৩
০২ নুরুল হক চৌধুরী ১৯৭৩-১৯৮৪
০৩ মৌলানা শফিক আহমদ ১৯৮৪-১৯৯২
০৪ মোহাম্মদ আইয়ুব মিয়া ১৯৯২-১৯৯৮
০৫ আবু জাফর চৌধুরী ১৯৯৮-২০০৮
০৬ সিরাজুল ইসলাম ২০০৮-২০১৩
০৭ মোহাম্মদ আইয়ুব মিয়া ২০১৩-২০২০
০৮ আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন ২০২০-বর্তমান