কদলপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯১°৫৭′১২″ পূর্ব / ২২.৪৯৯৭২° উত্তর ৯১.৯৫৩৩৩° পূর্ব / 22.49972; 91.95333
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কদলপুর
ইউনিয়ন
৮নং কদলপুর ইউনিয়ন পরিষদ
কদলপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কদলপুর
কদলপুর
কদলপুর বাংলাদেশ-এ অবস্থিত
কদলপুর
কদলপুর
বাংলাদেশে কদলপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯১°৫৭′১২″ পূর্ব / ২২.৪৯৯৭২° উত্তর ৯১.৯৫৩৩৩° পূর্ব / 22.49972; 91.95333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ তসলিম উদ্দীন চৌধুরী
আয়তন
 • মোট১৫.২২ বর্গকিমি (৫.৮৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,০৮২
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭.৮৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কদলপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নের আয়তন ৩৭৬০ একর (১৫.২২ বর্গ কিলোমিটার)।[১] উত্তর- দক্ষিণে ৬ কি:মি:, পূর্ব-পশ্চিমে ৫.৫ কি.মি.

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কদলপুর ইউনিয়নের লোকসংখ্যা ২০,০৮২ জন। এর মধ্যে পুরুষ ৯,৩৮৫ জন এবং মহিলা ১০,৬৯৭ জন [২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

রাউজান উপজেলার পূর্বাংশে কদলপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রাউজান ইউনিয়ন, পশ্চিমে পূর্ব গুজরা ইউনিয়ন, দক্ষিণে পাহাড়তলী ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

কদলপুর ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের বাড়ী/পাড়া/মহল্লা গুলো হল:

  • আশকর আলীর বাড়ী
  • ছৈয়দ গাজী শাহার বাড়ী
  • সোনাগাজী চৌধুরী বাড়ি
  • নুর আলী মুন্সী চৌধুরী বাড়ী
  • আলম বাড়ী
  • কালাকাতর পাড়া
  • সাইর ফকির বাড়ী
  • কদলপুর পশ্চিম বড়ুয়া পাড়া
  • খলিফা পাড়া
  • ছমদ আলী বাড়ী
  • কাজী হাবিলদার বাড়ী
  • আহমদ মিয়া মিস্ত্রী বাড়ী
  • আমির পাড়া দক্ষিণ
  • আমির পাড়া পশ্চিম
  • খামার বাড়ী
  • সমশের পাড়া
  • ইসলামিয়া নতুন পাড়া
  • জমা ফকির বাড়ী
  • সিকদার পাড়া
  • হযরত আবু শাহ্ বাড়ী মল্লাপাড়া।
  • কদলপুর খামার বাড়ী
  • লোকমান কুরাইশীর বাড়ী
  • মিয়াজান হাজীর বাড়ী, মির্জা পাড়া
  • মানচি পাড়া
  • লস্কর উজির দীঘি
  • তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ী
  • দক্ষিণ জয়নগর
  • ভোমর পাড়া
  • মাইজ পাড়া
  • পঞ্চ পাড়া
  • বিনী গোমস্তার বাড়ী
  • ফকির শাহ বাড়ী
  • ছৈয়দ বাড়ী
  • কাজী বাড়ী
  • সফর আলী চৌধুরী বাড়ী
  • ফতেহ আলী চৌধুরী বাড়ী
  • রসিক পণ্ডিতের বাড়ী
  • পূর্ব নাথ পাড়া
  • ভট্টাচার্য্য পাড়া
  • দাশ পাড়া
  • আচার্য্য পাড়া
  • ডা. নির্মল চন্দ্র সরকারের বাড়ী
  • ব্রজেন্দ্র মাস্টারের বাড়ী
  • পূর্ব আঁধারমানিক
  • ফকির মোহাম্মাদ তালুকদার বাড়ী

নামকরণ[সম্পাদনা]

চট্টগ্রাম বিজয়ী মহান মুসলিম বীর সেনাপতি কদল খান গাজীর নামের স্মারক রুপ পরিগ্রহ করে কদলপুর নামের উৎপত্তি, প্রখ্যাত প্রাচীন মুসলিম সেনাপতি কদল খান গাজীর স্মৃতি বাহক কদলপুর। তার নামের ঐতিহাসিক স্মারক হিসেবে কদলপুর ইতিহাসে স্থান করে নিয়েছে । কদল খান গাজীর স্মৃতির স্মারক ও কদলপুর এক সময় উত্তরে রাউজান খান থেকে দক্ষিণে মহামুনি পর্যন্ত বিস্তৃত ছিল।[২]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নে সাক্ষরতার হার ৫৭.৮৩%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা,১টি উচ্চ মাধ্যমিক, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি এবতেদায়ী মাদ্রাসা ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা

[৩]

• [./Https://www.facebook.com/KpHef/ কদলপুর কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া হেফযখানা ও এতিমখানা]

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

পালি কলেজ

বাংলাদেশ সাসন সেবক পালি কলেজ

প্রাথমিক বিদ্যালয়
  • আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদলপুর ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদলপুর কালাকাতর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদলপুর পরীর দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদলপুর সমশের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদলপুর হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ৬৯ নং পূর্ব আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৫]

এবতেদায়ী মাদ্রাসা
  • কদলপুর তাহেরিয়া সুন্নিয়া এবতেদায়ী মাদ্রাসা
কিন্ডারগার্টেন
  • কদলপুর আইডিয়াল গ্রামার স্কুল
  • কদলপুর আশরাফিয়া কিন্ডারগার্টেন
  • কে পি গ্রামার স্কুল

ইনিষ্টিটিউট

কম্পেশন বুড্ডিস্ট ইনিষ্টিটিউট(সিবিআই)বাংলাদেশ। ( বৌদ্ধ ধর্মের উপর ডিপ্লোমা ইংলিশ মিডিয়াম)

বৌদ্ধ ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র

অনাথালয়/এতিমখানা[সম্পাদনা]

প্যারীমোহন-সুমনতিসস দুঃস্থ ও অনাথালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নের প্রধান সড়ক হল হাফেজ বজলুর রহমান সড়ক (রাউজান-বেতাগী সংযোগ সড়ক) প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নে ৪৫টি মসজিদ[৬], ৭টি মন্দির[৭] ও ৮টি প্যাগোডা[৮] রয়েছে।

স্বাস্থ্য[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নে ১টি হাসপাতাল[৯] ও ৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে নোয়াখালীর আগা খাল, ঐতিহাসিক মগদাই খাল, নারকেল্লা ছড়া, ফটিকছড়ি খাল, খরনাথ ছড়া, লত্তরছড়ি খাল, করইল্যা ছড়া, ওন্দপ ছড়া এবং ভোমর ঢালা ছড়া।[১০]

হাট-বাজার[সম্পাদনা]

কদলপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আশরাফ আলী চৌধুরী হাট এবং ঈশান ভট্টের হাট।[১১]

বহুমুখি সমবায় সমিতি[সম্পাদনা]

দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল)

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • হযরত আশরাফ শাহও আবুমাজার।
  • হযরত আব্দুল আজীজ আল নক্সবন্দী মাজার।
  • হযরত চাঁদ শাহ মাজার।
  • হযরত মিয়া শাহ মাজার।
  • ঐতিহাসিক লস্কর উজির দীঘি
  • ঐতিহাসিক পরীর দীঘি।
  • ঐতিহাসিক মগবিল।

চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী চৌমুহনী থেকে ৩ কিলোমিটার উত্তরে এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিল নগর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক লস্কর উজির দীঘি অবস্থিত।[১২]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

১.জিয়া উদ্দিন আহমদ বাবলু - সংসদ সদস্য,কোতোয়ালী,চট্টগ্রাম।সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী,নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মহাসচিব,জাতীয় পার্টি

