পোমরা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯২°১′৭″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯২.০১৮৬১° পূর্ব / 22.46500; 92.01861
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোমরা
ইউনিয়ন
৬নং পোমরা ইউনিয়ন পরিষদ
পোমরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পোমরা
পোমরা
পোমরা বাংলাদেশ-এ অবস্থিত
পোমরা
পোমরা
বাংলাদেশে পোমরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯২°১′৭″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯২.০১৮৬১° পূর্ব / 22.46500; 92.01861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাঙ্গুনিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজহির আহমদ চৌধুরী
আয়তন
 • মোট২১.৪৮ বর্গকিমি (৮.২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩২,০৪৫
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৮.২৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পোমরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

পোমরা ইউনিয়নের আয়তন ৫৩০৭ একর (২১.৪৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পোমরা ইউনিয়নের লোকসংখ্যা ৩২,০৪৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,৪২২ জন এবং মহিলা ১৫,৬২৩ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিমাংশে পোমরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে পারুয়া ইউনিয়ন, রাঙ্গুনিয়া পৌরসভা, দক্ষিণে বেতাগী ইউনিয়ন, পশ্চিমে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নকদলপুর ইউনিয়ন এবং উত্তরে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

পোমরা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি সরসিং, পোমরাজঙ্গল পোমরা এ ৩টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড হাজী পাড়া, শাল পাড়া, সওদাগর পাড়া, সিকদার পাড়া, দাশ পাড়া, নুচ্ছার পাড়া
২নং ওয়ার্ড ছাইনী পাড়া, মহতী পাড়া, বুলবুলি পাড়া, বেপারী পাড়া,পোমরা ইসলামপুর
৩নং ওয়ার্ড হিলাগাজী পাড়া, হাজারীখীল, মাইজ পাড়া, মল্লিকার পাড়া, কর্মকার পাড়া
৪নং ওয়ার্ড রোশাই পাড়া, আছুয়া পাড়া, মধুরাম পাড়া, সিরাজী পাড়া
৫নং ওয়ার্ড নবাবী পাড়া, খতিব পাড়া, জঙ্গল পোমরা
৬নং ওয়ার্ড সাপলেজা পাড়া, ভোলার বাপের বাড়ী, তিতাগাজী পাড়া, বড়ুয়া পাড়া, তালুকদার পাড়া, শান্তির হাট
৭নং ওয়ার্ড কাজী পাড়া, মোতোয়াল্লী পাড়া, লস্কর পাড়া, অলিয়ার পাড়া, দক্ষিণ পোমরা
৮নং ওয়ার্ড মহত্তরখীল, মাস্টার টিলা, লোহারপুল, গিরিস ফকির বাড়ী, দয়ার মার বাড়ী, আজিমনগর
৯নং ওয়ার্ড হাজী পাড়া, মাইজ পাড়া, উত্তর নোয়াগাঁও

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

পোমরা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.২৫%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
মাদ্রাসা

[৩]

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

প্রাথমিক বিদ্যালয়
  • ছাইনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পোমরা বালিকা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোমরা এসআরএস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোমরা মাইজপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোমরা লতিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাচাশাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাপলেজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হিলাগাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৫]

কিন্ডারগার্টেন
  • উত্তর পোমরা সানফ্লাওয়ার কেজি স্কুল
  • পোমরা আইডিয়াল কেজি স্কুল
  • পোমরা নতুন কুঁড়ি কেজি স্কুল।
  • পোমরা বঙ্গবন্ধু মডেল কেজি স্কুল।
  • বাচা বাবা (রহ.) কেজি স্কুল।
  • বুলবুলি পাড়া নুরনাহার বেগম মডেল কেজি স্কুল।
  • হাজীপাড়া মডেল কেজি স্কুল।
  • সাউথ পোমরা মডেল কেজি স্কুল।

[৬]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

পোমরা ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। এছাড়াও ইউনিয়নের অাভ্যন্তরীণ বিভিন্ন সড়কের প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]

চট্টগ্রামের অন্যান্য অঞ্চলের মত এ ইউনিয়নের লোকেরাও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও এ ইউনিয়নের উত্তরাঞ্চলে কিছু উপজাতির বসবাস রয়েছে, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে।

খাল ও নদী[সম্পাদনা]

পোমরা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়াও গোচরা খাল ও কাউখালী খাল বিদ্যমান।[৭]

হাট-বাজার[সম্পাদনা]

পোমরা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল গোচরা বাজার, শান্তির হাট এবং পোমরা মালির হাট।[৮]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • বাচা বাবার মাজার - কাপ্তাই সড়ক হয়ে গোচরা চৌমুহনী নেমে দক্ষিণ দিকে ১ কিলোমিটার গেলেই কর্ণফুলী নদীর পশ্চিম তীরে বাচা বাবার মাজার।[৯]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: জহির আহমদ চৌধুরী[১০]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ কায়কোবাদ চৌধুরী
০২ হাজী বেলায়েত আলী চৌধুরী
০৩ জহির আহমদ চৌধুরী
০৪ কুতুব উদ্দীন চৌধুরী
০৫ নাজিম উদ্দীন চৌধুরী ২০০৩-২০১১
০৬ ফজলুল কবির গিয়াসু ২০১১-২০১৬
০৭ কুতুব উদ্দীন চৌধুরী ২০১৬-২০২২
০৮ জহির আহমদ চৌধুরী ২০২২-বর্তমান

[১১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  3. "মাদ্রাসা - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd। ১৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  7. "খাল ও নদী - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  10. Bhorerkagoj। "পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল"www.bhorerkagoj.net [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - পোমরা ইউনিয়ন - পোমরা ইউনিয়ন"pomraup.chittagong.gov.bd। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]