উত্তর কাট্টলী ওয়ার্ড
উত্তর কাট্টলী | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড | |
বাংলাদেশে উত্তর কাট্টলী ওয়ার্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২১′৩৭″ উত্তর ৯১°৪৬′১৯″ পূর্ব / ২২.৩৬০২৮° উত্তর ৯১.৭৭১৯৪° পূর্বস্থানাঙ্ক: ২২°২১′৩৭″ উত্তর ৯১°৪৬′১৯″ পূর্ব / ২২.৩৬০২৮° উত্তর ৯১.৭৭১৯৪° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | নিছার উদ্দীন আহমেদ মঞ্জু |
আয়তন | |
• মোট | ৬.২২ বর্গকিমি (২.৪০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪১,৬৮৫ |
• জনঘনত্ব | ৬,৭০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২১৭ ![]() |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
উত্তর কাট্টলী বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড। উত্তর কাট্টলী, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, সাগরিকা এবং পাহাড়তলী এলাকার কিছু অংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডটিতে চট্টগ্রাম সিটি গেট, কৈবল্যধাম মন্দির এবং জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি প্রায় ১৫০ টি কলকারখানা রয়েছে।[১] ওয়ার্ডটিতে কৈবল্যধাম রেলস্টেশন ও ক্রিকেট স্টেডিয়াম রেলওয়ে স্টেশন নামে দুটি রেলস্টেশন আছে।
আয়তন[সম্পাদনা]
উত্তর কাট্টলী ওয়ার্ডের আয়তন ৬.২২ বর্গ কিলোমিটার।[২]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর কাট্টলী ওয়ার্ডের মোট জনসংখ্যা ৪১,৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ২১,৭৩৪ জন এবং মহিলা ১৯,৯৫১ জন। মোট পরিবার ৯,১৪৭টি।[৩]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমাংশে উত্তর কাট্টলী ওয়ার্ডের অবস্থান। এর দক্ষিণে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, পূর্বে ১২নং সরাইপাড়া ওয়ার্ড ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, উত্তরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১০নং ওয়ার্ড। এ ওয়ার্ডের পূর্বাংশের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আকবর শাহ থানার আওতাধীন এবং পশ্চিমাংশ পাহাড়তলী থানার আওতাধীন। এটি ২৮১নং চট্টগ্রাম-৪ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৪] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:
- সাগরিকা বিসিক শিল্প এলাকা
- উত্তর কাট্টলী
- পশ্চিম ফিরোজশাহ কলোনি
- প্রশান্তি আবাসিক এলাকা
- নতুন মনছুরাবাদ
- কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকা
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর কাট্টলী ওয়ার্ডের সাক্ষরতার হার ৭২.৫%।[৩] এ ওয়ার্ডে ২টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি স্কুল এন্ড কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- মাদ্রাসা
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়
- উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়
- একাডেমী ল্যাবরেটরী স্কুল
- কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেয়ারী মোহন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সমুদ্র সৈকত
- বাবুল দত্ত বাড়ি
গুরুত্বপূর্ণ সড়ক[সম্পাদনা]
- কৈবল্যধাম সড়ক
- কর্নেল জোনস সড়ক
- ঈশান মহাজন সড়ক
- সাগরিকা সড়ক
কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আমীর খসরু মাহমুদ চৌধুরী –– রাজনীতিবিদ, সাবেক বাণিজ্য মন্ত্রী।[৫]
- জহুর আহমেদ চৌধুরী –– রাজনীতিবিদ, সাবেক শ্রম, সমাজকল্যান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী।[৬]
- মোহাম্মদ মনজুর আলম –– রাজনীতিবিদ, সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র।[৭]
কাউন্সিলর[সম্পাদনা]
কাউন্সিলর[৮] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
মোহাম্মদ মনজুর আলম | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১০ |
নিছার উদ্দীন আহমেদ মঞ্জু | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "যোগাযোগসহ নাগরিক সুবিধা বঞ্চিত কাট্টলী | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১২।
- ↑ "পাহাড়তলী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭।
- ↑ BanglaNews24.com। "ভারতকে ট্রানজিট দেওয়া চলবে না-আমির খসরু মাহমুদ চৌধুরী"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৪।
- ↑ "৩ জানুয়ারী ১৯৭২ঃ জহুর আহমেদ চৌধুরী | সংগ্রামের নোটবুক" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৪।
- ↑ "চট্টগ্রামের নতুন মেয়র মঞ্জুর আলম"। BBC News বাংলা। ২০১০-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৪।
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd।