আমানউল্যা ইউনিয়ন
আমানউল্যা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আমানউল্যা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৩′২৮″ উত্তর ৯১°২৭′২৫″ পূর্ব / ২২.৫৫৭৭৮° উত্তর ৯১.৪৫৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ সাইফুল ইসলাম |
আয়তন | |
• মোট | ২.০৬ বর্গকিমি (০.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৭০০ |
• জনঘনত্ব | ৪,৭০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৩.৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আমানউল্যা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন
আয়তন[সম্পাদনা]
আমানউল্যা ইউনিয়নের আয়তন ৫০৮ একর[১] (২.০৬ বর্গ কিলোমিটার)। এটি সন্দ্বীপ উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আমানউল্যা ইউনিয়নের লোকসংখ্যা ৯,৭০০ জন। এর মধ্যে পুরুষ ৫,১১৭ জন এবং মহিলা ৪,৫৮৩ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সন্দ্বীপ উপজেলার উত্তরাংশে আমানউল্যা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সন্তোষপুর ইউনিয়ন, পূর্বে সন্তোষপুর ইউনিয়ন ও গাছুয়া ইউনিয়ন এবং দক্ষিণ ও পশ্চিমে কালাপানিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
আমানউল্যা ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ১৯নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। বর্তমানে ২টি গ্রাম নিয়ে এই ইউনিয়নটি গঠিত;[৩] এগুলো হল:
- আমানউল্যা
- চেউরিয়া
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
আমানউল্যা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৩৭%।[১] এ ইউনিয়নে ২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- প্রাথমিক বিদ্যালয়
- কাটগড় জি এন সরকারি প্রথমিক বিদ্যালয়
- চেউরিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়[৪]
- ৫নং দীঘির পাড় আনন্দ স্কুল[৫]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
উপজেলা সদর থেকে আমানউল্যা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-আমানউল্যা সড়ক। যোগাযোগ মাধ্যম রিক্সা, টেক্সী, মোটরসাইকেল।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
আমানউল্যা ইউনিয়নে ৭টি মসজিদ ও ২টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী[সম্পাদনা]
আমানউল্যা ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে আমানউল্যা খাল।[৬]
হাট-বাজার[সম্পাদনা]
আমানউল্যা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আকবর হাট।[২]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সবুজ চর
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: সাইফুল ইসলাম [৭]
- চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ "এক নজরে - আমানউল্যা ইউনিয়ন - আমানউল্যা ইউনিয়ন"। amanullahup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "আমান উল্যা ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=10[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - আমানউল্যা ইউনিয়ন - আমানউল্যা ইউনিয়ন"। amanullahup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - আমানউল্যা ইউনিয়ন - আমানউল্যা ইউনিয়ন"। amanullahup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "জনাব জাবেদুল ইসলাম - আমানউল্যা ইউনিয়ন - আমানউল্যা ইউনিয়ন"। amanullahup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আমানউল্যা ইউনিয়ন - আমানউল্যা ইউনিয়ন"। amanullahup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | মজিবুর রহমান চৌধুরী | |
০২ | হাজী আবদুল বারেক | |
০৩ | ফসিউল আলম চৌধুরী | |
০৪ | নুরুল আফছার চৌধুরী | |
০৫ | জাবেদুল ইসলাম | ২০১১-২০১৬ |
০৬ | শাহাদাত চৌধুরী | ২০১৬-২০২১ |
০৭ | সাইফুল ইসলাম | ২০২১-বর্তমান |
সন্দ্বীপ থানা |
| ||||
---|---|---|---|---|---|
বিলুপ্ত ইউনিয়ন |