বানৌজা উল্কা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উল্কা
বাংলাদেশ

বানৌজা উল্কা বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষায়িত ঘাঁটি।[১] এই ঘাঁটিতে বিভিন্ন ধরনের মিসাইল, টর্পেডো ও মাইনের রক্ষণাবেক্ষণ কার্যাদি সম্পন্ন করা হয়ে থাকে।[২]

কর্মকাল[সম্পাদনা]

উল্কা বর্তমানে কমোডোর কমান্ডিং চট্টগ্রাম (কমচিট)-এর অধীনে কাজ করছে। উল্কাতে প্রায় ২০০ জন কর্মী কাজ করে। বানৌজা উল্কা বাংলাদেশ নৌবাহিনীর সচেয়ে ছোট ঘাঁটিগুলির একটি। ক্ষেপণাস্ত্র অপারেশন সাহায্য করার জন্য একটি নৌ ঘাঁটি হিসাবে উল্কা প্রতিষ্ঠিত করা হয়। এটি বৃহত্তর বানৌজা ঈসা খান ঘাঁটি দ্বারা পরিচালিত হয়।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Navy"www.navy.mil.bd। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯ 
  2. "কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল মে ২০১৮ এর কার্যক্রম" (পিডিএফ)www.navy.mil.bd। পৃষ্ঠা ১৭। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]