পদুয়া ইউনিয়ন, লোহাগাড়া
পদুয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
ডাকনাম: বোর্ড অফিস | |
বাংলাদেশে পদুয়া ইউনিয়ন, লোহাগাড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২′৫৮″ উত্তর ৯২°৬′৪৮″ পূর্ব / ২২.০৪৯৪৪° উত্তর ৯২.১১৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | পলাতক, প্রশাসক নিয়োগ |
আয়তন | |
• মোট | ২৬.৮৭ বর্গকিমি (১০.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২৪) | |
• মোট | ৪৫,৪৬৭ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
পদুয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি বৃহৎ ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নের আয়তন ৬,৬৪০ একর (২৬.৮৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী পদুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৫,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ২১৮৩২ জন প্রায় এবং মহিলা ২৩৬৩৫ জন প্রায়। মোট পরিবার ৯৫৫৩ টি। এই ইউনিয়নে মুসলমান বসবাস করে ৪০,৩৪৬ এবং হিন্দু বসবাস করে ৪৮০৬।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লোহাগাড়া উপজেলার সর্ব-উত্তরে পদুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চরম্বা ইউনিয়ন, কলাউজান ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন; পশ্চিমে আমিরাবাদ ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়ন; উত্তরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]পদুয়া ইউনিয়ন ১৯৬৮ সালে ১৫নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদ হিসেবে এ ইউনিয়নের কার্যক্রম শুরু হয়।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]পদুয়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি পদুয়া, জঙ্গল পদুয়া, ধলিবিলা ও আঁধারমানিক এ ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম হলো ৭টি:[২]
- পদুয়া
- উত্তর পদুয়া
- জঙ্গল পদুয়া
- তেওয়ারীখিল
- পূর্ব বাগমুয়া
- ধলিবিলা
- আঁধারমানিক
গ্রাম ভিত্তিক পাড়া
পদুয়া- মালী পাড়া, মৌলভী পাড়া, চুনতি পাড়া, হদ্দলী পাড়া,
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পদুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.১%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা[৩]
- পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল (মাস্টার্স) মাদ্রাসা
- মিশকাতুন্নবী (দ.) দাখিল মাদ্রাসা
- সূফী ফতেহ আলী ওয়াইছি মহিলা দাখিল মাদ্রাসা
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়[৪]
- উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়
- এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়
- পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়
- বার আউলিয়া হাফেজ আহমদ স্কুল এন্ড কলেজ
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া আলী সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া নাওঘাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া পূর্ব বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওদাগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরিয়াদের কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম জেবুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা[৬]
- আল কুদ্দুছ আদর্শ এবতেদায়ী মাদ্রাসা
- থলিবিলা শাহ মজিদিয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা
- ধলিবিলা মঈনুল উলুম রহমানিয়া ছায়েরিয়া এবতেদায়ী মাদ্রাসা
- মল্লিক ছোবহান আদর্শ ইসলামিক সেন্টার
- হাকিমিয়া আজিজিয়া ক্যাডেট মাদ্রাসা
- পি পি এম মডেল মহিলা মাদ্রাসা
ভাষা ও সংস্কৃতি
পদুয়া ইউনিয়নের মানুষ সাধারনত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, তবে কথ্য ভাষায় অনেকক্ষেত্রে চট্টগ্রাম কেন্দ্রিক শব্দের ব্যবহার লক্ষ করা যায়। যেমন- বাংলা ভাষায় পরিচিত কারো সাথে দেখা হলে আমরা জানতে চাই- আপনি কেমন আছেন? এই কথাটি এখানকার মানুষ তাদের ভাব বিনিময় এভাবে প্রকাশ করে, ''অনে গম আছন্ না?'' ঐতিহাসিক ভাবে এ অঞ্চলের মানুষের সাথে বর্তমান আরাকান নামে অভিহিত করা হতো তাদের সাথে ব্যাপক সর্ম্পক ছিল যা এখনও সীমিত আকারে হলেও অটুট রয়েছে। এ কারণে আরকানের ভাষার কিছু কিছু উপাদান চট্টগ্রামের কথ্য ভাষায় মিশ্রিত হয়ে গেছে। যেমন.....[৭]
আঞ্চলিক -------------------- পরিভাষা
হ্যাডাম ---------------------- সামর্থ্য।
মাইল্যাপীড়া ----------------- ম্যালেরিয়া রোগ।
ঝোলাপীড়া ------------------- পেঠের অসুখ।
ল্যাডগ্যঁই -------------------- শুয়ে পড়ো।
ল্যাডা ----------------------- ক্ষীণকায়।
আথিক্যা --------------------- হঠাৎ।
ঘুইট্ট্যা ---------------------- গাছের ঘোড়ালী বিশেষ।
যা গই ----------------------- চলে যাও।
কুইরগ্যা --------------------- শুকনা খড়ের স্তপ।
অঁনে ----------------------- আপনি।
থিঅ্যা --------------------- দাঁড়াও।
ইত্যাদি আরো অনেক আঞ্চলিক ভাষায় মানুষ কথা বলে একে অপরের সাথে কুশল বিনিময় করে সহজতরভাবে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বা আরকান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। কিন্তু এই মহা সড়ক ছাড়া অন্যান্য সড়কের বেহাল দশা। কাচাঁ এবং ভাঙ্গ রাস্তা দিয়ে গ্রামীণ মানুষের পদচারণ।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নে ৮৭টি মসজিদ, ১৫টি মন্দির ও ১টি বিহার রয়েছে। এই ইউনিয়ন সর্বদায় সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে জীবন যাপন করে। তবে এই ইউনিয়ন মুসলিম অধ্যুষিত।
৮৭ টি মসজিদসমূহের নাম
উত্তর পদুয়া মসজিদুল মুত্তাকিন জামে মসজিদ
উত্তর পদুয়া মোহাম্মদ পুর জামে মসজিদ
আল ফালাহ্ জামে মসজিদ
উত্তর পদুয়া ছলিমার পাড়া বায়তুল ছালাম জামে মসজিদ[৮]
উত্তর পদুয়া মনির আহমদ পাড়া জামে মসজিদ
উত্তর পদুয়া আকাম উদ্দীন সওদাগর জামে মসজিদ
উত্তর পদুয়া ঘোনা পাড়া জামে মসজিদ
উত্তর পদুয়া আহামদ আলী মুহুরী পাড়া জামে মসজিদ
উত্তর পদুয়া ইয়াছিন পাড়া জামে মসজিদ
উত্তর পদুয়া বটখিল্লা পাড়া জামে মসজিদ
উত্তর পদুয়া ছাদেক সিকদার পাড়া জামে মসজিদ
সিকদার দিঘীর পাড় জামে মসজিদ
দক্ষিণ খন্দকার পাড়া জামে মসজিদ
এস.আই.চৌধুরী পাড়া জামে মসজিদ
মসজিদে রিদুয়ান, বালীর পাড়া
নয়াপাড়া বায়তুল রহমত জামে মসজিদ
ঠাকুরদিঘীর পাড় জামে মসজিদ
পদুয়া দরগাহমুড়া জামে মসিজদ
বশির মোঃ সিকদার পাড়া জামে মসজিদ
হানিফার পাড়া জামে মসজিদ
দারুস্ছুন্নাহ্ ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ
মেহের আলী মুন্সীর পাড়া এবাদতখানা ও আদর্শ ফোরকানিয়া মাদ্রাসা
ছমদ আলী মুন্সীর পাড়া ও সিকদার পাড়া এবাদতখানা
সায়ের ও বদুর পাড়া এবাদতখানা
করিমের পাড়া চৌ-রাস্তার মোড় সর্বজনিন এবাদতখানা
নিজতালুক শাহ্ জববারিয়া এবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাসা
মালী পাড়া জামে মসজিদ
পশ্চিম পদুয়া হযরত আবু বক্কর ছিদ্দিক (রঃ) জামে মসজিদ
চুনতী পাড়া শাহ্ জববারীয়া জামে মসজিদ
হদ্দলী পাড়া জামে মসজিদ
মৌলভী পাড়া জামে মসজিদ
কালু সিকদার পাড়া জামে মসজিদ
পূর্ব মীর পাড়া জামে মসজিদ
বার আউলিয়া জামে মসজিদ
মীর পাড়া জামে মসজিদ
আমির হোসেন জামে মসজিদ
তেওয়ারীখিল মক্কী মদিনা মসজিদ
তেওয়ারীখিল সুফি মসজিদ
তেওয়ারীখিল বোরহান উদ্দীন মসজিদ
তেওয়ারীখিল মিশকাতুন্নবী (রঃ) জামে মসজিদ
তেওয়ারীখিল নজর আলী চৌধুর জামে মসজিদ
আজাদনগর জামে মসজিদ
পশ্চিম তেওয়ারীখিল জামে মসজিদ
হাতিমরা পুকুর পাড় জামে মসজিদ
বেপারী পাড়া মল্লা পুকুর পাড় জামে মসজিদ
হামিদ হোসেন জামে মসজিদ
পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
আলী সিকদার পাড়া জামে মসজিদ
ডোয়ার আলী সিকদার পাড়া জামে মসজিদ
ডেলিয়া পাড়া জামে মসজিদ
ছগিরা পাড়া জামে মসজিদ
পূর্ব বাগমুয়া জামে মসজিদ
মধ্যম বাগমুয়া জামে মসজিদ
পশ্চিম বাগমুয়া মৌলানা নজির আহমদ জামে মসজিদ
পশ্চিম বাগমুয়া পুকুর পাড় জামে মসজিদ
মসজিদে মুয়াবিয়া বীন আবু সুফিয়ান দক্ষিণ আলী সিকদার পাড়া জামে মসজিদ
ফরিয়াদেরকুল বাইতুল মামুর জামে মসজিদ
ফরিয়াদেরকুল বাইতুল নূর জামে মসজিদ
ফরিয়াদেরকুল বাইতুল ফালাহ্ জামে মসজিদ
ফরিয়াদেরকুল বাইতুল ইমান জামে মসজিদ
ফরিয়াদেরকুল বড়ুয়া পাড়া ত্রিরত্ন বিহার
জঙ্গল পদুয়া আবাসন কেন্দ্র জামে মসজিদ
জঙ্গল পদুয়া বাচুর বর জামে মসজিদ
জঙ্গল পদুয়া মসজিদে আর-রহমান জামে মসজিদ
জঙ্গল পদুয়া ইছার বাপের পুকুর পাড় জামে মসজিদ
হযরত পেঠান শাহ (রাঃ) জামে মসজিদ
পদুয়া নাওঘাটা বায়তুল মামুর জামে মসজিদ
মাঝির পাড়া মোঃ নকী জামে মসজিদ
আসমত আলী মুহুরী জামে মসজিদ
হাছিয়ার পাড়া বায়তুর রহমান জামে মসজিদ
মাঝের দোকান জামে মসজিদ
পূর্ব পদুয়া আশরাফ আলী জামে মসজিদ
মধ্যম ধলিবিলা চৌধুরী পাড়া জামে মসজিদ
মধ্য ধলিবিলা শন সিকদার জামে মসজিদ
ধলিবিলা হানিফার চর বায়তুর রহমত জামে মসজিদ
মধ্য ধলিবিলা মসজিদে ফলাহ্ জামে মসজিদ
ধলিবিলা বদর পাড়া মসজিদে বায়তুর রহমত
আধারমানিক ছোট বিবি শাহী জামে মসজিদ
পশ্চিম আধারমানিক শাহী জামে মসজিদ
আধারমানিক সাতঘর পাড়া জামে মসজিদ
আউয়াল পাড়া জামে মসজিদ
আধারমানিক দিঘীর পাড়া শাহী জামে মসজিদ
আধারমানিক সেনের চর জামে মসজিদ
আধারমানিক লালারখীল শাহী জামে মসজিদ
পূর্ব আধারমানিক লালারখীল জামে মসজিদ
আধারমানিক আশার বিবি পাড়া জামে মসজিদ
আধারমানিক সেনের চর হাজী শহর আলী জামে মসজিদ
খাল ও নদী
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হাঙ্গর খাল।[৯] এর পাশাপাশি আরো ছোট বড় বহু খাল রয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল পদুয়া তেওয়ারীহাট বাজার এবং ঠাকুরদীঘির বাজার। এই ইউনিয়নের সবচেয়ে বড় হাট-পদুয়া তেওয়ারীহাট।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১০]
- ফরেষ্ট অফিস পার্ক
- জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প
- হাঙ্গর খাল
- পেঠান শাহ'র মাজার
- ঐতিহ্যবাহী গুপ্ত বাড়ী
প্রবাসীদের বিবরণ
[সম্পাদনা]পদুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ৪৫,৪৬৭ জন। এ ইউনিয়নের মোট জনসংখ্যার ৬০% লোক মধ্যে প্রাচ্যর বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করে আসছে। তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, বাহারাইন, কুয়েত, মাস্কাট, মালেশিয়া ইত্যাদি।[১]
সামাজিক সংগঠন
[সম্পাদনা]সাংস্কৃতিক সংগঠন
২। ঢেমশা উচ্চ বিদ্যালয় সাংস্কৃতকি পরিষদ ।
এছাড়ারাও বিভিন্ন এনজিও এবং ক্লাব সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়।[১১]
পেশাজীবি সংগঠন
০১. কেরানীহাট রিক্সা চালক সমবায় সমিতি
০২. সাতকানিয়া রাস্তার মাথা সি.এন.জি মালিক সমবায় সমতি
০৩. কেরানীহাট সিএনজি মালিক সমবায় সমিতি
০৪. ঢেমশা কার্তিকের দোকান রিকসা চালক সমবায় সমবায় সমিতি
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"। paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "মাদ্রাসার তালিকা - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"। paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "শিক্ষার বিষয়বস্তু হচ্ছে "জ্ঞান অর্জনের জন্য প্রবেশ কর" - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"। paduaup.chittagong.gov.bd। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "শিক্ষার বিষয়বস্তু হচ্ছে "জ্ঞান অর্জনের জন্য প্রবেশ কর" - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"। paduaup.chittagong.gov.bd। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Mia, Ripon (২০২৪-১১-৩০)। "ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলা ভাষা"। ATMADEEP। 1 (2): 140–150। আইএসএসএন 2454-1508। ডিওআই:10.69655/atmadeep.vol.1.issue.02w.018।
- ↑ Mohammad Jasim Uddin (২০২০-১১-২৫)। "ফররুখ আহমদ-এর 'মৃত-বসুধা' ও সেলিনা হোসেন-এর 'বৈশাখী গান': নারীবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা"। Bangladesh Journal of Integrated Thoughts। 12 (17)। আইএসএসএন 2788-5925। ডিওআই:10.52805/bjit.v12i17.160।
- ↑ "খাল ও নদীর অবস্থান - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"। paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "দর্শনীয় স্থান - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"। paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ paduaup.chittagong.gov.bd https://paduaup.chittagong.gov.bd/bn/site/page/2Z6E-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-১০।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)