জিরি ইউনিয়ন
জিরি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে জিরি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৭′২৯″ উত্তর ৯১°৫৩′৩৫″ পূর্ব / ২২.২৯১৩৯° উত্তর ৯১.৮৯৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আমিনুল ইসলাম খান টিপু |
আয়তন | |
• মোট | ১৩.৮০ বর্গকিমি (৫.৩৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৮,৩৩৮ |
• জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
জিরি বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
জিরি ইউনিয়নের আয়তন ৩,৪১০ একর (১৩.৮০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিরি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ১৯,০৩০ জন এবং মহিলা ১৯,৩০৮ জন। মোট পরিবার ৭,৫০৯টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
পটিয়া উপজেলার পশ্চিমাংশে জিরি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কোলাগাঁও ইউনিয়ন ও কুসুমপুরা ইউনিয়ন, পূর্বে কুসুমপুরা ইউনিয়ন ও কাশিয়াইশ ইউনিয়ন, দক্ষিণে কাশিয়াইশ ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
জিরি ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- উত্তর দেয়াং
- মোহাম্মদ নগর
- মধ্যম কৈয়গ্রাম
- দক্ষিণ কৈয়গ্রাম
- পশ্চিম মালিয়ারা
- দক্ষিণ মালিয়ারা
- পূর্ব মালিয়ারা
- মহিরা হিখাইন
- সাইদাইর
- জিরি
- মহিরা
- দক্ষিণ জিরি
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিরি ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ[৪]
- মাদ্রাসা[৫]
- আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
- সাইদাইর গাউছিয়া তৈয়্যবিয়া দেলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসা
- পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- এস এ নুর উচ্চ বিদ্যালয়
- জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়
- মালিয়ারা-মহিরা-মহিরা হিখাইন উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিরি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিরি হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহিরা হিখাইন জে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
জিরি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
জিরি ইউনিয়নে ৪৫টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[৩]
খাল ও নদী[সম্পাদনা]
জিরি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুরারী খাল।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
জিরি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালিয়ারা বাজার, ফকিরা মসজিদ বাজার, কৈয়গ্রাম বাজার, লামার বাজার এবং কাজীর হাট।[৮]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান:আমিনুল ইসলাম খান (টিপু) [৯]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- শাহ মুহাম্মদ তৈয়ব, ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ( ১৯৪৩ — ২০২০ )
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "এক নজরে - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কলেজ - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাঁট বাজার - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বর্ত মান পরিষদ - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"। jiriup.chittagong.gov.bd। ১২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭।