রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ
রহমতপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′১৯″ উত্তর ৯১°২৭′৬″ পূর্ব / ২২.৪৮৮৬১° উত্তর ৯১.৪৫১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ ফরিদুল মাওলা কিশোর |
আয়তন | |
• মোট | ১০.৭৪ বর্গকিমি (৪.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৫০৩ |
• জনঘনত্ব | ৪২০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.২৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
রহমতপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের আয়তন ২৬৫৪ একর[১] (১০.৭৪ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রহমতপুর ইউনিয়নের লোকসংখ্যা ৪,৫০৩ জন। এর মধ্যে পুরুষ ২,১১৫ জন এবং মহিলা ২,৩৮৮ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সন্দ্বীপ উপজেলার পশ্চিমাংশে রহমতপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আজিমপুর ইউনিয়ন, পূর্বে মুছাপুর ইউনিয়ন, উত্তরে সন্দ্বীপ পৌরসভা এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি রহমতপুর মৌজা নিয়েই গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- অলি মন্দের পাড়া
- আদম খাঁ পাড়া
- তালতলী বাজার এলাকা
- কেঞ্জাতলী
- দলই পাড়া
- নোয়াকান্দি
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.২৫%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দ স্কুল
- রহমতপুর আনন্দ স্কুল
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
উপজেলা সদর থেকে রহমতপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-রহমতপুর সড়ক। যোগাযোগ মাধ্যম টেক্সী, রিক্সা ও মোটর সাইকেল।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নে ১৩টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।
খাল ও নদী[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের পশ্চিম পাশে বঙ্গোপসাগর। এছাড়া অনেক ছোট বড় খাল রয়েছে।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল তালতলী বাজার।[৮]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- হরিশপুর ইউনিয়নের পশ্চিমে জেগে উঠা নতুন চর
এটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, জুড়ে বিস্তৃত।
- তালতলী জামে মসজিদ; তালতলী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত।[৯]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মোস্তফা কামাল পাশা –– প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মাস্টার মোঃ ইলিয়াছ খান [১০]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | সেকান্দর হোসেন | |
০২ | ছাবের আহমদ | |
০৩ | হাছানুজ্জামান মামুন | ২০১১-
- ০৪ ||মাস্টার মোঃ ইলিয়াছ খান || ২০১৬}|| ইউপি সদস্য || ১নং আব্দুল বাতেন ২নং আব্দুল কাদের ৩নং সিরাজুল ইসলাম ৪নং আলমগীর হোসেন ৫নং আবুল কালাম আজাদ ৬নং সিরাজুল ইসলাম ৭নং মৌলুবি রফিক উল্ল্য ৮নং আবু জাহেদ ৯নং কামাল উদ্দীন ১২৩ রুমা বেগম ৪৫৬ মোমেনা বেগম ৭৮৯ রেখা বেগম || আরও দেখুন[সম্পাদনা]তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা] |