জালালাবাদ ওয়ার্ড
জালালাবাদ | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
২নং জালালাবাদ ওয়ার্ড | |
বাংলাদেশে জালালাবাদ ওয়ার্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৩′৪৪″ উত্তর ৯১°৪৯′০″ পূর্ব / ২২.৩৯৫৫৬° উত্তর ৯১.৮১৬৬৭° পূর্বস্থানাঙ্ক: ২২°২৩′৪৪″ উত্তর ৯১°৪৯′০″ পূর্ব / ২২.৩৯৫৫৬° উত্তর ৯১.৮১৬৬৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | সাহেদ ইকবাল বাবু |
আয়তন | |
• মোট | ৬.৪৮ কিমি২ (২.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৭৭,১৫৪ |
• জনঘনত্ব | ১২০০০/কিমি২ (৩১০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০.৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২১৪ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
জালালাবাদ বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
পরিচ্ছেদসমূহ
আয়তন[সম্পাদনা]
জালালাবাদ ওয়ার্ডের আয়তন ৬.৪৮ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী জালালাবাদ ওয়ার্ডের লোকসংখ্যা ৭৭,১৫৪ জন। এর মধ্যে পুরুষ ৪২,২৮৩ জন এবং মহিলা ৩৪,৮৭১ জন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তরাংশে জালালাবাদ ওয়ার্ডের অবস্থান। এর উত্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন; পূর্বে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড; দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ও ৮নং শুলকবহর ওয়ার্ড এবং পশ্চিমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
জালালাবাদ ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন এবং ২৮২নং চট্টগ্রাম-৫ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[২] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:
- অক্সিজেন
- কুলগাঁও
- গ্রীন ভ্যালি
- রউফাবাদ
- শেরশাহ কলোনী
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
জালালাবাদ ওয়ার্ডের সাক্ষরতার হার ৬০.৪০%।[১] এ ওয়ার্ডে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি মেডিকেল কলেজ, ১টি কলেজ, ৩টি মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- বিশ্ববিদ্যালয়
- মেডিকেল কলেজ
- কলেজ
- মাদ্রাসা
- আহসানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসা
- রশিদিয়া রউফাবাদ আলিম মাদ্রাসা
- মোহাম্মদিয়া হাফিজুল উলুম দাখিল মাদ্রাসা
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
- বায়েজিদ লেইন উচ্চ বিদ্যালয়
- শেরশাহ কলোনী ড. মাজহারুল হক উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- বালুছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেরশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কাউন্সিলর[সম্পাদনা]
কাউন্সিলর | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
সাহেদ ইকবাল বাবু | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "বায়েজীদ বোস্তামী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41117&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd।