উরকিরচর ইউনিয়ন
উরকিরচর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে উরকিরচর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′১০″ উত্তর ৯১°৫২′৫২″ পূর্ব / ২২.৪৫২৭৮° উত্তর ৯১.৮৮১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সৈয়দ আবদুল জব্বার সোহেল |
আয়তন | |
• মোট | ৫.৬৫ বর্গকিমি (২.১৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,২৮৫ |
• জনঘনত্ব | ৪,৭০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৭.৫৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
উরকিরচর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়নের আয়তন ১৩৯৫ একর (৫.৬৫ বর্গ কিলোমিটার)। এটি রাউজান উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উরকিরচর ইউনিয়নের লোকসংখ্যা ২৬,২৮৫ জন। এর মধ্যে পুরুষ ১৪,০৫৭ জন এবং মহিলা ১২,২২৮ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
রাউজান উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে উরকিরচর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে নোয়াপাড়া ইউনিয়ন; উত্তরে পশ্চিম গুজরা ইউনিয়ন ও হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন; পশ্চিমে হালদা নদী ও হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন ও দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫নং মোহরা ওয়ার্ড এবং দক্ষিণে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- হারপাড়া
- মৈশকরম
- পশ্চিম গুজরা
- খলিফারঘোনা
- মিরাপাড়া
- সাকর্দা
- আবুরখীল
- উরকিরচর
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৭.৫৯%।[১] এ ইউনিয়নে ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- মাদ্রাসা
- উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা
- হযরত রুস্তম শাহ দাখিল মাদ্রাসা
- মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আবুরখীল অজান্তা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
- আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উরকিরচর হাজী মোহাম্মদ নজুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা রক্ষাকালী ভবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৈশকরম এন হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৈশকরম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- উরকিরচর গাউছিয়া ইসলামী কিন্ডারগার্টেন
- চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন
- হারপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। ইউনিয়নের আভ্যন্তরীণ সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়নে ৩০টি মসজিদ[৯], ৪টি মন্দির[১০] ও ১০টি বিহার[১১] রয়েছে।
খাল ও নদী[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে বৈজ্জাখালী খাল ও কেরানীহাট খাল।[১২]
হাট-বাজার[সম্পাদনা]
উরকিরচর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আলা মিয়া হাট এবং কেরানী হাট।[১৩]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- ছৈয়দ কামাল –– সুফি সাধক।
- ছৈয়দ ছমিউদ্দীন শাহ –– সুফি সাধক।
- ডাঃ সালাহ উদ্দীন –– মুক্তিযুদ্ধকালীন কমান্ডার।
- প্রণব কুমার বড়ুয়া –– একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ।
- বিকিরণ প্রসাদ বড়ুয়া –– শিক্ষায় অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।
- শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম –– বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন চেয়ারম্যান।
- মাহমুদুল হক - মাননীয় বিচারপতি , বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- ডা. শেখ শফিউল আজম - চিকিৎসক
- এনামুল ইসলাম - এডভোকেট ,জজ্ কোর্ট চট্টগ্রাম
- মো ইমরান হোসেন - সেনাবাহিনী কর্মকর্তা,বাংলাদেশ সেনাবাহিনী
- অধ্যাপিকা ডা. জোহরা জামিলা খান - শিশু ক্যান্সার বিশেষজ্ঞ , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
- এডভোকেট মোহাম্মদ হাসেম, জজ কোর্ট, চট্টগ্রাম।
- মেজর জেনারেল আইয়ুব চৌধুরী। সেনা অফিসার।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: সৈয়দ আবদুল জব্বার সোহেল[১৬]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | জান হোসাইন | ১৯৭২-১৯৭৩ |
০২ | শেখ শামসুদ্দীন আহমদ | ১৯৭৩-১৯৭৬ |
০৩ | শেখ শফিউল ইসলাম | ১৯৭৭-১৯৮৮ |
০৪ | নসরুল্লাহ চৌধুরী লালু | ১৯৮৯-১৯৯২ |
০৫ | আবদুল মজিদ | ১৯৯৩-১৯৯৭ |
০৬ | শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম | ১৯৯৮-২০০২ |
০৭ | মোহাম্মদ আনোয়ার চৌধুরী | ২০০৩-২০১৬ |
০৮ | সৈয়দ আবদুল জব্বার সোহেল | ২০১৬-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "এক নজরে উরকিরচর - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "কলেজ - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "মাদ্রাসা - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=20[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "মসজিদের তালিকা: - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "মন্দির: - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "বৌদ্ধ বিহার: - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "খাল ও নদী - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"। SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যান বৃন্দ - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"। urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।