কোলাগাঁও ইউনিয়ন
কোলাগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কোলাগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৮′৫৩″ উত্তর ৯১°৫২′১৫″ পূর্ব / ২২.৩১৪৭২° উত্তর ৯১.৮৭০৮৩° পূর্বস্থানাঙ্ক: ২২°১৮′৫৩″ উত্তর ৯১°৫২′১৫″ পূর্ব / ২২.৩১৪৭২° উত্তর ৯১.৮৭০৮৩° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আহমদ নূর |
আয়তন | |
• মোট | ১১.৮২ বর্গকিমি (৪.৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৫,৭৫৭ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কোলাগাঁও বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়নের আয়তন ২,৯২১ একর (১১.৮২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কোলাগাঁও ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,২১৫ জন এবং মহিলা ১২,৫৪২ জন। মোট পরিবার ৪,৭০২টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
পটিয়া উপজেলার উত্তর-পশ্চিমাংশে কোলাগাঁও ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ও কুসুমপুরা ইউনিয়ন; দক্ষিণে কুসুমপুরা ইউনিয়ন ও জিরি ইউনিয়ন; পশ্চিমে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন, কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫নং বকশীর হাট ওয়ার্ড এবং উত্তরে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫নং বকশীর হাট ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- নলান্দা
- কোলাগাঁও
- লাখেরা
- বাণীগ্রাম
- চাপড়া
- চাফরী
- সাততেতৈয়া
- মোহাম্মদ নগর
নামকরণ[সম্পাদনা]
কথিত আছে যে, এক সময় বিভিন্ন অঞ্চল হতে লোক এসে এই ইউনিয়নে বসবাস করত। তাদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে সুযোগ থাকায় ব্যবসা শুরু করে। এই জনগোষ্ঠী নিজেদের কোন প্রকার ঝামেলা পোহাতে হত না তারা খুবই সুখে ও আনন্দে জীবন অতিবাহিত করত। এই জনগোষ্ঠীকে স্থানীয় লোকজন খোলা নামে ডাকত। এই খোলা নাম থেকেই কোলাগাঁও নামের উৎপত্তি।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কোলাগাঁও ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৩%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- চাফরী শাহজাহান জুয়েল উচ্চ বিদ্যালয়
- লাখেরা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৬]
- কোলাগাঁও গাউছিয়া টি বি এ দাখিল মাদ্রাসা
- নলান্দা গাউছিয়া বদরিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোলাগাঁও (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাফরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলান্দা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ নগর দৌলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-কোলাগাঁও সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়নে ১০টি মসজিদ, ৫টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[৪]
অর্থনীতি[সম্পাদনা]
- শিল্প-কারখানা
খাল ও নদী[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে মুরারী খাল।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কান্ত ফকির হাট।[৮]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কোলাগাঁও ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]
- কালারপোল ব্রীজ
- পিডিবি এলাকা
- গরীব আলী শাহ'র মাজার
- মিয়া হাজী দৌলত জামে মসজিদ
- লাখেরা অভয় বিহার
- রত্না অঙ্কুর বিহার
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: আহমদ নূর[১০]
- চেয়ারম্যানগণের তালিকা[১১]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আবুল কাশেম চৌধুরী | |
০২ | সোনা মিয়া চৌধুরী | |
০৩ | মোহাম্মদ দানেশ মিয়া | |
০৪ | মোহাম্মদ নাছির আহমদ | |
০৫ | মোজাম্মেল হক চৌধুরী | |
০৬ | মোহাম্মদ নুর আলী চৌধুরী | |
০৭ | মোহাম্মদ শামসুল ইসলাম | |
০৮ | আহমদ নূর | ২০১৬-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "কোলাগাঁও ইউনিয়নের ইতিহাস - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ ক খ "এক নজরে কোলাগাঁও - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "নদী ও খাল - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "আহমদ নুর - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কোলাগাঁও ইউনিয়ন - কোলাগাঁও ইউনিয়ন"। kolagaonup.chittagong.gov.bd।