নারায়ণহাট ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৪৮′৮″ উত্তর ৯১°৪২′৫৭″ পূর্ব / ২২.৮০২২২° উত্তর ৯১.৭১৫৮৩° পূর্ব / 22.80222; 91.71583
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নারায়ণহাট
ইউনিয়ন
৩নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদ
নারায়ণহাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
নারায়ণহাট
নারায়ণহাট
নারায়ণহাট বাংলাদেশ-এ অবস্থিত
নারায়ণহাট
নারায়ণহাট
বাংলাদেশে নারায়ণহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′৮″ উত্তর ৯১°৪২′৫৭″ পূর্ব / ২২.৮০২২২° উত্তর ৯১.৭১৫৮৩° পূর্ব / 22.80222; 91.71583 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআবু জাফর মাহমুদ
আয়তন
 • মোট৫৯.৯০ বর্গকিমি (২৩.১৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৩,৭৬৩
 • জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৫.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নারায়ণহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আয়তন[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়নের আয়তন ১৪,৮০০ একর (৫৯.৯০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারায়ণহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৬,৩৪৭ জন এবং মহিলা ১৭,৪১৬ জন। মোট পরিবার ৬,৭৬২টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

ফটিকছড়ি উপজেলার উত্তর-মধ্যাংশে নারায়ণহাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে দাঁতমারা ইউনিয়ন, পশ্চিমে বাগানবাজার ইউনিয়ন, দক্ষিণে ভূজপুর ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • উত্তর সুন্দরপুর
  • হাপানিয়া
  • পিলখানা
  • জুজখোলা
  • লট ৪৪ নেপচুন
  • চাঁন্দপুর
  • বিনিমিজিরখীল
  • ঘড়াভাঙ্গা
  • শৈলকোপা
  • ধামারখীল
  • বাদুরখীল
  • ইদিলপুর
  • লট ১৭ ইদিলপুর
  • শ্বেতছড়া
  • শ্বেতছড়া নতুন পাড়া
  • কুমারী

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ আমলে আনুমানিক ১৯৩৭ সালে প্রথম চট্টগ্রাম মহকুমার অধীন বর্তমান নারায়ণহাট ইউনিয়ন ও দাঁতমারা ইউনিয়ন এ দুটি ইউনিয়ন নিয়ে নারায়ণহাট ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হতো গ্রাম প্রেসিডেন্ট। ১৯৩৭ সালে এই ইউনিয়নের প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন মরহুম নাদেরুজ্জামান চৌধুরী। এরপর যথাক্রমে মকবুল আলী সিকদার, বাবু নিবারণ নন্দী, ছালে আহাম্মদ চৌধুরী, বদিউল আলম চৌধুরী গ্রাম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলে ১৯৬০ সালে প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মীর বদরজ্জামান সওদাগর। তিনি এই ইউনিয়নের প্রভূত উন্নতি সাধন করেন। তাঁর পর হাবিবুর রহমান সিকদার এই ইউনিয়নের প্রায় ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্র ইউনিয়নের একজন প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। তাঁর পর যথাক্রমে বাবু মনিন্দ্র লাল দে, একরামুল ইসলাম চৌধুরী তৈফুর, মোহাম্মদ ইব্রাহিম, আবু জাফর মাহমুদ এই ইউনিয়নের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। বর্তমানে হারুনুর রশীদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারায়ণহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.২%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
মাদ্রাসা[৪]
মাধ্যমিক বিদ্যালয়[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • শ্বেতছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়
  • ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • ঘড়াভাঙ্গী ফ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • ধামারখীল সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নেপচুন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
  • পঞ্চবটি এ কাশেম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
  • পশ্চিম ইদিলপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
  • পশ্চিম চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • পশ্চিম শৈলকোপা সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • পূর্ব শৈলকোপা সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • মহানগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
  • মোমেনা খাতুন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
  • রশিদা খাতুন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যলয়
  • হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক, মীরসরাই-(শ্বেতছড়া) নারায়ণহাট সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়নে ২২টি মসজিদ[৬], ৩টি ঈদগাহ[৭] ও ১১টি মন্দির[৮] রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের অন্যান্য খালগুলো হল গজারিয়া খাল, বালুখালী খাল এবং বারমাসিয়া খাল।[৯] শ্বেতছড়া লোদিয়া খাল

হাট-বাজার[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল নারায়ণহাট, মির্জারহাট, বাউদ্দারপাড় বাজার, শ্বেতছড়া বাজার, ধামারখীল বাজার এবং নেপচুন বাগান বাজার।[১০]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • শ্বেতছড়া গ্রিণ সাজেক
  • হালদা ভ্যালী চা বাগান
  • [১১]
  • নেপচুন চা বাগান
  • সুন্দর শাহ রহঃ ছিলা
  • হালদা খাল
  • সেমুতাং গ্যাস ফিল্ড
  • কুলালপাড়া মৃৎশিল্প

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

নারায়ণহাট ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১২]

  • জামাল নজরুল ইসলাম – পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ হারুনুর রশিদ[১৩]
চেয়ারম্যানগণের তালিকা[১৪]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মীর বদরুজ্জামান সওদাগর ১৯৬০-১৯৭৩
০২ হাবিবুর রহমান সিকদার ১৯৭৩-১৯৭৬
০৩ মীর বদরুজ্জামান সওদাগর ১৯৭৬-১৯৮০
০৪ হাবিবুর রহমান সিকদার ১৯৮০-১৯৯২
০৫ মনিন্দ্র কুমার দে ১৯৯২-১৯৯৬
০৬ একরামুল ইসলাম চৌধুরী তৈফুর ১৯৯৬-২০০২
০৭ মোহাম্মদ ইব্রাহীম ২০০২-২০১১
০৮ আবু জাফর মাহমুদ ২০১১-২০১৬
০৯ মোহাম্মদ হারুনুর রশিদ ২০১৬-২০২১
১০ আবু জাফর মাহমুদ ২০২১-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে নারায়নহাট ইউ,পি - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  3. "নারায়ণহাট ইউনিয়নের ইতিহাস - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  4. "মাদ্রাসা - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd 
  6. "মসজিদ - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  7. "ঈদগাহ - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  8. "মন্দির - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  9. "খাল ও নদী - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  10. "নারায়ণহাট ইউনিয়নের হাট বাজার - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  11. "দর্শনীয়স্থান - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  12. "প্রখ্যাত ব্যক্তিত্ব - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  13. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - নারায়নহাট ইউনিয়ন - নারায়নহাট ইউনিয়ন"narayanhatup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]