সরফভাটা ইউনিয়ন
সরফভাটা | |
---|---|
ইউনিয়ন | |
৮নং সরফভাটা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সরফভাটা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৫′৫০″ উত্তর ৯২°২′৭″ পূর্ব / ২২.৪৩০৫৬° উত্তর ৯২.০৩৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাঙ্গুনিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | শেখ ফরিদ উদ্দীন চৌধুরী |
আয়তন | |
• মোট | ২৬.০২ বর্গকিমি (১০.০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৫,৪৮৬ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.১২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সরফভাটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত ৮ নং সরফভাটা ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সরফভাটা ইউনিয়নের আয়তন ৬৪২৯ একর (২৬.০২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সরফভাটা ইউনিয়নের লোকসংখ্যা ৫৫,৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ২৭,৫৪২ জন এবং মহিলা ২৭,৯৪৪ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাংশে সরফভাটা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ২ কিলোমিটার। সরফভাটা দুই ভাগে বিভক্ত একটি সরফভাটা, দ্বিতীয়টি জঙ্গল সরফভাটা,এই ইউনিয়নের পূর্বে শিলক ইউনিয়ন ও পদুয়া ইউনিয়ন; সরফভাটার প্রবেশ মুখ গোডাউন ব্রিজের উত্তরে গোডাউন বাজার, কাপ্তাই রোডের উত্তরে কাদেরনগর সরফভাটার অন্তর্ভুক্ত, কাপ্তাইরোড সংলগ্ন গোডাউনে কর্ণফুলী নদী রয়েছে এ ছাড়া সরফভাটা গোডাউন রাঙ্গুনিয়া পৌরসভার; অন্তর্ভুক্ত, পশ্চিমে কর্ণফুলী নদী ও বেতাগী ইউনিয়ন, ২য় মৌজা জঙ্গল সরফভাটার পশ্চিমে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ও আমুচিয়া ইউনিয়ন এবং দক্ষিণে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সরফভাটা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি সরফভাটা ও জঙ্গল সরফভাটা এ ২টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১নং ওয়ার্ড | জঙ্গল সরফভাটা, মীরেরখীল, দক্ষিণ সরফভাটা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২নং ওয়ার্ড | হাজারীখীল, মৌলানা গ্রাম, পশ্চিম সরফভাটা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৩নং ওয়ার্ড | পশ্চিম সরফভাটা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৪নং ওয়ার্ড | মধ্যম সরফভাটা, ছৈয়দুরখীল, ক্যইদের কুল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৫নং ওয়ার্ড | উত্তর পাড়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৬নং ওয়ার্ড | মজুরী পাড়া, হাসপাতাল পাড়া, সিপাহী পাড়া, দক্ষিণ পাড়া, গুচ্ছ গ্রাম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৭নং ওয়ার্ড | ভূমিরখীল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৮নং ওয়ার্ড | পূর্ব সরফভাটা, সিকদার পাড়া, রূপনগর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৯নং ওয়ার্ড | পূর্ব সরফভাটা | ১০নং ওয়আর্ড কাদের নগর
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]সরফভাটা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.১২%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি কিন্ডারগার্টেন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]সরফভাটা ইউনিয়নে যোগাযোগের প্রধান মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। কাপ্তাই সড়ক হতে গোডাউন ব্রীজ হয়ে সরফভাটা শিলক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়াতে কোদালা, পদুয়া, পার্বত্য বান্দরবান জেলা এবং বোয়ালখালী উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত।[৬] ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]চট্টগ্রাম জেলার অন্যান্য অঞ্চলের মত সরফভাটা ইউনিয়নের লোকেরাও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও জঙ্গল সরফভাটা অঞ্চলে বসবাসরত উপজাতিরা তাদের নিজস্ব ভাষায় কথা বলে।[৭] খাল ও নদী[সম্পাদনা]সরফভাটা ইউনিয়নের উত্তরে কর্ণফুলী নদী, নদীটি পূর্ব থেকে পশ্চিম সরফভাটা কইল্লারজান ও জুটমিলের মাঝামাঝি, পাশ থেকে দক্ষিণ হয়ে চিড়িঙ্গা বেতাগী পর্যন্ত কর্ণফুলী নদী বয়ে চলেছে। এছাড়াও সরফভাটা-শিলক সীমান্ত দিয়ে শিলক খাল এবং জঙ্গল সরফভাটা অঞ্চল দিয়ে চিড়িঙ্গা খাল বয়ে চলেছে, জঙ্গল সরফভাটার পশ্চিমে ও দক্ষিণে বোয়ালখালী ।[৮] হাট-বাজার[সম্পাদনা]সরফভাটা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ক্ষেত্রবাজার। এছাড়াও বিভিন্ন লোকালয়ে নিয়মিত বাজার বসে। সরফভাটা ইউনিয়নের লোকালয়ে অবস্থিত একটি বাজার। যা মীরেরখীল বাজার নামে খ্যাত। [৯] দর্শনীয় স্থান[সম্পাদনা]
কাপ্তাই সড়কের গোডাউন নেমে দক্ষিণে ২য় কর্ণফুলী সেতু হয়ে ইউনিয়নের সর্ব-দক্ষিণে জঙ্গল সরফভাটা অঞ্চলে অবস্থিত।
কাপ্তাই সড়ক হতে সিএনজি বা অন্যান্য গাড়ী যোগে যাওয়া যায়।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা] |