আমিরাবাদ ইউনিয়ন, লোহাগাড়া
আমিরাবাদ | |
---|---|
ইউনিয়ন | |
২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আমিরাবাদ ইউনিয়ন, লোহাগাড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১′৩৭″ উত্তর ৯২°৬′১″ পূর্ব / ২২.০২৬৯৪° উত্তর ৯২.১০০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এস এম ইউনুছ |
আয়তন | |
• মোট | ১৭.৬৫ বর্গকিমি (৬.৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৭,৩০৩ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আমিরাবাদ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়নের আয়তন ৪,৩৬১ একর (১৭.৬৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিরাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৭,৩০৩ জন। এর মধ্যে পুরুষ ১৮,০১৮ জন এবং মহিলা ১৯,২৮৫ জন। মোট পরিবার ৭,৩৪২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লোহাগাড়া উপজেলার উত্তরাংশে আমিরাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আধুনগর ইউনিয়ন, লোহাগাড়া ইউনিয়ন ও কলাউজান ইউনিয়ন; পূর্বে কলাউজান ইউনিয়ন ও পদুয়া ইউনিয়ন; উত্তরে পদুয়া ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়ন এবং পশ্চিমে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়ন ১৯৬৮ সালে ১৪নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিলো। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ২নং আমিরাবাদ ইউনিয়ন হিসেবে কার্যক্রম শুরু করে।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[৩]
- আমিরাবাদ
- পশ্চিম আমিরাবাদ
- মধ্য আমিরাবাদ
- মল্লিক ছোয়াং
- হাজারবিঘা
- সুখছড়ি
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমিরাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৭%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা, ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ১টি এবতেদায়ী মাদ্রাসা ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- চুনতি সরকারি মহিলা কলেজ
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ
- বার আউলিয়া ডিগ্রি কলেজ
- মাদ্রাসা[৫]
- আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসা
- শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসা
- সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
- রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়
- আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়
- উত্তর আমিরাবাদ এম. বি. উচ্চ বিদ্যালয়
- এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়
- দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
- সুখছড়ি উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আমিরাবাদ জনকল্যাণ মোমেনা কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমিরাবাদ জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমিরাবাদ নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরহুম মৌলানা সুলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মল্লিক ছোয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজ্জাক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শহীদ মেজর নজমুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুখছড়ি মৌলভী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুখছড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজারবিঘা নুরুল ইসলাম মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা[৭]
- মাদ্রাসা নববিয়া আরাবিয়া এবতেদায়ী মাদ্রাসা
- কিন্ডারগার্টেন[৮]
- চেরী গ্রামার স্কুল
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়নে ৬০টি মসজিদ ও ৩টি মন্দির রয়েছে।[৯][১০]
খাল ও নদী
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে টংকাবতী নদী ও পশ্চিম সীমান্ত দিয়ে ডলু নদী বয়ে চলেছে। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোয়ালিয়া খাল, বাই খাল এবং গোলাছড়ি খাল।[১১]
হাট-বাজার
[সম্পাদনা]আমিরাবাদ ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হলো মাস্টার হাট এবং নতুন বাজার।[১২]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- নওয়াজিস খান –– মধ্যযুগের কবি।
- মেজর নাজমুল হক –– সেক্টর কমান্ডার, ৭নং সেক্টর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।
- স. উ. ম. আবদুস সামাদ –– রাজনীতিবিদ।
- ফতেহ আলী ওয়াসি - সুফি সাধক, ইসলাম প্রচারক ও ফার্সি ভাষার কবি৷
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: এস এম ইউনুচ[১৩]
- চেয়ারম্যানগণের তালিকা[১৪]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আহমদ হোসেন | ১৯৬০-১৯৬৫ |
০২ | মৌলানা নেছার আহমদ | ১৯৬৬-১৯৭১ |
০৩ | মাহমুদ মিয়া | ১৯৭৩-১৯৭৬ |
০৪ | শাহে আলম খান | ১৯৭৬-১৯৯০ |
০৫ | জাফর আহমদ চৌধুরী | ১৯৯০-২০০১ |
০৬ | শহিদুল ইসলাম টিপু | ২০০১-২০১১ |
০৭ | মোহাম্মদ এনামুল হক | ২০১১-২০১৬ |
০৮ | মোহাম্মদ রফিকুল ইসলাম(ভারপ্রাপ্ত) | ২০১৬-২০২০ |
০৯ | এস এম ইউনুচ | ২০২০-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।
- ↑ "আমিরাবাদ ইউনিয়নের ইতিহাস - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "এক নজরে ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া, চট্টগ্রাম। - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ২৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "মাদ্রাসা - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "অন্যান্য - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "মসজিদ - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ২০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "মন্দির - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ২৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "খাল ও নদী - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"। banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "পূর্ববর্তী চেয়ারম্যানবৃন্দ - আমিরাবাদ ইউনিয়ন - আমিরাবাদ ইউনিয়ন"। amirabadup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।