আশিয়া ইউনিয়ন
আশিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আশিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৬′৪″ উত্তর ৯১°৫৬′৪১″ পূর্ব / ২২.২৬৭৭৮° উত্তর ৯১.৯৪৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | এম এ হাশেম |
আয়তন | |
• মোট | ৭.২০ বর্গকিমি (২.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,৪২৮ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আশিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
আশিয়া ইউনিয়নের আয়তন ১,৭৮০ একর (৭.২০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আশিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৪২৮ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৩১ জন এবং মহিলা ৬,৯৯৭ জন। মোট পরিবার ২,৭৪৯টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
পটিয়া উপজেলার দক্ষিণাংশে আশিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ছনহরা ইউনিয়ন, উত্তরে বড়লিয়া ইউনিয়ন, পশ্চিমে কাশিয়াইশ ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন এবং দক্ষিণে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
আশিয়া ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৮নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- আশিয়া মোল্লাপাড়া
- আশিয়া মির্জাপাড়া
- মধ্যম আশিয়া
- আশিয়া কমলাপাড়া
- দক্ষিণ আশিয়া (রশিদপুর)
- পূর্ব আশিয়া
- পূর্ব বাথুয়া
- মধ্যম বাথুয়া
- পশ্চিম বাথুয়া
- বাথুয়া বড়ুয়াপাড়া
- আশিয়া পশ্চিম মির্জাপাড়া
- সাতগড় পাড়া
ইতিহাস[সম্পাদনা]
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত আশিয়া ইউনিয়ন পরিষদ স্বাধীনতার পূর্বে বর্তমান ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ সহ একীভূত ছিল। ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সাল থেকে পটিয়া উপজেলার অধীনে আশিয়া ও বাথুয়া এই ২টি গ্রাম নিয়ে আশিয়া ইউনিয়ন গঠিত হয়।[৩]
নামকরণ[সম্পাদনা]
অনেক আগে থেকেই অত্র ইউনিয়নে লোক জন বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করায় এই ইউনিয়নে নামকরণ করা হয় আশিয়া। আবার অনেকে বলেন, আছিয়া নাম থেকেই আশিয়া নামের উৎপত্তি।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আশিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- মাদ্রাসা[৬]
- দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- আশিয়া এমদাদুল উলুম মাদ্রাসা
- দক্ষিণ আশিয়া বায়তুন্নুর ইসলামিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আশিয়া ফারুক রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাথুয়া সাবিত্রীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
আশিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক পটিয়া-পারৈকোড়া সড়ক এবং বাংলাবাজার-পিংগলা-শান্তিরহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
আশিয়া ইউনিয়নে ২০টি মসজিদ, ৪টি ঈদগাহ ও ৪টি মন্দির রয়েছে।[৪]
খাল ও নদী[সম্পাদনা]
আশিয়া ইউনিয়নের চার পাশে সীমারেখা হিসেবে খাল রয়েছে। খালগুলো হল চানপুর খাল, মুন্দরী খাল, কেরিঞ্জা খাল এবং আশিয়াখালী খাল।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
আশিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আশিয়া বাংলাবাজার এবং বাথুয়া টাঙ্গাপোল বাজার।[৮]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
আশিয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]
- আশিয়া কেরিঞ্জা ব্রীজ
- আশিয়া মির্জাপাড়া জামে মসজিদ
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান:রাশেদুল
আলম[১০]
- চেয়ারম্যানগণের তালিকা[১১]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | কাদের বক্স সওদাগর | |
০২ | আবু বকর চৌধুরী | |
০৩ | মোহাম্মদ আব্দুল মালেক | |
০৪ | মোহাম্মদ মুছা সওদাগর | |
০৫ | জাফর আহমদ | |
০৬ | এম এ হাশেম | ২০১৬-বর্তমান |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- হারুন ইসলামাবাদী –– ইসলামি পণ্ডিত, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ছিলেন।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ "আশিয়া ইউনিয়নের ইতিহাস - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ "এক নজরে - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।
- ↑ "জনাব এম এ হাশেম - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"। asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭।