রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ
রহমতপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′১৯″ উত্তর ৯১°২৭′৬″ পূর্ব / ২২.৪৮৮৬১° উত্তর ৯১.৪৫১৬৭° পূর্বস্থানাঙ্ক: ২২°২৯′১৯″ উত্তর ৯১°২৭′৬″ পূর্ব / ২২.৪৮৮৬১° উত্তর ৯১.৪৫১৬৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | হাছানুজ্জামান মামুন |
আয়তন | |
• মোট | ১০.৭৪ কিমি২ (৪.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৫০৩ |
• জনঘনত্ব | ৪২০/কিমি২ (১১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.২৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
রহমতপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পরিচ্ছেদসমূহ
আয়তন[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের আয়তন ২৬৫৪ একর[১] (১০.৭৪ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রহমতপুর ইউনিয়নের লোকসংখ্যা ৪,৫০৩ জন। এর মধ্যে পুরুষ ২,১১৫ জন এবং মহিলা ২,৩৮৮ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সন্দ্বীপ উপজেলার পশ্চিমাংশে রহমতপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আজিমপুর ইউনিয়ন, পূর্বে মুছাপুর ইউনিয়ন, উত্তরে সন্দ্বীপ পৌরসভা এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি রহমতপুর মৌজা নিয়েই গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- অলি মন্দের পাড়া
- আদম খাঁ পাড়া
- তালতলী বাজার এলাকা
- কেঞ্জাতলী
- দলই পাড়া
- নোয়াকান্দি
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.২৫%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দ স্কুল
- রহমতপুর আনন্দ স্কুল
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
উপজেলা সদর থেকে রহমতপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-রহমতপুর সড়ক। যোগাযোগ মাধ্যম টেক্সী, রিক্সা ও মোটর সাইকেল।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নে ১৩টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।
খাল ও নদী[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের পশ্চিম পাশে বঙ্গোপসাগর। এছাড়া অনেক ছোট বড় খাল রয়েছে।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
রহমতপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল তালতলী বাজার।[৮]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- হরিশপুর ইউনিয়নের পশ্চিমে জেগে উঠা নতুন চর
এটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, জুড়ে বিস্তৃত।
- তালতলী জামে মসজিদ; তালতলী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত।[৯]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মোস্তফা কামাল পাশা –– প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: হাছানুজ্জামান মামুন[১০]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | সেকান্দর হোসেন | |
০২ | ছাবের আহমদ | |
০৩ | হাছানুজ্জামান মামুন | ২০১১-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=18[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "জনাব হাছানুজ্জামান মামুন - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"। rahmatpurup.chittagong.gov.bd।