২.মোহাম্মদ মুসলিম চৌধুরী - বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)।

৩.জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী - সাবেক আইন সচিব

৪.জনাব মহসিন উদ্দিন চৌধুরী - উপ সচিব,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৫.জনাব এমদাদ হোসেন চৌধুরী প্রকাশ মাইজ্যা মিয়া চৌধুরী - বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান

৭.জনাব বদিউল আলম চৌধুরী - সাবেক সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা,বাংলাদেশ সচিবালয়

৮.জনাব নিজাম উদ্দিন আহমদ চৌধুরী - এম.ডি,সোনালী ব্যাংক লিমিটেড,চট্টগ্রাম অঞ্চল।

৯.জনাব ডা.হাসান মাহমুদ - ডীন,ঔষধ প্রশাসন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০.জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী - সচিব,চট্টগ্রাম ওয়াসা

১১.জনাব মোজাহেদুল ইসলাম চৌধুরী - অধ্যাপক,চট্টগ্রাম কলেজ

১২.জনাব সফদর হোসেন চৌধুরী - সাবেক ডিবিশনাল ইনকাম ট্যাক্স কমিশনার

১৩.জনাব এ্যাডভোকেট নাজমুল ‍হুদা - জর্জ কোর্ট,চট্টগ্রাম

১৪.জনাব এ্যাডভোকেট মীর সামশুল অালম - জর্জ কোট,চট্টগ্রাম

১৫.জনাব জালাল উদ্দিন আহমদ চৌধুরী - সাবেক চেয়ারম্যান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ

১৬.জনাব এ্যাডভোকেট আনছার উদ্দিন আহমদ চৌধুরী - জর্জ কোট,চট্টগ্রাম

১৭. ড. মোহাম্মদ আরিফুর রহমান - সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

১৮.জনাব আখতার আলম চৌধুরী - গাছবাড়ীয়া সরকারি কলেজ

১৯.জনাব এ্যাডভোকেট দিশু কান্তি দাশ - জজকোর্ট,চট্টগ্রাম

২০.জনাব মো.আলী - সাংবাদিক,দৈনিক পূর্বকোণ

২১.জনাব এ্যাডভোকেট আলা মিয়া চৌধুরী - সাবেক প্রেসিডেন্ট,কদলপুর ইউনিয়ন বোর্ড

২২.জনাব জাহাঙ্গীর সাত্তার টিংকু - বিশষ্টি সমাজ সেবক ও রাজনীতিবিদ

২৩.জনাব মাষ্টার লাল মিয়া চৌধুরী - সাবেক চেয়ারম্যান কদলপুর ইউ.পি

২৪.জনাব সৈয়দ মো.মোজাম্মেল হক -  সাবেক চেয়ারম্যান

২৫.জনাব জনাব জহিরুল ইসলাম চৌধুরী - এ.এস.পি

২৬.জনাব এস.এম এজাহারুল হক চৌধুরী - এস.পি

২৭.জনাব রফিকুল ইসলাম তালুকদার - ভারপ্রাপ্ত কর্মকর্তা,নাইক্ষনছড়ি থানা,বান্দরবান

২৮.জনাব মরহুম হাজী আমিনুল হক চৌধুরী - প্রতিষ্ঠাতা কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসা

২৯.জনাব মো.আলী - সাবেক অধ্যক্ষ ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ

৩০.জনাব তরুন কান্তি বড়ুয়া - অধ্যক্ষ,রাঙ্গুনীয়া ডিগ্রী কলেজ

৩১.জনাব দিলীপ কুমার বড়ুয়া - সহ.রেজিস্ট্রার,বি.জি.সি.ট্রাস্ট বিশ্ববিদ্যালয়

৩২.জনাব ফরিদ আহমদ চৌধুরী - সাংবাদিক,পাকিস্তান অবজার পত্রিকা,মিশরের কাইরো বিমান বন্দরে ১৯৬৫ ইংরেজী সনে দূর্ঘটনায় মৃত্যুবরন করেন

৩৩.জনাব গিয়াস উদ্দিন চৌধুরী - একাউন্টস অফিসার,চট্টগ্রাম

৩৪.জনাব আবুল মনসুর চৌধুরী - একাউন্টস অফিসার,চট্টগ্রাম

৩৫.জনাব এস.এম ইউসুফ - ভাইস প্রেসিডেন্ট,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

৩৬.জনাব এস.এম শফি - চেয়ারম্যান,শফি মোটরস

৩৭.জনাব জনাব সঞ্জয় ভট্টাচার্য্য - বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব

৩৮.জনাব অধ্যাপক লিয়াকত আলী - অধ্যাপক কাগতিয়া মাদ্রাসা

৩৯. প্রয়াত জনাব দানশীল ও সমাব্যক্তিত্ব শান্তশীল বড়ুয়া কাস্টম অফিসার

৪০. প্রয়াত জনাব দানশীল ও সমাজব্যাক্তিত্ব হেমেন্দু বিকাশ বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী

৪১. জনাব প্রয়াত শশাংক মোহন বড়ুয়া, সাবেক ইউপি সদস্য

৪২. প্রয়াত জনাব রঞ্জন রস্মি বড়ুয়া, বিএ. অনার্স এম.এ(ইংরেজী সাহিত্য) -সাংবাদিক ডেইলি মর্নিং স্টার,দৈনিক গণকন্ঠ(১৯৮১-১৯৮৩)

৪৩. জনাব উদয়ন বড়ুয়া, এডিসনাল কালেক্টর, কাস্টমস

৪৪. জনাব দিলীপ কুমার বড়ুয়া, এমডি ইস্পাহানী জুট

৪৫. প্রয়াত জনাব প্রকৌশলী দেবপ্রিয় বড়ুয়া, বিএসসি, সোদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, কলিকতা

৪৬. ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু , সমবায় ব্যক্তিত্ব, ২০২১ সালে জাতীয় সমবায় পুরস্কার ও স্বর্ণপদক প্রাপ্ত ২০২০

৪৭. জনাব ফরহাদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক

৪৮. জনাব অ্যাডভোকেট রবিউল হোসেন, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: জনাব নিজাম উদ্দিন আহমদ চৌধুরী
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মাস্টার লাল মিয়া চৌধুরী ১৯১৮-১৯২০
০২ এডভোকেট আলা মিয়া চৌধুরী ১৯২১-১৯৪৫
০৩ দুদু মিয়া চৌধুরী ১৯৪৫-১৯৪৬
০৪ এমদাদ হোসেন চৌধুরী (মাইজ্যা মিয়া) ১৯৪৭-১৯৬৪
০৫ শামসুল হুদা চৌধুরী ১৯৬৫-১৯৭১
০৬ সৈয়দ মোজাম্মেল হক ১৯৭৩ –১৯৮৭
০৭ ইদ্রিস মিয়া ১৯৮৮ –১৯৯৭
০৮ সাইফুল হক চৌধুরী লাভলু ১৯৯৮ –২০০২
০৯ আলহাজ্ব এস এম ফারুক ২০০৩ –২০১১
১০ মোহাম্মদ মোজাহিদ উদ্দীন চৌধুরী ২০১১-২০১৬
১১ মোহাম্মদ তসলিম উদ্দীন চৌধুরী ২০১৬-বর্তমান

[১৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে কদলপুর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  3. "মাদ্রাসা - কদলপুর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=16[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "মসজিদ - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  7. "মন্দিরের তালিকা - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  8. "বৌদ্ধ মন্দির - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  9. "বিচারপতি আবদুল কুদ্দুস চৌধুরী মেমোরিয়াল হসপিটাল - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  10. "খাল ও নদী - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  11. "হাট বাজারের তালিকা - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd 
  12. "দর্শনীয়স্থান - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 
  13. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কদলপূর ইউনিয়ন - কদলপূর ইউনিয়ন"kodolpurup.chittagong.gov.bd। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]