উত্তর কাট্টলী ওয়ার্ড
উত্তর কাট্টলী | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড | |
বাংলাদেশে উত্তর কাট্টলী ওয়ার্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২১′৩৭″ উত্তর ৯১°৪৬′১৯″ পূর্ব / ২২.৩৬০২৮° উত্তর ৯১.৭৭১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম |
শাসক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সংসদীয় আসন | চট্টগ্রাম-৪ |
সরকার | |
• কাউন্সিলর | আলহাজ্ব ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু |
আয়তন | |
• মোট | ৬.২২ বর্গকিমি (২.৪০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪১,৬৮৫ |
• জনঘনত্ব | ৬,৭০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২১৭ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
উত্তর কাট্টলী বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড। উত্তর কাট্টলী, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, সাগরিকা এবং পাহাড়তলী এলাকার কিছু অংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডটিতে চট্টগ্রাম সিটি গেট, কৈবল্যধাম মন্দির এবং জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি প্রায় ১৫০ টি কলকারখানা রয়েছে।[১] ওয়ার্ডটিতে কৈবল্যধাম রেলস্টেশন ও ক্রিকেট স্টেডিয়াম রেলওয়ে স্টেশন নামে দুটি রেলস্টেশন আছে।
আয়তন[সম্পাদনা]
উত্তর কাট্টলী ওয়ার্ডের আয়তন ৬.২২ বর্গ কিলোমিটার।[২]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর কাট্টলী ওয়ার্ডের মোট জনসংখ্যা ৪১,৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ২১,৭৩৪ জন এবং মহিলা ১৯,৯৫১ জন। মোট পরিবার ৯,১৪৭টি।[৩]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমাংশে উত্তর কাট্টলী ওয়ার্ডের অবস্থান। এর দক্ষিণে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, পূর্বে ১২নং সরাইপাড়া ওয়ার্ড ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, উত্তরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১০নং ওয়ার্ড। এ ওয়ার্ডের পূর্বাংশের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আকবর শাহ থানার আওতাধীন এবং পশ্চিমাংশ পাহাড়তলী থানার আওতাধীন। এটি ২৮১নং চট্টগ্রাম-৪ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৪] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:
- সাগরিকা বিসিক শিল্প এলাকা
- উত্তর কাট্টলী
- পশ্চিম ফিরোজশাহ কলোনি
- প্রশান্তি আবাসিক এলাকা
- নতুন মনছুরাবাদ
- কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকা
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর কাট্টলী ওয়ার্ডের সাক্ষরতার হার ৭২.৫%।[৩] এ ওয়ার্ডে ২টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি স্কুল এন্ড কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- মাদ্রাসা
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়
- উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়
- একাডেমী ল্যাবরেটরী স্কুল
- কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাট্টলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেয়ারী মোহন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি[সম্পাদনা]
ব্যাংক[সম্পাদনা]
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | কর্ণেলহাট শাখা[৫] | সাধারণ | কর্ণেলহাট, উত্তর কাট্টলী |
০২ | জনতা ব্যাংক | কর্ণেলহাট শাখা[৬] | কর্ণেলহাট, উত্তর কাট্টলী | ||
০৩ | রূপালী ব্যাংক | সাগরিকা রোড শাখা[৭] | জে জে টাওয়ার, এন/৫৫৭, ঢাকা ট্রাঙ্ক রোড, পাহাড়তলী | ||
০৪ | বেসিক ব্যাংক | পাহাড়তলী শাখা[৮] | বিশেষায়িত | প্লট নং ৯ ও ১০, ব্লক জি, ফিরোজ শাহ হাউজিং এস্টেট, পাহাড়তলী, চট্টগ্রাম | |
০৫ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | অলংকার মোড় শাখা[৯] | সাধারণ | অলংকার মোড়, উত্তর কাট্টলী, চট্টগ্রাম |
০৬ | কৈবল্যধাম উপশাখা[১০] | বাসা নং ৩৪-৩৫, ব্লক এ, থানা রোড, আকবর শাহ, চট্টগ্রাম | |||
০৭ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | উত্তর কাট্টলী উপশাখা[১১] | আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ, উত্তর কাট্টলী, চট্টগ্রাম | ||
০৮ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | পাহাড়তলী শাখা[১২] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | এস এস টাওয়ার (১ম তলা), ৬১০৩/৬৮৮২, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম | |
০৯ | গ্লোবাল ইসলামী ব্যাংক | অলংকার মোড় শাখা[১৩] | আর আর কমপ্লেক্স, বাসা নং ৭২৫, পাহাড়তলী, চট্টগ্রাম | ||
১০ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | কর্নেলহাট শাখা[১৪] | টোটাল টাওয়ার, নতুন মনসুরাবাদ (ফিরোজ শাহ হাউজিং এস্টেট), ঢাকা ট্রাঙ্ক রোড, কর্নেলহাট, চট্টগ্রাম |
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সমুদ্র সৈকত
- বাবুল দত্ত বাড়ি
গুরুত্বপূর্ণ সড়ক[সম্পাদনা]
- কৈবল্যধাম সড়ক
- কর্নেল জোনস সড়ক
- ঈশান মহাজন সড়ক
- সাগরিকা সড়ক
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- আমীর খসরু মাহমুদ চৌধুরী –– রাজনীতিবিদ, সাবেক বাণিজ্য মন্ত্রী।[১৫]
- জহুর আহমেদ চৌধুরী –– রাজনীতিবিদ, সাবেক শ্রম, সমাজকল্যান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী।[১৬]
- মোহাম্মদ মনজুর আলম –– রাজনীতিবিদ, সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র।[১৭]
- খোরশেদ আলম সুজন –– রাজনীতিবিদ, সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক।[১৮]
কাউন্সিলর[সম্পাদনা]
কাউন্সিলর[১৯] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
আলহাজ্ব ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
আলহাজ্ব ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১ |
জনপ্রতিনিধি[সম্পাদনা]
ক্রম নং. | পদবী | নাম |
---|---|---|
০১ | কাউন্সিলর | আলহাজ্ব ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু |
০২ | মহিলা কাউন্সিলর | তাসলিমা বেগম নুরজাহান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "যোগাযোগসহ নাগরিক সুবিধা বঞ্চিত কাট্টলী | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১২।
- ↑ "পাহাড়তলী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭।
- ↑ "অগ্রণী ব্যাংক, কর্ণেলহাট শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, কর্ণেলহাট শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "রূপালী ব্যাংক, সাগরিকা রোড শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "বেসিক ব্যাংক, পাহাড়তলী শাখা"। www.basicbanklimited.com। বেসিক ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, অলংকার মোড় শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, কৈবল্যধাম উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তর কাট্টলী উপশাখা"। www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - পাহাড়তলী শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, অলংকার মোড় শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - কর্নেলহাট শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ BanglaNews24.com। "ভারতকে ট্রানজিট দেওয়া চলবে না-আমির খসরু মাহমুদ চৌধুরী"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৪।
- ↑ "৩ জানুয়ারি ১৯৭২ঃ জহুর আহমেদ চৌধুরী | সংগ্রামের নোটবুক" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৪।
- ↑ "চট্টগ্রামের নতুন মেয়র মঞ্জুর আলম"। BBC News বাংলা। ২০১০-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৪।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আ. লীগ নেতা সুজন"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৪।
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭।